X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

পিস টিভি বন্ধের উপায় খুঁজছে ভারত

রঞ্জন বসু, দিল্লি
০৯ জুলাই ২০১৬, ১৮:৪৮আপডেট : ০৯ জুলাই ২০১৬, ১৮:৫২

জাকির নায়েক ও পিস টিভি নামে ‘পিস টিভি’ কিন্তু জাকির নায়েকের এই ‘বিতর্কিত’ চ্যানেলকে ঘিরেই ভারতে এখন যত অশান্তির ঘনঘটা। ভারতের কোনও প্রান্তেই যাতে ক্যাবল অপারেটররা এই ‘পিস টিভি’ সম্প্রচার করতে না পারেন, সেজন্য ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় প্রতিটি রাজ্যে জরুরি নির্দেশ পাঠিয়েছে।
এমন কী, পিস টিভি’র সম্প্রচার বন্ধ করতে হলে বাংলাদেশকেও ঠিক একই রাস্তা নিতে হবে বলে ঢাকাকে জরুরি পরামর্শ দেওয়া হয়েছে। বাংলা ট্রিবিউনকে এমনটি জানিয়েছেন দিল্লিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক পদস্থ কর্মকর্তা।
তথ্য ও সম্প্রচার সচিব অজয় মিত্তাল বলেছেন, ‘আসলে আমরা যা দেখতে পাচ্ছি, ভারতে সম্প্রচারের জন্য পিস টিভির কোনও বৈধ লাইসেন্সই নেই। ফলে তা নিষিদ্ধ করার প্রশ্নও আসে না। কিন্তু, দুবাই থেকে পিস টিভি স্যাটেলাইটে আপলিংক করা হয়, আর ভারতের যেসব স্থানে এর চাহিদা আছে, সেখানে ক্যাবল অপারেটররা ডিশের সাহায্যে ডাউনলোড করে তা প্রচার করেন। আমরা ঠিক এটাই বন্ধ করতে চাচ্ছি।

আসলে পিস টিভি নিয়ে সমস্যাটা ঠিক কোথায় –গতকাল মন্ত্রণালয় তার প্রথম দিনেই জরুরি বৈঠক ডেকে তা খতিয়ে দেখেছেন ভারতের নতুন তথ্যমন্ত্রী ভেঙ্কাইয়া নাইডু। বৈঠকের পর তিনি জানান, পিস টিভিতে জাকির নায়েক যেসব বক্তৃতা দেন, তাতে ‘র‌্যাডিকালাইজেশনের’ চেষ্টা আছে বলেই তার মনে হয়েছে। বিষয়টা আমাদের দেশের সামাজিক সম্প্রীতি ও নিরাপত্তার পক্ষে অবশ্যই উদ্বেগজনক।

 

কিন্তু সমস্যা হলো, ‘পিস টিভি’কে ঠিক কীভাবে নিষিদ্ধ ঘোষণা করা হবে, মন্ত্রণালয়ের কর্মকর্তারা সে রাস্তা এখনও খুঁজে বের করতে পারেননি। তার একটা কারণ, পিস টিভির প্রায় সব ‘কনটেন্ট’ মুম্বাই-নিবাসী জাকির নায়েক ভারতে বসেই তৈরি করেন, এমন কী তার ‘পিস কনফারেন্স’ও (যেগুলো টিভিতে দেখানো হয়) ভারতেই আয়োজিত হয়—কিন্তু সেগুলো আপলিংক করা হয় দুবাই থেকে। ভারতে পিস টিভির সেই অর্থে কোনও অফিস পর্যন্ত নেই। জাকির নায়েকের ‘ইসলামি রিসার্চ ফাউন্ডেশন’ (IRF) কার্যালয় থেকেই এই টিভির কর্মকাণ্ড দেখাশোনা করা হয়।

ফলে তথ্য সচিব অজয় মিত্তাল এখন ভারতের প্রতিটি রাজ্যের সরকারকে চিঠি লিখে জানিয়েছেন, দেশের ‘ক্যাবল অপারেটরস্ রেগুলেশন অ্যাক্ট’ অনুযায়ী কোনও রাজ্যে যাতে অননুমোদিত চ্যানেল সম্প্রচার না করা হয় সেটা কঠোরভাবে বলবৎ করতে হবে। আর আমাদের মন্ত্রাণালয়ের চোখে অবশ্যই পিস টিভি কোনও অনুমোদিত চ্যানেল নয়;  সাফ জানিয়েছেন তথ্য সচিব।

এর ফলে ব্যাপারটা দাঁড়াচ্ছে, একটি অননুমোদিত চ্যানেলের সম্প্রচার দেখানো বন্ধ করা হচ্ছে ভারতে। এখানে পিস টিভিকে নিষিদ্ধ করার কোনও ব্যাপারই নেই।

কিন্তু ভারতের নানা প্রান্তে পিস টিভি তো মানুষ দেখতে পেতেন, বেশ জনপ্রিয়ও ছিল এই চ্যানেল?

‘হ্যাঁ, এখন আর দেখতে পাবেন না’—বলছে ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

পিস টিভি ‘অননুমোদিত’ হওয়া সত্ত্বেও কাশ্মীর, হায়দ্রাবাদ, তামিলনাড়ুর মতো বহু এলাকায় জাকির নায়েকের এই চ্যানেল বেশ জনপ্রিয়, আর ক্যাবল অপারেটররাও তা দেখান। কাশ্মীরে সৈয়দ আলি শাহ গিলানি, ইয়াসিন মালিকের মতো বিচ্ছিন্নতাবাদী নেতারা এর মধ্যেই জাকির নায়েকের সমর্থনে মুখ খুলেছেন।তারা দাবি করেছেন, ইসলামের এই মুখপাত্রের কণ্ঠরোধ করা চলবে না কিছুতেই।

সোমবার ১১ জুলাই সৌদি আরবে উমরাহ শেষে ভারতে ফেরার কথা রয়েছে ড. জাকির নায়েকের। পিস টিভি নিয়ে সরকারের সঙ্গে তার লড়াইয়ের দ্বিতীয় রাউন্ড শুরু হবে তার পরেই।

 

আরও পড়ুন:

গুলশান ও শোলাকিয়ার হামলা জেএমবির কাজ: আইজিপি

পিস্তল, চাপাতি ও বোমা হাতে দৌড়ে আসে হামলাকারীরা (ভিডিও)

 

/এআর/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গাছে ঝুলছিল যুবকের লাশ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গাছে ঝুলছিল যুবকের লাশ
বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে ভেঙে পড়েছে গাছ-খুঁটি, কয়েক স্থানে জলাবদ্ধতা
বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে ভেঙে পড়েছে গাছ-খুঁটি, কয়েক স্থানে জলাবদ্ধতা
চাকরিতে প্রবেশের বয়স বাড়ানো নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়স বাড়ানো নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
খিলক্ষেতে নকশাবহির্ভূত ভবনে রাজউকের উচ্ছেদ অভিযান
খিলক্ষেতে নকশাবহির্ভূত ভবনে রাজউকের উচ্ছেদ অভিযান
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
পুলিশ-সাংবাদিক-আইনজীবী স্টিকারের ছড়াছড়ি, ব্যবস্থা নিতে মাঠে নেমেছে পুলিশ
পুলিশ-সাংবাদিক-আইনজীবী স্টিকারের ছড়াছড়ি, ব্যবস্থা নিতে মাঠে নেমেছে পুলিশ