X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

নার্গিসের জবানবন্দির নামে কালক্ষেপণ পুলিশের!

জাকিয়া আহমেদ
১৪ অক্টোবর ২০১৬, ১৬:৩৮আপডেট : ১৪ অক্টোবর ২০১৬, ১৬:৪৭

খাদিজা আক্তার নার্গিস

সিলেটে খাদিজা আক্তার নার্গিসকে কুপিয়ে আহত করেছে ছাত্রলীগ নেতা বদরুল আলম।। এই ঘটনা দেশের প্রতিটি মানুষ জানে। এমনকি এ ঘটনা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে কথা বলেছেন। তাহলে পুলিশের চার্জশিট দিতে হাসপাতালের রিপোর্ট (প্রতিবেদন) পেতে হবে কেন? আসলে চার্জশিট না দিয়ে পুলিশ সময়ক্ষেপণ করছে। ক্ষোভের সঙ্গে এসব কথা বলেন খাদিজা আক্তার নার্গিসের চাচা আব্দুল কুদ্দুস। তবে এ অভিযোগের বিষয়ে সিলেটের শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ জালাল মুন্সী বলেন, ‘ভিক্টিমের জবানবন্দি নিতে হবে। আনুষঙ্গিক কাগজপত্র পেলেই আমরা চার্জশিট দিতে পারবো।’

নার্গিসের ওপর হামলার ঘটনায় চাচা আব্দুল কুদ্দুস বাদী হয়ে মামলা করেছেন সিলেটের শাহপরাণ থানায়। তিনি বলেন, ‘চিকিৎসকের রিপোর্টের অপেক্ষা করছে পুলিশ, এখনও তারা চার্জশিট দিচ্ছে না। কিন্তু যেঘটনা নিয়ে প্রধানমন্ত্রী কথা বলেন, সেঘটনায় হাসপাতালের প্রতিবেদন কেন লাগবে ।’

এটাতো অ্যাটেম টু মার্ডার,তাহলে ওরা (পুলিশ) ডাক্তারের রিপোর্টের অপেক্ষা কেন করছে প্রশ্ন রেখে তিনি বলেন, ‘পুলিশ চাইলেই চার্জশিট দিতে পারে। পুরো বাংলাদেশ জানে নার্গিসের ঘটনা। তাহলে হাসপাতালের রিপোর্ট দরকার হবে কেন। আসলে পুলিশ সময়ক্ষেপণ করতেই চার্জশিট দিচ্ছে না।’

চার্জশিট প্রদানে বিলম্বের অভিযোগ বিষয়ে শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জালাল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মামলার চার্জশিট দিতে আনুষঙ্গিক কাগজপত্র দরকার। ভিক্টিমের জবানবন্দি নিতে হবে। এসব কারণে চার্জশিট দিতে দেরি হচ্ছে।’

ভিক্টিমের সুস্থ হতে সময় লাগবে, চার্জশিট দিতে কি সেপর্যন্ত অপেক্ষা করতে হবে প্রশ্ন করলে ওসি বলেন, ‘অবশ্যই, নার্গিস সুস্থ হলে আমরা তার জবানবন্দি নেবো।’ জবানবন্দি দেওয়ার মতো সুস্থ নার্গিস কবে হবেন, সে অবধি চার্জশিট আটকে রাখবেন? পাল্টা প্রশ্ন করলে ওসি শাহ জালাল এবার বলেন, ‘এ বিষয়ে আমরা চিন্তা ভাবনা করছি। বিশেষজ্ঞের মতামত নিতে হবে। তারা যা বলবেন সেটাই আমরা করবো। তারাই বলবেন ভিক্টিমের জবানবন্দি লাগবে কী লাগবে না।’

পুলিশের এবক্তব্য প্রসঙ্গে নার্গিসের চাচা আব্দুল কুদ্দুস বলেন, ‘এটা ছাত্রলীগের ওই নেতাকে বাঁচানোর চেষ্টা। নার্গিস কবে সুস্থ হবে, সুস্থ হয়ে সে পুলিশের কাছে জবানবন্দি দেবে, এটা কেবল এদেশের পুলিশের পক্ষেই চিন্তা করা সম্ভব। আমার মেয়েটা অচেতন হয়ে পড়ে আছে হাসপাতালে। আর তারা আমার মেয়ের জবানবন্দি নেবে।’

তিনি বলেন, ‘ছাত্রলীগ যেমন বলেছে বদরুল তাদের কেউ না। আমরা চাই, তেমনি পুলিশ তার নিজস্ব আইনে চলবে। কারও দ্বারা প্রভাবিত হবে না। নার্গিসের ওপর হামলাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি হবে। যেন এসমাজে আর কোনও বদরুলের জন্ম না হয়।আমরা মনে করি,পুলিশ দ্রুত চার্জশিট দিয়ে সেটাই প্রমাণ করবে।’

এদিকে হাসপাতাল সূত্র জানিয়েছে, নার্গিসের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে ধীরে ধীরে। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকালে নার্গিসের লাইফ সার্পোট খুলে দেওয়া হয়েছে।  নিজেই শ্বাস-প্রশ্বাস নিতে পারছেন। ডান হাত এবং ডান পা নাড়াতে পারছেন। চোখ খুলেছেন কয়েকবার। নাম ধরে ডাকলে শুনতে পারছেন।

তবে তার শরীরের বাম পাশ নিয়ে সংশয় প্রকাশ করেছেন চাচা আব্দুল কুদ্দুস। তিনি বলেন, ‘আজ (শুক্রবার,১৪ অক্টোবর) সকালেও তারা নার্গিসকে দেখে এসেছেন। কোনও অবনতি হয়নি।ভালো আছেন নার্গিস। তবে চিকিৎসকরা ওর শরীরের বাম পাশ নিয়ে চিন্তিত। ডাক্তাররা এখনও বলতে পারছেন না বাম পাশ কতোটুকু ঠিক হবে, বা আদৌ ঠিক হবে কিনা।’ বাম পাশ এখনও অকেজো রয়েছে বলেন আব্দুল কুদ্দুস।

প্রসঙ্গত,  গত ৩ অক্টোবর ছাত্রলীগ নেতা বদরুল কুপিয়ে মারাত্মক আহত করে নার্গিসকে। পরে তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।সেখানে অবস্থার অবনতি হলে ৪ অক্টোবর ভোরে রাজধানীর স্কয়ার হাসপাতালে আনা হয়। ওই দিনই নার্গিসের অস্ত্রোপচার করা হয়।

এপিএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা