X
রবিবার, ১৯ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

ফাহিমের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে আইনি নোটিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুন ২০১৬, ১৭:৪১আপডেট : ২৭ জুন ২০১৬, ১৭:৪১

ফাইজুল্লাহ ফাহিম মাদারীপুরে বন্ধুকযুদ্ধে নিহত ফাইজুল্লাহ ফাহিমের ঘটনার সুষ্ঠু বিচার বিভাগীয় তদন্ত চেয়ে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে। স্বরাষ্ট্র সচিব, আইজিপি, পুলিশ সুপার (মাদারীপুর জেলা) এবং মাদারীপুর সদর থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর এ নোটিশ পাঠানো হয়েছে। ১৫ দিনের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

সোমবার (২৭ জুন) দুপুরে জনস্বার্থে এ নোটিশটি পাঠিয়েছেন সুপ্রিমকোর্টের আইনজীবী এসএম জুলফিকার আলী জুনু।

নোটিশে বলা হয়েছে ‘সম্প্রতি বিভিন্ন সংবাদ মাধ্যমে রিমান্ডে থাকা ফাহিম বন্দুকযুদ্ধে নিহত- শীর্ষক একটি নিউজ আমাদের দৃষ্টিগোচর হয়েছে। মাদারীপুর সরকারি নাজিম উদ্দীন কলেজের গণিত বিভাগের প্রভাষক রিপন চক্রবর্তীর উপর হামলার ঘটনায় গ্রেফতার গোলাম ফায়জুল্লাহ ফাহিম পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয় গত ১৮ জুন শনিবার সকালে। তার আগের দিন ১৭ জুন শুক্রবার ফাহিমকে জিজ্ঞাসাবাদের জন্য ১৫ দিনের রিমান্ড চাইলে আদালত ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর পরদিনেই ফাহিম বন্দুকযুদ্ধে নিহত হয়। মিয়ারচর ঘটনাস্থলে ধান ও পাটক্ষেতের মাঝখানে ফায়জুল্লার লাশ পড়ে থাকতে দেখা যায় বলে জানা যায়। তার হাতে পেছনের দিকে হ্যান্ডকাপ পরানো ছিল। পুলিশ হেফাজতে থাকা রিমান্ডের আসামি বন্দুকযুদ্ধে নিহত হওয়ার ঘটনা দেশ ও জাতির জন্য দুর্ভাগ্যজনক এবং আইনের শাসনের পরিপন্থী।’

লিগ্যাল নোটিশে বলা হয়, পুলিশ হেফাজতে রিমান্ডে থাকা আসামি বন্দুকযুদ্ধে নিহত হলেও ওই অভিযানে কোনও দুষ্কৃতিকারী তথা পুলিশ সদস্য সরাসরি আহত বা নিহত হননি। এছাড়া রিমান্ডে থাকা আসামিকে নিয়ে অভিযান পরিচালনার ক্ষেত্রে পুলিশ সম্পূর্ণ নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে। রিমান্ডে থাকা আসামিকে নিয়ে অভিযান পরিচালনার ক্ষেত্রে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত পুলিশরা কেন আসামিকে পর্যাপ্ত নিরাপত্তা দেয়নি তাও প্রশ্নবিদ্ধ।

লিগ্যাল নোটিশ পাওয়ার ১৫ দিনের মধ্যে রিমান্ডে থাকা ফাহিম বন্দুকযুদ্ধে নিহত হয়েছে নাকি প্রকৃত ঘটনা ও দোষীদের নাম আড়ালে রাখার জন্য তাকে হত্যা করা হয়েছে এ ব্যাপারে একটি সুস্পষ্ট ব্যাখ্যার দাবি করা হয়েছে। একইসঙ্গে কেন এই ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হবে না এবং কেন এই ঘটনায় সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত পুলিশদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার দায়ে বিভাগীয় তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে না তা লিখিত আকারে জানাতে বলা হয়েছে। 

যথাসময়ে নোটিশের জবাব না পেলে এ বিষয়ে উচ্চ আদালতে একটি রিট মামলা দায়ের করবেন বলেও জানান নোটিশ প্রদানকারী আইনজীবী।

আরও পড়ুন- 

পঞ্চম ও অষ্টম শ্রেণির সমাপনী পরীক্ষায় আগের পদ্ধতি বহাল
টিসিবি অকার্যকর, বাজারে কোনও প্রভাব নেই

/ইউআই/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘জার্মানির তৃতীয় বিভাগের ক্লাবের সঙ্গেও বাংলাদেশকে মেলানো যায় না’
‘জার্মানির তৃতীয় বিভাগের ক্লাবের সঙ্গেও বাংলাদেশকে মেলানো যায় না’
তোরণ ও ব্যানার টানিয়ে জরিমানা গুনলেন তিন প্রার্থী
তোরণ ও ব্যানার টানিয়ে জরিমানা গুনলেন তিন প্রার্থী
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
টিভিতে আজকের খেলা (১৯ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৯ মে, ২০২৪)
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
নীরবে মামুনুল হক,  শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
নীরবে মামুনুল হক, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক