X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

সবাইকে সঙ্গে নিয়ে জঙ্গি ও সন্ত্রাসবাদ মোকাবিলা করবো: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জুলাই ২০১৬, ১৩:০৪আপডেট : ৩১ জুলাই ২০১৬, ১৩:১১

মোবাইলের নতুন অ্যাপের উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, এদেশের মানুষ ভাতৃপ্রতীম ও নিরীহ। সবাই সবার ভালো চান। জঙ্গি, সন্ত্রাস ও উগ্রবাদ কখনোই তারা পছন্দ করেন না। আমাদের দেশে এগুলো আগেও ছিল না, ভবিষ্যতেও থাকবে না। জনগণকে সঙ্গে নিয়ে এগুলো মোকাবিলা করবো।’

জঙ্গি ও সন্ত্রাসবাদসহ নানা অপরাধের তথ্য দেওয়ার জন্য ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম ইউনিটের তৈরি করা মোবাইল অ্যাপ ‘হ্যালো সিটি’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আজ রবিবার ডিএমপির মিডিয়া সেন্টারে অ্যাপটির উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

মন্ত্রী বলেন, ‘বাংলাদেশকে নিরাপদ রাখতে সরকার নানা ব্যবস্থা নিচ্ছে। হলি আর্টিজানের মতো নিষ্ঠুর ও নৃশংস ঘটনা আগে আমাদের দেশে আর ঘটেনি। তাই এদের মোকাবিলা করতে একের পর এক উদ্যোগ নেওয়া হচ্ছে। তারই অংশই হলো এই অ্যাপ।’

তিনি আরও বলেন, ‘আমাদের দেশের মানুষ প্রত্যেকেই যে যার ধর্ম স্বাধীনভাবে পালন করে। কিন্তু উৎসব আমরা সবাই একসঙ্গে পালন করি। আমাদের দেশের এ সম্প্রীতি এবং বর্তমানে বাংলাদেশের অগ্রগতি নষ্ট করতেই এসব ঘটনা ঘটানো হচ্ছে।’

জঙ্গিবাদ মোকাবিলার পুলিশের ভূমিকা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জঙ্গিবাদ, উগ্রবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের অবস্থান সুদৃঢ়। আমার পুলিশ বাহিনী সেই অবস্থান সৃষ্টি করতে পেরেছে। পুলিশ খুব দক্ষ ও দেশপ্রেমিক। শোলাকিয়া ও গুলশানে জীবন দিয়ে তারা সেটা প্রমাণ করেছে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক,  ডিএমপি কমিশার আছাদুজ্জামান মিয়া ও কাউন্টার টেরোরিজমের ইউনিট প্রধান মনিরুল ইসলামসহ  ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অ্যাপ সম্পর্কে কাউন্টার টেরোরিজম ইউনিটের অতিরিক্ত উপ-কমিশনার সানোয়ার হোসেন বলেন, জঙ্গিবাদ, উগ্রবাদ, সাইবার ক্রাইম, বোমা বিস্ফোরক, অস্ত্র, মাদক, আন্তঃদেশীয় অপরাধ বা জালিয়াতি এবং মোস্ট ওয়ান্টেড ব্যক্তিদের সম্পর্কে তথ্য দেওয়া যাচ্ছে। যে তথ্য দেবে তার পরিচয় গোপন থাকবে। আর কেউ চাইলে তার পরিচয় দিতে পারবেন।’  

আরও পড়ুন: দেশকে পাকিস্তান-আফগানিস্তান বানাতে দেবো না: আইজিপি

/জেইউ/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিএসসির কোলাহলের পাশেই নিজ রিকশায় চিরনিদ্রায় চালক
টিএসসির কোলাহলের পাশেই নিজ রিকশায় চিরনিদ্রায় চালক
ডাবের পানি কত দিন পর্যন্ত ভালো থাকে?
ডাবের পানি কত দিন পর্যন্ত ভালো থাকে?
পিআর পদ্ধতির উপযোগিতা পুনর্বিবেচনার আহ্বান তারেক রহমানের
পিআর পদ্ধতির উপযোগিতা পুনর্বিবেচনার আহ্বান তারেক রহমানের
চিন্ময় কৃষ্ণের নির্দেশ-উসকানিতে আইনজীবী আলিফকে হত্যা: আদালতে অভিযোগপত্র 
চিন্ময় কৃষ্ণের নির্দেশ-উসকানিতে আইনজীবী আলিফকে হত্যা: আদালতে অভিযোগপত্র 
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
আজ থেকে কার্যকর হচ্ছে নতুন অর্থবছরের বাজেট
আজ থেকে কার্যকর হচ্ছে নতুন অর্থবছরের বাজেট
বাংলাদেশ নিয়ে দিল্লিতে সংসদীয় প্যানেলের বৈঠকে যা আলোচনা হলো
বাংলাদেশ নিয়ে দিল্লিতে সংসদীয় প্যানেলের বৈঠকে যা আলোচনা হলো
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল