X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১
গুলশান হামলা

সন্দেহভাজন এক তরুণীসহ চারজনের ভিডিও প্রকাশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুলাই ২০১৬, ১৪:৩২আপডেট : ১৯ জুলাই ২০১৬, ১৬:৫৩

গুলশান হামলা

রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারিতে হামলার ঘটনায় এক তরুণীসহ আরও চারজনের ভিডিও প্রকাশ করেছে র‌্যাব। তাদের বিষয়ে তথ্য দেওয়ার জন্য অনুরোধ করেছে এই এলিটফোর্স।

মঙ্গলবার দু’টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে  র‌্যাবের অফিসিয়াল পেজে তারা একটি সড়কের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ আপলোড করে সন্দেহভাজন এই চারজনের ভিডিও প্রকাশ করেছে।

র‌্যাবের মুখপাত্র মুফতি মাহমুদ খান বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।

ভিডিওতে দেখা যায়, প্যান্ট ও ফুলশার্ট পড়া এক তরুণ সড়কের ওপর হাটাহাটি করছে। যাকে ১ নম্বর সন্দেহভাজন বলছে র‌্যাব। তাকে রাস্তার এপাশ-ওপাশে হাঁটতে দেখা যায়। মোবাইল সাদৃশ্য একটি বস্তুও দেখা যায় তার হাতে। এরপর একটি প্রাইভেট কার থেকে এক তরুণকে রাস্তার মাঝখানে নামতে দেখা যায়। সে দৌড়ে রাস্তা পার হয়। এর পরপরই ভিডিওতে দেখা যায়, কালো রংয়ের শার্টপরা সুঠাম দেহের এক তরুণ ফুটপাতে হাঁটছে, আর পেছনের পকেটে হাত দিয়ে কিছু খুঁজছে। ফুটপাতে আমগাছের নিচে সে অবস্থান করে। তার সঙ্গে ফুটপাত থেকে আরও এক তরুণী বের হয়। সে হেঁটে সামনের দিকে অর্থাৎ হলি আর্টিজান বেকারির দিকে অগ্রসর হচ্ছে।

ভিডিওর বিষয়ে মুফতি মাহমুদ আরও বলেন, ‘ভিডিওতে যাদের দেখা যায়, তারা সন্দেহভাজন। তারা দীর্ঘক্ষণ ওই সড়কে অবস্থান করেছিল। তাদের বিষয়ে কেউ জেনে থাকলে নাগরিকদের তথ্য দেওয়ার অনুরোধ করা হয়েছে।

গত ১ জলাই রাত সাড়ে ৮টার দিকে গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গিরা হামলা চালায়। ২ জুলাই সকালে সশস্ত্র বাহিনীর অভিযানে জিম্মি সংকটের অবসানের পর ভেতর থেকে ২০ জনের লাশ উদ্ধার করা হয়, যাদের মধ্যে নয়জন ইতালীয়, সাতজন জাপানি, একজন ভারতীয় এবং তিনজন বাংলাদেশি। নিহত হয় হামলাকারীরাও। এই ঘটনার দায় স্বীকার করে মধ্যপ্রাচ্য ভিত্তিক জঙ্গি সংগঠন আইএস।

  

/এআরআর/এপিএইচ/

আরও পড়ুন:

‘চিন্তা করো না, জিহাদের জন্য আমি ইরাকে আছি’

রাজধানীতে শিবিরের সভাপতি-সাধারণ সম্পাদকসহ গ্রেফতার ২০

অধ্যাপক স্ত্রী-মেয়ে-জামাই নিয়ে লাপাত্তা চিকিৎসক, ‘চিন্তা করো না, আমরা মুসলিম কান্ট্রিতে আছি’

সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা