X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

মেডিক্যালে প্রশ্ন ফাঁসের গুজবে তথ্যপ্রযুক্তি আইনে মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ সেপ্টেম্বর ২০১৬, ১৯:৫২আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৬, ২০:৫৮

স্বাস্থ্য মন্ত্রণালয়ে বৈঠক মেডিক্যাল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের তথ্য প্রমাণ না দিয়ে অহেতুক গুজব ছড়ালে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।   

তিনি বলেছেন, ‘এবার মেডিক্যাল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে অভিযোগ আসবে বলে আমি মনে করি না। তারপরেও সামাজিক যোগাযোগ মাধ্যমে অহেতুক প্রশ্ন ফাঁসের গুজব ছড়ালে, বিভ্রান্তি ছড়ালে সাইবার সিকিউরিটি (তথ্য প্রযুক্তি) আইন আছে, সে আইনের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। এবার সোশ্যাল মিডিয়া মনিটর করার ঘোষণাও দিয়েছেন তিনি।

বুধবার মন্ত্রণালয়ের সভাকক্ষে হেলথ রিপোর্টার্স ফোরামের সঙ্গে আসন্ন মেডিক্যাল কলেজ ভর্তি পরীক্ষা সংক্রান্ত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, গতবারও অত্যন্ত স্বচ্ছতার ভেতর দিয়ে মেডিক্যাল কলেজের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছিল।কিন্তু তারপরও অহেতুক প্রশ্ন উঠেছে, গুজব উঠেছে। কিন্তু এবার যদি প্রশ্নফাঁসের বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো হয় তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হব।এবারের ভর্তি পরীক্ষা অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করতে পাঁচজন সিনিয়র সাংবাদিক এবং একজন শিক্ষককে নিয়ে একটি ওভার সাইট কমিটি গঠন করা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক আবুল কালাম আজাদ এবারের প্রশ্নপত্র নিয়ে নিরাপত্তার বিষয়টি উপস্থাপন করেন। তিনি বলেন, ‘স্বাস্থ্য অধিদফতর এবছর পরীক্ষা পদ্ধতি থেকে দূরে থাকবে। বিজি প্রেসে প্রশ্ন না ছেপে এ বছর স্বাস্থ্য অধিদফতরের ছাপাখানায় প্রশ্ন ছাপা হবে এবং  সংশ্লিষ্ট কর্মকর্তারা বিষয়টি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করবেন। এবার প্রশ্নবাহী ট্র্যাংকের ভেতরে থাকবে ট্র্যাকিং ডিভাইস। আমাদের নির্দেশনা ছাড়া কিংবা আমাদের নির্দেশনার আগে যদি কেউ এই প্রশ্নবাহী ট্রাংকের তালা খোলার চেষ্টা করে তাহলে ডিভাইস আমাদের সংকেত দেবে।’

এবছর মেডিক্যাল ভর্তি পরীক্ষায় মোট ৯০ হাজার ৪২৬ জন অংশ নেবেন জানিয়ে স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (শিক্ষা ও জনশক্তি উন্নয়ন) আব্দুর রশীদ বলেন, গতবারের তুলনায় এবার ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীর সংখ্যা বেশি। এবার মোট ১৮টি কেন্দ্রের ৩৭টি ভেন্যুতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী ২ অক্টোবর থেকে পরীক্ষার প্রবেশ পত্র ইস্যু করা হবে বলেও জানান তিনি।

হেলথ রিপোর্টাস ফোরামের সভাপতি সাংবাদিক তৌফিক মারুফ সভায় বলেন, আমরা প্রতিবছর ভর্তি পরীক্ষার আগে এরকম নানারকম সভা হয়, আলোচনা হয়, সুন্দর সুন্দর পরামর্শ আসে। তারপর গুজব ছড়ায়। কিন্তু এবারে তথ্যপ্রযুক্তি কাজে লাগানো হবে প্রশ্নফাঁস রুখতে, সেগুলো যদি সঠিকভাবে সক্রিয় থাকে তাহলে হয়তো কোথাও কোনও গুজব আসবে বলে মনে হয় না। তবে এখনও ভর্তি পরীক্ষার ফলাফল নিয়ে সমস্যা তৈরি হয়।

২০১৪ সালের মেডিক্যাল ভর্তি পরীক্ষার কোটাভিত্তিক ফলাফল নিয়ে মামলা চলছে, কোটাভিত্তিক ভর্তিতে কারসাজি হয় এবং এ জায়গাটিতে এখন নজর দিতে হবে বলেন তৌফিক মারুফ।

সভায় অন্যান্যের মধ্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহেদ মালিক, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব সৈয়দ মঞ্জুরুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।

/জেএ/এনএস/টিএন/

আরও পড়ুন: অন্তিম শয়ানে সৈয়দ শামসুল হক

সম্পর্কিত
সর্বশেষ খবর
ম্যারাডোনার সংস্পর্শ পাওয়া বাংলাদেশ দলের জুয়েল কেন ‘উধাও’
ম্যারাডোনার সংস্পর্শ পাওয়া বাংলাদেশ দলের জুয়েল কেন ‘উধাও’
আ.লীগের হীরকজয়ন্তী অনুষ্ঠানে দাওয়াত পাবে বিএনপি: ওবায়দুল কাদের
আ.লীগের হীরকজয়ন্তী অনুষ্ঠানে দাওয়াত পাবে বিএনপি: ওবায়দুল কাদের
খুলনায় বজ্রসহ বৃষ্টি
খুলনায় বজ্রসহ বৃষ্টি
কালবৈশাখী বয়ে যেতে পারে সারা দেশে
কালবৈশাখী বয়ে যেতে পারে সারা দেশে
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো