X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

দুদককে অন্যভাবে কাজ করার আহ্বান রিহ্যাব সভাপতির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ অক্টোবর ২০১৬, ১৮:৪১আপডেট : ২৫ অক্টোবর ২০১৬, ১৮:৪৬

সংবাদ সম্মেলনে রিহ্যাব সভাপতি আলমগীর শামসুল আলামীন দেশে বিনিয়োগের পরিবেশ সৃষ্টির জন্য দুর্নীতি দমন কমিশনকে (দুদক) অন্যভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) সভাপতি আলমগীর শামসুল আলামীন। মঙ্গলবার দুপুরে রাজধানীর সোনারগাঁও হোটেলে রিহ্যাবের রজতজয়ন্তী উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
রিহ্যাব সভাপতি বলেন, ‘দুর্নীতি দমন কমিশন থেকে সম্পদের তথ্য জানতে চেয়ে নিয়মিত পত্র দেওয়ায় আবাসন ব্যবসায়ীদের মধ্যে আতংকের সৃষ্টি হয়েছে। সপ্তাহে গড়ে তিনটি করে পত্র পাচ্ছি। এসব পত্রে দুদক জানতে চায়, অমুকের কোনও প্লট বা ফ্ল্যাট আছে কি না। কেবল চিঠি দিয়ে সমাজে আতংক সৃষ্টি করলে দেশের টাকা বিদেশ চলে যাবে এবং মানুষ টাকা লুকানোর কৌশল রপ্ত করবে।’
ডিজিটাল পদ্ধতি যত বেশি কার্যকর হবে দুর্নীতি ততই কমে যাবে উল্লেখ করে তিনি বলেন, ‘সেজন্য দেশের টাকা দেশে বিনিয়োগ করার সুযোগ সৃষ্টির জন্য দুদকের কথিত চমক না দেখিয়ে দুর্নীতিতে অর্থ অর্জনের পথগুলো বন্ধ করার জন্য কাজ করতে হবে। সরকারি অফিসের দুর্নীতিও সম্পূর্ণ বন্ধ করতে হবে পদ্ধতি প্রয়োগ করে।’
লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, ‘আবাসন ব্যবসায় মন্দাভাব চলছে। এ কারণে অনেক ব্যবসায়ী এ ব্যবসা ছেড়ে চলে গেছেন। এক সময় রিহ্যাবের সদস্য ছিল ১৩০০। বর্তমানে সদস্য রয়েছে ১১৩৮। রিহ্যাবের সদস্যের বাইরে আরও ১৫০০ ডেভেলপার কোম্পানি রয়েছে বলে জানান তিনি। গত পঁচিশ বছরে রিহ্যাব সদস্যরা ১ লাখ ৪৩ হাজার ফ্ল্যাট সরবরাহ করেছে। আগামী পঁচিশ বছরে রিহ্যাব সদস্যরা আরও ১০ লাখ ফ্ল্যাট তৈরি করে সরবরাহ করতে পারবে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রিহ্যাবের সহ-সভাপতি নুরুন্নবী চৌধুরী, লিয়াকত আলী ভূঁইয়া, সরদার আমীন প্রমুখ। পঁচিশ বছর পূর্তি উপলক্ষে রিহ্যাব রজতজয়ন্তী উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে। এজন্য কর্মসূচি প্রণয়ন করা হচ্ছে। কর্মসূচিতে থাকবে বর্ণাঢ্য র্যা লি, বাউল গান, শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মতবিনিময় সভা, নৈশভোজ, গুণীজন সংবর্ধনা, স্মৃতিচারণ ইত্যাদি। এসব কর্মসূচির বিস্তারিত পরে জানান হবে।

/ওএফ/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দোহায় হামাসের কার্যালয় বন্ধের চিন্তা করছে কাতার
দোহায় হামাসের কার্যালয় বন্ধের চিন্তা করছে কাতার
দোহায় হামাসের কার্যালয় বন্ধের চিন্তা করছে কাতার
দোহায় হামাসের কার্যালয় বন্ধের চিন্তা করছে কাতার
ভিসা অব্যাহতি ও বাণিজ্য সম্প্রসারণ নিয়ে মিশরের সঙ্গে ফলপ্রসূ আলোচনা
ভিসা অব্যাহতি ও বাণিজ্য সম্প্রসারণ নিয়ে মিশরের সঙ্গে ফলপ্রসূ আলোচনা
বিএনপি নেতাদের কথা মাঠকর্মীরা শোনে না: ওবায়দুল কাদের
বিএনপি নেতাদের কথা মাঠকর্মীরা শোনে না: ওবায়দুল কাদের
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে