X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

হঠাৎই ‘জঙ্গি’ হয়ে উঠলেন ডেন্টাল কলেজের আরাফাত!

উদিসা ইসলাম
০৭ জুলাই ২০১৬, ১৮:৫৩আপডেট : ০৭ জুলাই ২০১৬, ২২:৪১

আরাফাত আইএসের ভিডিওতে বাংলাদেশে আরও জঙ্গি হামলার হুমকিদাতাদের মধ্যে তৃতীয় জন আরাফাত ওরফে তুষার ছিলেন সিটি ডেন্টাল কলেজের ছাত্র। বন্ধুদের সঙ্গে সময় কাটানো, টেবিল টেনিস খেলা আর পেশাগত কাজের মধ্যে কখন যে তিনি বদলে যেতে থাকেন টের পাননি স্বজনরা। আর যখন বুঝতে পেরেছেন ততদিনে আরাফাত নিজেকে গুটিয়ে নিয়েছেন এবং ‘হিংস্র’ হয়ে উঠতে শুরু করেছেন। আর একসময় কোনও খবর না জানিয়ে নিরুদ্দেশ হন তিনি। ২০১৪ সালের পর তার সঙ্গে পুরোনো কোনও বন্ধুর কোনও যোগাযোগই ছিল না বলে জানা গেছে।
আরাফাতের বন্ধুরা জানান, প্রয়াত মেজর ওয়াশিকুর আজাদের ছেলে তিনি। পেশায় দন্ত্য চিকিৎসক তুষার গত প্রায় দুই বছর ধরে নিখোঁজ। তবে শেষ যখন তার দেখা পাওয়া গেছে- নানারকম পারিবারিক অশান্তির মধ্য দিয়ে তিনি জীবনযাপন করতো বলেও তাদের দাবি। ততদিনে তিনি নিজের সংসার থেকেও বিচ্ছিন্ন হয়েছেন।
ভিডিও দেখে তার কলেজেরই একজন সহযোগী অধ্যাপকের দাবি, এটা আরাফাত। ওর সঙ্গে অনেক টেবিল টেনিস খেলেছি একসময়। তিনি যখন শিক্ষক হিসেবে যোগ দেন তখন আরাফাত ইন্টার্ন হিসেবে ছিল। আরাফাতের এক জুনিয়র জানান, ভিডিওতে কথা বলার ধরন দেখেই চেনা যায় এটা আরাফাত। ২০১২ সালে তাকে দাঁড়িসহই দেখেছেন তাই চিনতে সমস্যা হচ্ছে না। তিনি বলেন, পরিবারের সঙ্গে তার ভালো সম্পর্ক যাচ্ছিল না। শেষদিকে তিনি নিজের শরীরের ওপর নানারকম অত্যাচার করতেন। একসময় নিজেই সবার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। হঠাৎই জানতে পারি তার কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না।

আরাফাত আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল থেকে এসএসসি এবং রাজউক থেকে এইচএসসি পাস করেন। বারিধারার ডিওএইচএস-এ তাদের বাসা।
হঠাৎই ‘জঙ্গি’ হয়ে উঠলেন ডেন্টাল কলেজের আরাফাত!

গুলশানে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় ১৭ বিদেশিসহ অন্তত ২২ জন নিহত হওয়ার চার দিনের মাথায় বুধবার আইএসের নামে নতুন এই ভিডিও অনলাইনে আসে। ওই ভিডিওতে তিন যুবককে বাংলায় কথা বলতে শোনা যায়। সাইট ইন্টেলিজেন্সের ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে বলা হচ্ছে, ওই ভিডিওবার্তা সিরিয়ার আইএস কথিত রাজধানী আর রাকা থেকে এসেছে।

উল্লেখ্য, গত শুক্রবার (১ জুলাই) রাতে গুলশান-২-এর ৭৯ নম্বর সড়কের হলি আর্টিজান বেকারিতে হামলা চালায় জঙ্গিরা। এতে ২ পুলিশ সদস্য, ১৭ বিদেশি নাগরিক ও ৩ বাংলাদেশি নিহত হন। পরে কমান্ডো অভিযানে ৬  জঙ্গি নিহত হয় বলে শনিবার সেনা সদরে এক সংবাদ সম্মেলনে জানানো হয়। অভিযানে জীবিত উদ্ধার করা হয় ৩ বিদেশিসহ ১৩ জিম্মিকে। এছাড়া ১ জনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়।

/ইউআই/ এএইচ/আপ-এআর/

আরও পড়ুন:

প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় শোলাকিয়ার বোমা হামলা 

চাপাতি রাখার বিশেষ পোশাক

শোলাকিয়ার এক হামলাকারী পুলিশের গুলিতে নিহত

শোলাকিয়ায় বোমা হামলায় দুই পুলিশসহ নিহত ৪, আহত ১২

‘হামলায় অংশ নেয় ৮-১০ জন এবং প্রচণ্ড ক্ষিপ্রগতির’

গুলশান ও শোলাকিয়ার ঘটনা তদন্তে বাংলাদেশে আসছে ভারতীয় দল

শোলাকিয়ার হামলাকারীদের বয়স ২০ থেকে ২৫

শোলাকিয়া হামলায় ‘সন্দেহভাজন’ শরিফুল আটক হয় ময়মনসিংহে

শোলাকিয়ায় কেন নিরাপত্তা নিশ্চিত করা গেলো না!

গুলশানে হামলাকারী চক্রটিই শোলাকিয়ার ঘটনায় জড়িত: ডিআইজি নুরুজ্জামান

সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিজাবের নতুন সভাপতি আলমগীর, সাধারণ সম্পাদক আহম্মদ উল্লাহ
ডিজাবের নতুন সভাপতি আলমগীর, সাধারণ সম্পাদক আহম্মদ উল্লাহ
দুদকের প্রথম নারী ডিজি শিরীন পারভীন
দুদকের প্রথম নারী ডিজি শিরীন পারভীন
রেলের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত বাতিল চায় যাত্রী কল্যাণ সমিতি
রেলের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত বাতিল চায় যাত্রী কল্যাণ সমিতি
দেশে শীর্ষে, বৈশ্বিক ট্রেন্ডিংয়ে  ৮১ নম্বরে!
দেশে শীর্ষে, বৈশ্বিক ট্রেন্ডিংয়ে  ৮১ নম্বরে!
সর্বাধিক পঠিত
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
ফালুর বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন
ফালুর বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন
ট্রাকের চাকায় পিষে দেওয়া হলো ৬ হাজার কেজি আম
ট্রাকের চাকায় পিষে দেওয়া হলো ৬ হাজার কেজি আম
আওয়ামী লীগ নেতাকে হারিয়ে বিএনপির বহিষ্কৃত নেতা রউফ জয়ী
আওয়ামী লীগ নেতাকে হারিয়ে বিএনপির বহিষ্কৃত নেতা রউফ জয়ী
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো