X
রবিবার, ১৯ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে ঢাকা ছাড়লেন জিনপিং

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ অক্টোবর ২০১৬, ১০:১১আপডেট : ১৫ অক্টোবর ২০১৬, ১২:৪৩

শি জিনপিং বাংলাদেশ সফররত চীনের প্রেসিডেন্ট শি জিনপিং শনিবার (১৫ অক্টোবর) সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। শনিবার সকাল ৯টার পর তিনি সেখানে যান। শ্রদ্ধা জানিয়ে সাভার থেকে তিনি বিমাবন্দরে চলে যান।

শনিবার সকাল ১০টা ২০ মিনিটের দিকে ভারতের উদ্দেশে ঢাকা ছাড়ে তাকে বহনকারী বিমানটি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শি জিনপিংকে বিদায় জানান।

এর আগে শনিবার সকাল ৯টা ৫ মিনিটে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এসময় বিউগলে বেজে উঠে করুন সুর। তিন বাহিনীর একটি সুসজ্জিত দল গার্ড অব অনার প্রদান করে। পরে প্রেসিডেন্ট দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করে শহীদদের আত্মার শান্তি কামনা করেন।

এর পর পরিদর্শন বইতে স্বাক্ষর শেষে স্মৃতিসৌধের আঙ্গিনায় উদয় পদ্ম ফুলের চারা রোপণ করে তিনি স্মৃতিসৌধ এলাকা ত্যাগ করেন।

চীনের প্রেসিডেন্টের আগমন উপলক্ষে শনিবার ভোররাত থেকেই ঢাকা-আরিচা মহাসড়ক নিরাপত্তার চাদরে ডেকে দেওয়া হয়। মহাসড়কে সাভারের আমিনবাজার থেকে নবীনগর পর্যন্ত ২০টি গতিরোধক (স্পিড ব্রেকার) তুলে ফেলা হয়। মহাসড়কের ওই অংশে প্রায় দেড় হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়।

সিসিটিভি ক্যামেরা মাধ্যমে নিরাপত্তার খুঁটিনাটি বিষয় পর্যবেক্ষণ করা হয় বলে জানান আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির।

এর আগে শুক্রবার (১৫ অক্টোবর) ১১টা ৪০মিনিটে প্রেসিডেন্ট শি জিনপিং ও তার সফরকারীরা ঢাকায় পৌঁছান। রাষ্ট্রপতি রাষ্ট্রপতি আবদুল হামিদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের ভিভিআইপি টার্মিনালে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে রাষ্ট্রীয় মর্যাদায় অভ্যর্থনা জানান।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বাংলাদেশ সফরের সময় দুই দেশের মধ্যে ২৭টি চুক্তি হয়েছে। জিনপিং ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকের পর পররাষ্ট্র সচিব এম শহীদুল হক জানান, ২৭টি চুক্তির মধ্যে ১৫টি দুই সরকারের মধ্যে এবং ১২টি ঋণ ও বাণিজ্য বিষয়ক।

প্রায় তিন দশক পর চীনের কোনও রাষ্ট্রপ্রধানের বাংলাদেশ সফর ছিল এটি।

শি জিনপিং-এর সফর সঙ্গীদের মধ্যে ছিলেন চীনের কমিউনিস্ট পার্টির সেন্ট্রাল কমিটির পলিট ব্যুারোর (সিসিসিপিসি) ওয়াং হুনিং, সিসিসিপিসির সদস্য সচিব লি জানশু, স্ট্যাট কাউন্সিলর ইয়াং জিয়েছি, পররাষ্ট্রমন্ত্রী ওয়াং জি, জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশন মন্ত্রী (এনডিআরসি) জু শাওসি, অর্থ মন্ত্রী লো জিয়েই, বাণিজ্য মন্ত্রী হুচেং, চীনের পিপলস ব্যাংকের গভর্নর ঝো জিয়াওচুয়ান, আথির্ক ও অর্থনীতি বিষয়ক অফিসের পরিচালক লিউ হে, সিসিপিসির জেনারেল অফিসের নির্বাহী উপ প্রধান ডিং জুজিয়াং, বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মা মিগকিয়াং, সিসিসিপিসির জেনারেল অফিসের উপ-প্রধান ওয়াং শাওজুন এবং সহকারি পররাষ্ট্রমন্ত্রী কং জুয়ানইউ।

আরও পড়ুন- 


নার্গিসের জবানবন্দির নামে কালক্ষেপণ পুলিশের!

/এফএস/

 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১৯ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৯ মে, ২০২৪)
উত্তরা ইউনিভার্সিটিতে রিসার্চ অ্যান্ড পাবলিকেশন অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
উত্তরা ইউনিভার্সিটিতে রিসার্চ অ্যান্ড পাবলিকেশন অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
চট্টগ্রামে লরি চাপায় মৃত্যু বেড়ে তিন
চট্টগ্রামে লরি চাপায় মৃত্যু বেড়ে তিন
রাজধানীতে রিকশাচালকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার
রাজধানীতে রিকশাচালকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
নির্মাণের উদ্দেশ্যে ভালো সড়ক কেটে ২ বছর ধরে খাল বানিয়ে রেখেছে
নির্মাণের উদ্দেশ্যে ভালো সড়ক কেটে ২ বছর ধরে খাল বানিয়ে রেখেছে
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক