X
রবিবার, ২৫ মে ২০২৫
১১ জ্যৈষ্ঠ ১৪৩২

গুলশানে জঙ্গিদের বিরুদ্ধে কমান্ডো অভিযান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুলাই ২০১৬, ০৫:৫৪আপডেট : ০২ জুলাই ২০১৬, ০৯:৫০


অভিযানে সেনাবাহিনীর ট্যাংক জিম্মিদের উদ্ধারে শনিবার সকালে গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্টে থাকা জঙ্গিদের বিরুদ্ধে কমান্ডো অভিযান চালানো হয়। এসময় মুহুর্মুহু গোলাগুলির শব্দে এলাকা প্রকম্পিত করে শুরু হয় কমান্ডো বাহিনীর জঙ্গিবিরোধী অভিযান। সকাল ৭টা ৩৮ মিনিটের সময় জঙ্গিদের টার্গেট করে কমান্ডো বাহিনী অভিযান শুরু করে। এ সময় ১ জন জিম্মিকে উদ্ধার করা হয়। সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মো. শফিউল হক ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। সঙ্গে রয়েছেন সেনা বাহিনীর  ঊর্ধ্বতন কর্মকর্তারাও। সকাল সাড়ে ৮টার দিকে প্রবেশ করেন নৌবাহিনীর প্রধান নিজামউদ্দিন আহমেদ। এরপর ৮টা ৪০ মিনিটের দিকে পুলিশ একজনকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যায়। এ নিয়ে মোট দুজনকে উদ্ধার করা হলো। তবে ৯টার দিকে হোটেলটির ভেতর থেকে ২টি গ্রেনেড বিস্ফোরণের আওয়াজ পাওয়া যায়। ৯টা ৭ মিনিটের দিকে সেনাপ্রধান ও নৌবাহিনীর প্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল থেকে চলে যান।
এর আগে হলি আর্টিজান রেস্টুরেন্টের  চার বর্গ কিলোমিটার এলাকা আইনশৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণে নিয়ে নেয়। গণমাধ্যমকর্মীদের ওই এলাকা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। রেস্টেুরেন্টের ভেতরে সন্ত্রাসীরা এখনও জিম্মি করে রেখেছে দেশি-বিদেশিদের নাগরিকদের। এর মধ্যেই যৌথ বাহিনীর পক্ষ থেকে হ্যান্ড মাইকে জঙ্গিদের আত্মসমর্পণের আহ্বান জানানো হয়। কিন্তু জঙ্গিরা আত্মসমর্পণ করেনি।
জিম্মি অবস্থা চলে শুক্রবার রাত সোয়া ৯টা থেকে। পুলিশ বেষ্টনীর বাইরে উৎকণ্ঠায় সময় কাটাচ্ছেন জিম্মিদের স্বজনরা। এরমধ্যেই নিহত ডিবির এসি রবিউল করিম ও বনানী থানার ওসি সালাহউদ্দিনের আত্মীয়-স্বজনরা ঘটনাস্থলে এসে চলে গেছেন। সাংবাদিকরা ঘটনাস্থল থেকে প্রায় ৫০০ গজ দূরে অবস্থান করছেন। এর মধ্যেই শুরু হয়েছে ঝিরিঝিরি বৃষ্টি।  

ঘটনাস্থলে নিরাপত্তা বলয় তৈরি করতে ৮৪ নম্বর রোডের ইরানি অ্যাম্বাসি ও ইতালি অ্যাম্বাসির সামনে ব্যারিকেড দেওয়া হয়েছে। পুলিশের রায়ট কার ও ফায়ার সার্ভিসের গাড়িও এলাকায় মোতায়েন করা হয়েছে। সেনাবাহিনীর পাশপাশি রয়েছে র‌্যাব ও নেভির কমান্ডো এবং সোয়াত টিম।
এর আগে, আইনশৃঙ্খলা বাহিনী রেস্টুরেন্টের ভেতরে অস্ত্রধারীদের সঙ্গে কথা বলার চেষ্টা করে।  যৌথবাহিনী গুলশানের রেস্টুরেন্টে জিম্মি সংকটের অবসান ঘটাতে জঙ্গিদের আত্মসমর্পণের আহ্বান জানালে জঙ্গিরা তিনটি শর্ত দিয়েছিলো। শর্ত তিনটি হলো- ১. একদিন আগে ডেমরা থেকে আটক জেএমবি নেতা খালেদ সাইফুল্লাহকে মুক্তি দিতে হবে। ২. তাদেরকে নিরাপদে বের হয়ে যেতে দিতে হবে। ৩. ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য তাদের এই অভিযান- স্বীকৃতি দিতে হবে। 

প্রত্যক্ষদর্শী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানান, জঙ্গিরা বার বার রেস্টুরেন্টের ভেতর থেকে চিৎকার করে তাদের শর্তের কথা জানায়।

প্রসঙ্গত, রাজধানীর গুলশান-২ এর ৭৯ নম্বর সড়কের একটি রেস্তোরাঁয় সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এ ঘটনায় ডিবির সহকারী (এসি) রবিউল করিম ও বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন নিহত হয়েছেন। এছাড়া পুলিশসহ অর্ধশত আহত হয়েছেন।

ওই রেস্টুরেন্টের ভেতরে ২০ জনের বেশি বিদেশি নাগরিক জিম্মি হয়ে আছেন বলে জানা গেছে। একই ভবনে ‘ও কিচেন’ নামে আরেকটি রেস্তোরাঁর আরও পাঁচজনকে সন্ত্রাসীরা জিম্মি করে রেকেছে বলেও জানিয়েছেন পুলিশের মহাপরিচালক (আইজিপি)।

এদিকে, এই হামলার ঘটনায় আইএস দায় স্বীকার করেছে বলে জানিয়েছে সাইট ইন্টিলিজেন্স। একইসঙ্গে তারা জানিয়েছে, আইএস দাবি করেছে, গুলশানে ২০ জনের বেশি বিদেশি নাগরিককে হত্যা করা হয়েছে। তবে পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে কিছুই বলা হয়নি। পুলিশ শুধু দুই কর্মকর্তার নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

ছবি: নাসিরুল ইসলাম

/এমও/এজে/এমএনএইচ/ এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
চার ম্যাচের জয়খরা নিয়ে লিগ শেষ চ্যাম্পিয়ন লিভারপুলের, রানার্সআপ আর্সেনাল
চার ম্যাচের জয়খরা নিয়ে লিগ শেষ চ্যাম্পিয়ন লিভারপুলের, রানার্সআপ আর্সেনাল
গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৯ সন্তানের বাবাও আইসিইউতে
গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৯ সন্তানের বাবাও আইসিইউতে
প্রধান উপদেষ্টার সঙ্গে সংস্কার, বিচার ও নির্বাচন নিয়ে খোলামেলা কথা হয়েছে: জমিয়ত মহাসচিব
প্রধান উপদেষ্টার সঙ্গে সংস্কার, বিচার ও নির্বাচন নিয়ে খোলামেলা কথা হয়েছে: জমিয়ত মহাসচিব
নওয়াজের ব্যাটিং ঝড়ে লাহোরকে ২০২ রানের লক্ষ্য দিলো কোয়েটা
নওয়াজের ব্যাটিং ঝড়ে লাহোরকে ২০২ রানের লক্ষ্য দিলো কোয়েটা
সর্বাধিক পঠিত
রাস্তার পাশাপাশি মেট্রোস্টেশনে আন্দোলনকারীদের অবস্থান, ভোগান্তিতে যাত্রীরা
রাস্তার পাশাপাশি মেট্রোস্টেশনে আন্দোলনকারীদের অবস্থান, ভোগান্তিতে যাত্রীরা
সোমবার থেকে বন্ধ থাকবে সব ধরনের আমদানি-রফতানি
সোমবার থেকে বন্ধ থাকবে সব ধরনের আমদানি-রফতানি
বাংলাদেশসহ একাধিক দেশে সামরিক উপস্থিতি বিবেচনা করছে চীন: যুক্তরাষ্ট্র
বাংলাদেশসহ একাধিক দেশে সামরিক উপস্থিতি বিবেচনা করছে চীন: যুক্তরাষ্ট্র
বিক্ষোভে উত্তাল সচিবালয়
বিক্ষোভে উত্তাল সচিবালয়
নিজ জেলায় জামায়াত আমির, দিনব্যাপী কর্মসূচি
নিজ জেলায় জামায়াত আমির, দিনব্যাপী কর্মসূচি