X
বুধবার, ১৫ মে ২০২৪
১ জ্যৈষ্ঠ ১৪৩১

গাজীপুর ও টাঙ্গাইলে র‌্যাবের অভিযান: চার জঙ্গি নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ অক্টোবর ২০১৬, ১২:৩০আপডেট : ০৮ অক্টোবর ২০১৬, ১২:৫৭

গাজীপুর ও টাঙ্গাইলে র‌্যাবের অভিযান গাজীপুর ও টাঙ্গাইলে র‌্যাবের পৃথক অভিযানে সন্দেহভাজন চার জঙ্গি নিহত হয়েছে। এর মধ্যে গাজীপুরের পশ্চিম হারিনালের একটি বাসায় নিহত হয় দু’জন। বাকি দুই জঙ্গি নিহত হয় টাঙ্গাইলের কাগমারায়। র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান এই তথ্য নিশ্চিত করেছেন।

এ ছাড়া গাজীপুরের নোয়াগাঁও পাতারটেক এলাকায় আরেকটি বাড়িতে জঙ্গিবিরোধী অভিযান শুরু করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। শেষ খবর পাওয়া পর্যন্ত (বেলা ১২টা) সেখানে অভিযান চলছিল।

হারিনালের অভিযান সম্পর্কে মুফতি মাহমুদ খান জানান, অভিযান চলার সময় র‌্যাবের সঙ্গে গোলাগুলিতে দুই জঙ্গি নিহত হয়েছে। তাদের পরিচয় জানার চেষ্টা চলছে। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

গাজীপুরে অভিযান
গাজীপুর সদর থানার ওসি খন্দকার রেজাউল হাসান জানান, ঢাকা থেকে র‌্যাবের একটি দল শনিবার (৮ অক্টোবর) ভোররাত থেকে পশ্চিম হারিনালের একটি বাসায় অভিযান চালায়। র‌্যাবের সঙ্গে স্থানীয় পুলিশও অভিযানে অংশ নেয়।

এদিকে টাঙ্গাইলের কাগমারার অভিযান শুরু হয় শনিবার সকাল সাড়ে ১০টার দিকে। সেখানে সন্দেহভাজন দুই জঙ্গি নিহত হওয়ার পাশাপাশি র‌্যাবের দুই সদস্য আহত হয়েছে বলে জানিয়েছেন কমান্ডার মুফতি মাহমুদ খান। তারা হলেন করপোরাল সাইফুল ও সৈনিক রেজাউল। তাদের টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

র‌্যাব-১২ ক্রাইম প্রিভেশন ইউনিট-৩ এর (সিপিসি) কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিউদ্দিন ফারুকী জানান, কাগমারা এলাকার মির্জা মাঠ এলাকার একটি তিনতলা ভবনে অভিযান চালানো হয়। টাঙ্গাইলে জঙ্গি আস্তানা সন্দেহে এই বাড়িতে অভিযান চালানো হয়

এদিকে গাজীপুরের নোয়াগাঁও পাতারটেক এলাকার অভিযান সম্পর্কে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) অতিরিক্ত উপ-কমিশনার ছানোয়ার হোসেন জানান, নব্য জেএমবির ঢাকা বিভাগের কমান্ডার ফরিদুল ইসলাম আকাশ ও তার সহযোগীরা সেখানে অবস্থান করছেন, এমন তথ্যের ভিত্তিতে সেখানকার একটি আস্তানা ঘিরে ফেলে সিটিটিসির সদস্যরা। ভেতরে অস্ত্র ও গোলাবারুদ রয়েছে বলে তথ্য পাওয়া গেছে।

গাজীপুর গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর মোহাম্মদ আমীর হোসেন জানান, ওসমান নামের এক ব্যক্তির দোতলা বাড়িতে এই অভিযান শুরু হয়েছে।

আরও পড়ুন- 




/এআরএল/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
একসঙ্গে ৪ সন্তানের জন্ম দিলেন এক নারী
একসঙ্গে ৪ সন্তানের জন্ম দিলেন এক নারী
জরুরি সেবার যানবাহন ছাড়া হর্ন বাজানো নিষেধ: ওবায়দুল কাদের
জরুরি সেবার যানবাহন ছাড়া হর্ন বাজানো নিষেধ: ওবায়দুল কাদের
উদ্ভাবনে কৃষকরা উপকৃত হবেন, ফসলের উৎপাদন বাড়বে: কৃষিমন্ত্রী
উদ্ভাবনে কৃষকরা উপকৃত হবেন, ফসলের উৎপাদন বাড়বে: কৃষিমন্ত্রী
‘জিম্মিকালে মৃত্যুর দুয়ারে বসে ৩৩ দিনরাত কাটাতে হয়েছে’
ঘরে ফেরা এমভি আব্দুল্লাহর নাবিক‘জিম্মিকালে মৃত্যুর দুয়ারে বসে ৩৩ দিনরাত কাটাতে হয়েছে’
সর্বাধিক পঠিত
সোনার অলংকার কেনাবেচায় নতুন হার নির্ধারণ
সোনার অলংকার কেনাবেচায় নতুন হার নির্ধারণ
নিজের বাসায় পরীক্ষা নিয়েছিলেন কর কর্মকর্তা!
নিয়োগ বাণিজ্য করে কোটি টাকা আত্মসাৎনিজের বাসায় পরীক্ষা নিয়েছিলেন কর কর্মকর্তা!
পেঁয়াজ আমদানি শুরু
পেঁয়াজ আমদানি শুরু
একীভূত হতে পারে কেউ পাস না করা শিক্ষাপ্রতিষ্ঠান
একীভূত হতে পারে কেউ পাস না করা শিক্ষাপ্রতিষ্ঠান
যে কারণে রাজশাহীর তিন প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী ফেল
যে কারণে রাজশাহীর তিন প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী ফেল