X
বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫
২৪ বৈশাখ ১৪৩২

সবাইকে সঙ্গে নিয়ে জঙ্গি ও সন্ত্রাসবাদ মোকাবিলা করবো: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জুলাই ২০১৬, ১৩:০৪আপডেট : ৩১ জুলাই ২০১৬, ১৩:১১

মোবাইলের নতুন অ্যাপের উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, এদেশের মানুষ ভাতৃপ্রতীম ও নিরীহ। সবাই সবার ভালো চান। জঙ্গি, সন্ত্রাস ও উগ্রবাদ কখনোই তারা পছন্দ করেন না। আমাদের দেশে এগুলো আগেও ছিল না, ভবিষ্যতেও থাকবে না। জনগণকে সঙ্গে নিয়ে এগুলো মোকাবিলা করবো।’

জঙ্গি ও সন্ত্রাসবাদসহ নানা অপরাধের তথ্য দেওয়ার জন্য ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম ইউনিটের তৈরি করা মোবাইল অ্যাপ ‘হ্যালো সিটি’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আজ রবিবার ডিএমপির মিডিয়া সেন্টারে অ্যাপটির উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

মন্ত্রী বলেন, ‘বাংলাদেশকে নিরাপদ রাখতে সরকার নানা ব্যবস্থা নিচ্ছে। হলি আর্টিজানের মতো নিষ্ঠুর ও নৃশংস ঘটনা আগে আমাদের দেশে আর ঘটেনি। তাই এদের মোকাবিলা করতে একের পর এক উদ্যোগ নেওয়া হচ্ছে। তারই অংশই হলো এই অ্যাপ।’

তিনি আরও বলেন, ‘আমাদের দেশের মানুষ প্রত্যেকেই যে যার ধর্ম স্বাধীনভাবে পালন করে। কিন্তু উৎসব আমরা সবাই একসঙ্গে পালন করি। আমাদের দেশের এ সম্প্রীতি এবং বর্তমানে বাংলাদেশের অগ্রগতি নষ্ট করতেই এসব ঘটনা ঘটানো হচ্ছে।’

জঙ্গিবাদ মোকাবিলার পুলিশের ভূমিকা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জঙ্গিবাদ, উগ্রবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের অবস্থান সুদৃঢ়। আমার পুলিশ বাহিনী সেই অবস্থান সৃষ্টি করতে পেরেছে। পুলিশ খুব দক্ষ ও দেশপ্রেমিক। শোলাকিয়া ও গুলশানে জীবন দিয়ে তারা সেটা প্রমাণ করেছে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক,  ডিএমপি কমিশার আছাদুজ্জামান মিয়া ও কাউন্টার টেরোরিজমের ইউনিট প্রধান মনিরুল ইসলামসহ  ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অ্যাপ সম্পর্কে কাউন্টার টেরোরিজম ইউনিটের অতিরিক্ত উপ-কমিশনার সানোয়ার হোসেন বলেন, জঙ্গিবাদ, উগ্রবাদ, সাইবার ক্রাইম, বোমা বিস্ফোরক, অস্ত্র, মাদক, আন্তঃদেশীয় অপরাধ বা জালিয়াতি এবং মোস্ট ওয়ান্টেড ব্যক্তিদের সম্পর্কে তথ্য দেওয়া যাচ্ছে। যে তথ্য দেবে তার পরিচয় গোপন থাকবে। আর কেউ চাইলে তার পরিচয় দিতে পারবেন।’  

আরও পড়ুন: দেশকে পাকিস্তান-আফগানিস্তান বানাতে দেবো না: আইজিপি

/জেইউ/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পারমাণবিক যুদ্ধের ঝুঁকি ‘স্পষ্ট ও বাস্তব’, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর হুঁশিয়ারি
পারমাণবিক যুদ্ধের ঝুঁকি ‘স্পষ্ট ও বাস্তব’, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর হুঁশিয়ারি
মহানির্বাণ
মহানির্বাণ
ভারত-পাকিস্তান সংঘাতে কাঁপছে দক্ষিণ এশিয়া, বাংলাদেশের অর্থনীতিতে শঙ্কার মেঘ
ভারত-পাকিস্তান সংঘাতে কাঁপছে দক্ষিণ এশিয়া, বাংলাদেশের অর্থনীতিতে শঙ্কার মেঘ
কক্সবাজার পৌর এলাকা থেকে দৈনিক ৩৪ টন প্লাস্টিক বর্জ্য সাগরে পড়ছে
কক্সবাজার পৌর এলাকা থেকে দৈনিক ৩৪ টন প্লাস্টিক বর্জ্য সাগরে পড়ছে
সর্বাধিক পঠিত
‘তৎক্ষণাৎ হাসপাতালে নিয়েও তাকে বাঁচানো যায়নি’
‘তৎক্ষণাৎ হাসপাতালে নিয়েও তাকে বাঁচানো যায়নি’
ফিরে গেছে কুয়েত ও তার্কিশ এয়ারের ঢাকাগামী ২ ফ্লাইট
পাকিস্তানে ভারতের হামলাফিরে গেছে কুয়েত ও তার্কিশ এয়ারের ঢাকাগামী ২ ফ্লাইট
সার্বভৌমত্ব রক্ষার ডাক আসিফ-হাসনাতের
সার্বভৌমত্ব রক্ষার ডাক আসিফ-হাসনাতের
‘সকালে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় এএসপি পলাশের, দুপুরে অফিসে নিজ মাথায় গুলি’
‘সকালে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় এএসপি পলাশের, দুপুরে অফিসে নিজ মাথায় গুলি’
সিঁদুর অভিযান: ভূপাতিত ভারতীয় বিমানের সংখ্যা নিয়ে ধোঁয়াশা
সিঁদুর অভিযান: ভূপাতিত ভারতীয় বিমানের সংখ্যা নিয়ে ধোঁয়াশা