X
রবিবার, ১৯ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

রবিবার শুরু লাল-সবুজের ট্রেন ‘সোনার বাংলা এক্সপ্রেস’

ওমর ফারুক
২৫ জুন ২০১৬, ২০:৩২আপডেট : ২৫ জুন ২০১৬, ২১:০৭

সোনার বাংলা এক্সপ্রেস ঢাকা থেকে চট্টগ্রাম যেতে পৌনে ছয় ঘণ্টা সময় নেবে লাল-সবুজ রঙের ‘সোনার বাংলা এক্সপ্রেস’। পথিমধ্যে ঢাকার বিমানবন্দর স্টেশন ছাড়া আর কোথাও থামবে না। ঝামেলা না থাকলে ঘড়ির কাটা ধরে গন্তব্যে পৌঁছাবে অত্যাধুনিক এ ট্রেনটি। দেশবাসীকে ঈদের উপহার দিতে শনিবার সোনার বাংলা এক্সপ্রেসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার শুরু হচ্ছে ট্রেনটির আনুষ্ঠানিকভাবে যাত্রী পরিবহনের পালা।

শনিবার কমলাপুর স্টেশন ঘুরে দেখা গেছে, সোনার বাংলা এক্সপ্রেসের বগিগুলোকে লাল-সবুজ রং দিয়ে সাজানো হয়েছে। এর পাশাপাশি রয়েছে সাদা রংয়ের কাজও। প্রধানমন্ত্রী উদ্বোধন করে যাওয়ার পর সাধারণ মানুষ হুমড়ি খেয়ে পড়ে ট্রেনটি দেখতে। দেখা গেছে, ট্রেনের প্রতিটি আসনই অত্যন্ত আরামদায়ক করে বানানো।

আসলাম চৌধুরী নামে মধ্যবয়সী এক ব্যক্তি বলেন, বুধবার লাইন ধরে এই ট্রেনের প্রথম ট্রিপের যাত্রী হতে টিকিট কিনেছি। ট্রেনটি চালু হওয়ায় ঢাকা-চট্টগ্রাম রুটের যাত্রীদের ভোগান্তি অনেক কমবে। তবে বাস মালিকদের প্রভাবে সার্ভিসটির চলাচল যাতে বিঘ্নিত না হয় সেদিকে সতর্ক থাকতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।

বাংলাদেশ রেলওয়ের পরিচালক (অপারেশন) সৈয়দ জহুরুল ইসলাম শনিবার বলেন, সোনার বাংলা এক্সপ্রেস প্রতিদিন সকাল সাতটায় কমলাপুর স্টেশন ছাড়বে। চট্টগ্রাম পৌঁছাবে দুপুর ১২টা ৪০ মিনিটে। অন্যদিকে চট্টগ্রাম স্টেশন থেকে ছাড়বে বিকেল পাঁচটায়। ঢাকা পৌঁছাবে রাত ১০টা ৪০ মিনিটে। তিনি বলেন, ট্রেনটি শুধু ঢাকা বিমানবন্দর স্টেশনে সামান্য সময়ের জন্য থামবে। এরপর আর কোথাও থামবে না। ট্রেনটি শনিবার বন্ধ থাকবে। তিনি জানান, ট্রেনটিতে নতুন বগি (কোচ) থাকবে ১৬টি। বগিগুলো ইন্দোনেশিয়ার তৈরি।

সোনার বাংলা এক্সপ্রেসের ষোল বগিতে আসন থাকবে ৭৪৬টি। ট্রেনে শীততাপ নিয়ন্ত্রিত (এসি) স্নিগ্ধা, এসি বার্থ ও শোভন নামের তিনটি শ্রেণি থাকবে। এসি বগি রয়েছে চারটি। প্রতি বগিতে আসন ৫৫টি। চার এসি বগিতে থাকছে ২২০টি আসন। আলাদা বগিতে এসি বার্থ আসন থাকছে ৬৬টি। শোভন শ্রেণির সাতটি বগিতে চেয়ার আসন ৪২০টি। পাশাপাশি দু’টি খাবার কোচে আসন থাকছে ৪০টি।

সোনার বাংলা এক্সপ্রেসে ভাড়া নির্ধারণ করা হয়েছে প্রতি আসন এসি চেয়ার ১১০০ টাকা, এসি বার্থ আসন ১০০০ টাকা এবং শোভন শ্রেণি ৬০০ টাকা। বাংলাদেশ পর্যটন করপোরেশন ট্রেনের যাত্রীদের খাবার সরবরাহ করবে।

কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার সিতাংশু চক্রবর্তী জানান, বুধবার নতুন এই ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। ট্রেনটিতে যাত্রী ভাড়া সুবর্ণ এক্সপ্রেসের মতোই নির্ধারণ করা হয়েছে।

প্রসঙ্গত, ১৯৯৮ সালের ১৪ এপ্রিল থেকে ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচল করছে আন্তঃনগর ট্রেন ‘সুবর্ণ এক্সপ্রেস’। বাংলাদেশে এটিই প্রথম বিরতিহীন ট্রেন। এবার এর সঙ্গে যুক্ত হচ্ছে সোনার বাংলা  এক্সপ্রেস। সুবর্ণ এক্সপ্রেস চট্টগ্রাম থেকে ছাড়ে সকাল ৭টায় এবং ঢাকা থেকে ছাড়ে বিকাল ৩টায়। দু’দিক থেকেই গন্তব্যে পৌঁছানোর সময় ৫ ঘণ্টা ৪০ মিনিট। সুবর্ণ এক্সপ্রেস শুক্রবার ছাড়া সপ্তাহের ছয়দিন চলাচল করে। এটিও বিমানবন্দর ছাড়া অন্য কোনও স্টেশনে থামে না। ঢাকা-চট্টগ্রাম রুটে তুর্ণা নিশিথা, মহানগর গোধুলী, মহানগর প্রভাতি এক্সপ্রেস নামের আরও তিনটি আন্তঃনগর ট্রেন চলাচল করে। এ ছাড়া রয়েছে দুটি মেইল ট্রেন। এসব ট্রেনে গন্তব্যে পৌঁছাতে সাত থেকে দশ ঘণ্টা সময় লেগে যায়।

আরও পড়তে পারেন: বাংলাদেশেও পাতাল রেল-বুলেট রেল হবে: প্রধানমন্ত্রী

/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ধর্ষণের অভিযোগ: জুজুৎসুর নিউটনসহ ২ জন রিমান্ডে
ধর্ষণের অভিযোগ: জুজুৎসুর নিউটনসহ ২ জন রিমান্ডে
ভাইরাল সেই বক্তব্যের বিষয়ে কুষ্টিয়া আ.লীগ সভাপতিকে শোকজ
ভাইরাল সেই বক্তব্যের বিষয়ে কুষ্টিয়া আ.লীগ সভাপতিকে শোকজ
ঢাকার চেয়ে আফ্রিকার ছোট শহরের বাসগুলোও সুন্দর: সড়কমন্ত্রী
ঢাকার চেয়ে আফ্রিকার ছোট শহরের বাসগুলোও সুন্দর: সড়কমন্ত্রী
৮৫ গ্রাম হেরোইন উদ্ধারের মামলায় আসামির যাবজ্জীবন
৮৫ গ্রাম হেরোইন উদ্ধারের মামলায় আসামির যাবজ্জীবন
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক
‘অধিকার দিতে হবে না, কেড়ে না নিলেই হবে’
‘অধিকার দিতে হবে না, কেড়ে না নিলেই হবে’