X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

আমরা পিছিয়ে যাওয়ার লোক নাকি?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ আগস্ট ২০১৬, ১৮:০৬আপডেট : ২৭ আগস্ট ২০১৬, ১৮:২৬





রামপাল বিদ্যুৎকেন্দ্র বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের এক্সিম ব্যাংক রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনে ৭০ শতাংশ অর্থায়ন করার কথা। ব্যাংকটি এ অর্থায়ন না করলে বিকল্প ব্যবস্থায় রামপাল বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হবে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু নির্মাণের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, 'আমরা পিছিয়ে যাওয়ার লোক নাকি?’ তিনি বলেন, পদ্মাসেতু থেকে বিশ্বব্যাংক সরে গেলে আমরা পিছিয়ে যাইনি। আমরা নিজেরাই পদ্মাসেতু করেছি। রামপাল বিদ্যুৎকেন্দ্র থেকে যদি এক্সিম ব্যাংক সরে যায়, তাহলে এটা আমরাই করবো।

শনিবার বিকেলে গণভবনে রামপাল বিদ্যুৎকেন্দ্র বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ব্ক্তব্য রাখার পর প্রশ্নোত্তর পর্বে সিনিয়র সাংবাদিক মনজুরুল আহসান বুলবুলের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সব কথা বলেন।

এর আগে সাংবাদিক মনজুরুল আহসান এক প্রশ্নে বিশ্বের ১৭৭টি সংগঠনের পক্ষ থেকে এক্সিম ব্যাংকে অর্থায়ন না করতে চিঠি দেওয়ার বিষয়টি উল্লেখ করে প্রধানমন্ত্রীর কাছে জানতে চান, এক্সিম ব্যাংক অর্থায়ন থেকে সরে গেলে বিদ্যুৎকেন্দ্র স্থাপনে বিকল্প কী ব্যবস্থা নেবেন?

জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কোন কোন সংগঠন এ ধরনের চিঠি দিয়েছে, তা খতিয়ে দেখা হবে। একই সাথে তিনি জানান, এক্সিম ব্যাংক সরে গেলে পদ্মাসেতুর মতো সরকার এই বিদ্যুৎকেন্দ্রও নিজেদের অর্থায়নে করবে।

বাংলাদেশের ৩০টি ও ভারতের ২১টিসহ বিশ্বের ১৭৭টি প্রতিষ্ঠান রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে অর্থায়ন না করার সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য ভারতের এক্সিম ব্যাংকের কাছে খোলা চিঠি দিয়েছে। অন্যান্য সংগঠনগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রের ২১টি, যুক্তরাজ্যের ১২টি, জার্মানির ১১টি, অস্ট্রেলিয়ার ৮টি, সুইজারল্যান্ডের ৮টি, চীন ৩টি ও নেদারল্যান্ডের ৫টি প্রতিষ্ঠান রয়েছে।

চিঠিতে বলা হয়, বাংলাদেশে অবস্থিত বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবন থেকে মাত্র ১৪ কিলোমিটার দূরে রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প বাস্তবায়ন হলে, এর আশেপাশের মানুষসহ জীববৈচিত্র্যের ব্যাপক ক্ষতি হবে।

চিঠিতে আরও বলা হয়, সুন্দরবন একটি প্রাকৃতিক বেড়া, যেটি প্রাকৃতিক দুর্যোগ সাইক্লোনের ধ্বংসযজ্ঞ থেকে উপকূলসহ বাংলাদেশের মানুষকে রক্ষা করে এসেছে বহুবার। এটি বিশ্ব জলবায়ুর ওপর সরাসরি হুমকি। পাশাপাশি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে যে পরিমাণ কয়লা বহন করার জন্য সুন্দরবনের নদীপথ ব্যবহার করা হবে, তাতে জলজ প্রাণীদের অবাধ বিচরণও বাধাগ্রস্ত হবে।

/ইএইচএস/এবি/

আরও পড়ুুন


সব নথিপত্র পুড়িয়ে ফেলে জঙ্গিরা

জঙ্গি তামিম চৌধুরীর মরদেহের ছবি প্রকাশ

সম্পর্কিত
সর্বশেষ খবর
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা