X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

গুলশান হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুলাই ২০১৬, ১৩:২০আপডেট : ০৪ জুলাই ২০১৬, ১৮:০১

বহন করা হচ্ছে বাংলাদেশি আমেরিকান অবিন্তার মরদেহ। কফিন বহন করেন স্বজনরাও


সর্বস্তরের জনগণের ভালোবাসা ও শেষ শ্রদ্ধায় সিক্ত হলেন গুলশান হামলায় নিহত দেশি-বিদেশিরা। দল মত নির্বিশেষে পুরো জাতি শ্রদ্ধা জানায় বর্বরোচিত সন্ত্রাসী হামলায় নিহতদের। নিহতদের স্মরণে দুই দিনের রাষ্ট্রীয় শোকের দ্বিতীয় দিন সোমবার সকাল ১০টায় ঢাকার আর্মি স্টেডিয়ামে এই শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা হয়। প্রধানমন্ত্রী পায়ে হেঁটে শ্রদ্ধা নিবেদন মঞ্চে গিয়ে কফিনে ফুল দেন এবং কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। এর আগে ভুটান সফরে থাকা রাষ্ট্রপতি আবদুল হামিদের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

গুলশান হামলায় নিহতদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধাঞ্জলি

গুলশান হামলায় নিহতদের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্রদ্ধা নিবেদন

শ্রদ্ধা নিবেদনের পর কালো পেড়ে সাদা শাড়ি পরিহিত ও বুকে কালো ব্যাচ ধারণ করে প্রধানমন্ত্রী আর্মি স্টেডিয়ামে উপস্থিত নিহতদের স্বজনদের কাছে গিয়ে সমবেদনা জানান। এ সময়ে মন্ত্রিসভার সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টাবৃন্দ, তিন বাহিনীর প্রধান এবং উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্বজনদের কাছে হস্তান্তর করা হয় ফারাজ এর মরদেহ

প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর গুলশান হামলায় নিহতদের দেশ ভারতের হাইকমিশনার এবং ইতালি, জাপান ও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতগণ শ্রদ্ধা জানান। এরপরে নিহত বাংলাদেশিদের স্বজন ও দায়িত্ব পালনকালে নিহত পুলিশ পরিবারের স্বজনেরা শ্রদ্ধা জানান।

এরপর ঢাকাস্থ অন্যান্য মিশনের রাষ্ট্রদূত ও তাদের প্রতিনিধি, ক্ষমতাসীন আওয়ামী লীগ, ১৪ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, এফবিসিসিআইয়ের সভাপতি, ঢাকার দুই মেয়র, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীসহ অন্যরা শ্রদ্ধা নিবেদন করেন।

ঢাকায় বিদেশি রাষ্ট্রদূত ও বিশিষ্টজনেরা নিহতদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

জাতীয় পতাকায় আচ্ছাদিত ইরশাত আকন্দের মরদেহ

এসময় মঞ্চে নিহত তিন বাংলাদেশির কফিন রাখা ছিলো। এর মধ্যে দুটি কফিন বাংলাদেশের পতাকায় মোড়ানো ও দ্বৈত নাগরিক অবিন্তা কবীরের কফিনটি বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকায় মোড়ানো ছিলো।

শোকে বিহ্বল নিহতদের স্বজনরা

শ্রদ্ধা জানানোর সময় স্টেডিয়ামে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আছাদুজ্জামান খাঁন কামাল, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক, দক্ষিণের মেয়র সাঈদ খোকন, মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেনস ব্লুম বার্নিক্যাট, ইতালি ও জাপানের রাষ্ট্রদূত।

নিহত অবিন্তার প্রতি শেষ শ্রদ্ধা জানাচ্ছেন স্বজনরা

এছাড়া নিহতদের স্বজনেরাও উপস্থিত ছিলেন।  প্রধানমন্ত্রী নিহতদের স্বজনদের সঙ্গে কথা বলার পাশাপাশি তাদেরকে সমবেদনা জানান। এ সময় স্বজনদের অনেকে কান্নায় ভেঙে পড়েন।

এরপর অন্যান্য দূতাবাসের প্রতিনিধি, দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। শ্রদ্ধা নিবেদন চলে বেলা ১২টা পর্যন্ত। এরপর নিহতদের স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়।

  শ্রদ্ধা জানাতে আসেন যুক্তরাষ্ট্র, জাপান ও ইতালির রাষ্ট্রদূত। বামে তথ্যমন্ত্রী

শ্রদ্ধা নিবেদন চলাকালে আর্মি স্টেডিয়ামের বাইরে ঢাকা মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শোক মিছিল করে। এসময় তাদের হাতে কালো পতাকা ও কালো ব্যানার ছিল। তারা সন্ত্রাস ও জঙ্গি প্রতিরোধে বিভিন্ন শ্লোগান দেয়।

শেষ শ্রদ্ধা জানান অন্যান্য দেশের কূটনীতিকরা

ছবি: নাসিরুল ইসলাম

এপিএইচ/

আরও পড়ুন:

নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, লাশ হস্তান্তর

গুলশান হামলা প্রসঙ্গে জয়: এই একবার আমরা ব্যর্থ হয়েছি

নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষক প্রকৌশলী হাসনাত করিমের ল্যাপটপ জব্দ

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া