X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

রাস্তাঘাটে দিব্যি চলছে শ্রবণশক্তি হারানোর চিকিৎসা!

সালমান তারেক শাকিল
১৩ নভেম্বর ২০১৬, ০৭:৫৪আপডেট : ১৩ নভেম্বর ২০১৬, ০৭:৫৪

হোটেল বয় পলাশের কান পরিষ্কার করছেন নওগাঁর জয়মুদ্দি

রাজধানীসহ সারা দেশে ‘ভ্রাম্যমাণ চিকিৎসকদের’ হাতে নিরাপদ কানের চিকিৎসার চিত্র এখন ভয়াবহ। এতদিন সিনেমা হল, রেলস্টেশন, বাসস্টেশন, কোর্ট-কাচারি, বস্তি এলাকা, পার্ক ও বড় শপিংমলসহ ফুটপাতে কানের এই ভ্রাম্যমাণ চিকিৎসকদের উপস্থিতি দেখা গেলেও, এখন রাজধানীর আবাসিক এলাকাগুলোতেও নিয়মিত তাদের যাতায়াত বেড়েছে। সার্জারির যাবতীয়  উপকরণ নিয়ে  দিনের পর দিন দিব্যি কানের ময়লা পরিষ্কার করছেন তারা। নাক-কান ও গলা বিশেষজ্ঞরা বলছেন,চিকিৎসা জ্ঞান ছাড়াই এই কান পরিষ্কারকারীদের হাতে বহু মানুষের শ্রবণশক্তি নষ্ট হয়ে গেছে। তারা সতর্ক করে বলছেন, অনিরাপদ এই পদ্ধতিতে কান পরিষ্কার করালে শ্রবণশক্তিসহ ব্রেনও নষ্ট হয়ে যেতে পারে। দ্রুতই সরকারকে কানের চিকিৎসাসহ রাস্তাঘাটে অপচিকিৎসা বন্ধেরও দাবি জানিয়েছেন কয়েকজন বিশেষজ্ঞ।

রাজধানীর কয়েকটি এলাকায় সরেজমিনে দেখা গেছে, রমনা পার্ক, রাজমনি সিনেমা হল, ফার্মগেট, যাত্রাবাড়ী, পূর্ণিমা সিনেমা হলসহ নানা জায়গায় কান পরিষ্কারকারীরা কাজ করে থাকেন। এসব এলাকায়  নিম্ন আয়ের মানুষদের ১০ টাকা থেকে শুরু করে ৬০ টাকা পর্যন্ত ভিজিটে  কানের স্পেশাল ড্রেসিং করানো হয়। বাণিজ্যিক এলাকা ছাড়াও  কান পরিষ্কারকারীরা এখন আবাসিক এলাকায়ও তাদের ব্যবসার প্রসার ঘটিয়েছে। স্থানীয় হোটেল, মার্কেট ও দোকানের সামনে অবস্থান নিয়ে আগ্রহীদের কান পরিষ্কার করেন তারা। তবে অনিরাপদ ও ঝুঁকিপূর্ণ পদ্ধতিতে কান পরিষ্কার করলেও গ্রাহকদের মধ্যে সন্তুষ্টি রখ্ষ্য করা যায়।

বিপণনকর্মী তুষারের কান পরিষ্কার করছেন জয়মুদ্দি নওগাঁ জেলার জয়মুদ্দি। চল্লিশোর্ধ্ব এই পরিষ্কারকারী প্রায় ২০ বছর ধরে এ পেশায় নিজেকে জড়িয়ে রেখেছেন। তিনি জানান, ঢাকা শহরে প্রায় এক হাজারের বেশি লোক এ পেশায় আছেন। মাসের ত্রিশ দিনই তিনি কান পরিষ্কারের কাজে পথে বের হন।  

কীভাবে পরিষ্কার করেন? জয়মুদ্দি জানান, ‘মেডিসিন দেই। কানে পানি থাকলে তুলা দিয়েই পরিষ্কার করি। পুঁজ হলে মেডিসিন দিই (জয়মুদ্দি একটি ক্রিম দেখান প্রতিবেদককে)।’ স্টেরয়েড ক্রিম (পেভিসন) এই ক্রিম দিয়েই বনশ্রীর দয়াল হোটেলের বয় পলাশের কান পরিষ্কার করছিলেন জয়মুদ্দি।

প্রত্যক্ষদর্শী ডা. আসাদুজ্জামান রকিব। হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের এই চিকিৎসক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সাধারণত কানের ভেতরে যে লাইট ব্যবহার করা উচিৎ, সেগুলো তারা করছেন না। সবচেয়ে বড় কথা, কানের গঠন সম্পর্কে তারা জানেন না। কানের ভেতরের গঠন সম্পর্কে এদের ন্যূনতম ধারণা নেই। তারা যে প্রক্রিয়ায় কান পরিষ্কার করছে, তাতে ক্ষতি এড়ানোর কোনও সুযোগ নেই।’

ডা. রকিব বলেন, ‘আজকে দেখলাম, তারা স্টেরয়েড ক্রিম (পেভিসন)কানের ভেতরে ব্যবহার করছেন। এটা ময়লা দূর করার কাজে ব্যবহারের কোনও নির্দেশিকা নেই। উপরন্তু, যদি কানে ইনফেকশন থাকে, তাহলে স্টেরয়েড ব্যবহারের কারণে এটা আরও বৃদ্ধি পেতে পারে।’

যদিও জয়মুদ্দির গ্রাহক পেপসি কোম্পানির বিপণনকর্মী মুহাম্মদ রায়হান হাসান তুষার বাংলা ট্রিবিউনের কাছে দাবি করেন, ‘কান পরিষ্কার হয়, এটা সত্য। কোন ধরনের মেডিসিন দেয়, সেটা তো জানি না, তবে কান পরিষ্কার হয়।’

জানা গেছে, দোকানের কর্মচারী, হোটেল বয়, সাধারণ শিক্ষার্থীরা নিম্ন আয়ের পেশাদার নারী-পুরুষরা এই চিকিৎসকদের নিয়মিত গ্রাহক। কান নিয়ে সামান্যতম চিকিৎসাজ্ঞান তো দূরের কথা,এই ভ্রাম্যমাণ কান পরিষ্কারকারীদের অনেকেরই অক্ষরজ্ঞানও নেই।

কাওরান বাজারে পূর্ণিমা হলের সামনে সপ্তাহের তিন দিন থাকেন আমজাদ শেখ। নিজের কান পরিষ্কার নিয়ে তিনি জানান, প্রায় ১৫ বছরের বেশি সময় ধরেই এই পেশায় আছেন তিনি। কান পরিষ্কার করলেও তার বিরুদ্ধে কারও  কোনও অভিযোগ নেই বলে দাবি এই তিনি।

অনিরাপদ কান পরিষ্কার

জানা গেছে, রাস্তাঘাটে কান পরিষ্কার করে অনেকেই তাদের শ্রবণশক্তি হারিয়েছেন। সার্জারির উপকরণ দিয়ে কানের ভেতরে পরিষ্কার করার কারণে সংবেদনশীল ত্বক ও হাড্ডিও বেরিয়ে এসেছে কখনও-কখনও।

এমন অভিজ্ঞতার কথা বাংলা ট্রিবিউনকে বললেন ড. ফয়সাল আহমেদ। সিলেটের একটি উপজেলার স্বাস্থ্যকেন্দ্রের এই চিকিৎসক বলেন, ‘‘উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে একবার এ ধরনের রোগী আসেন। তার হাতে কানের হাড্ডির অংশ বিশেষ নিয়ে আসেন। রোগীর সঙ্গে কান পরিষ্কারকারীও ছিলেন। যদিও তিনি গর্ব করেই বলছিলেন, ‘দেখেন, কত সুন্দর করে রোগীর কান পরিষ্কার করেছি।’ এরপর হাতে নিয়ে দেখলাম, এগুলো মধ্যকর্নের হাড়ের অংশবিশেষ। যে হাড়গুলো আমাদের শ্রবণে বড় ভূমিকা পালন করে। এগুলো কোনও কারণে ড্যামেজ হলে শ্রবণ ক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে ।’

নারায়ণগঞ্জে একটি প্রাইভেট হাসপাতালের চিকিৎসক নাক কান গলা বিশেষজ্ঞ ডা. নূরুজ্জামান বলেন, ‘এরকম ঘটনা আমরা সচরাচর দেখি। আমাদের কাছে রোগীরা এ ধরনের চিকিৎসা নিয়ে আসেন। চিকিৎসার কমপ্লিকেশন নিয়ে আমাদের কাছে আসেন। এই অপচিকিৎসার কারণে রোগীরা অনেক ক্ষেত্রে মারাত্মক ক্ষতির সম্মুখীন হন।’

ডা. নূরুজ্জামান বলেন, ‘কানে এ ধরনের চাপ প্রয়োগ হলে শ্রবণ ক্ষমতা হ্রাস পাওয়ার আশঙ্কা সবচেয়ে বেশি। কানের পর্দা ফেটে যেতে পারে। কানের ভেতরের অংশে প্রাচীরে আঘাত লাগতে পারে। রক্ত পড়তে পারে এবং পরবর্তীতে সেখানে ইনফেকশন হতে পারে। আশেপাশের জায়গায় এমনকি মাথার ভেতরেও সেই ইনফেকশন ছড়াতে পারে। জীবনহানীও হতে পারে ক্ষেত্রবিশেষে।  ’

বিশেষজ্ঞ চিকিৎসকেরা অবিলম্বে রাস্তাঘাটে কান পরিষ্কারসহ অন্যান্য অপচিকিৎসা বন্ধের দাবি করছেন। এ ব্যাপারে জানতে চাইলে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজের সহকারী অধ্যাপক নাক কান গলা বিভাগের বিশেষজ্ঞ ডা. নূরুল হুদা নাঈম বলেন, ‘প্রথমত রাস্তাঘাটে অপচিকিৎসা বন্ধ করতে সরকারের নজরদারী লাগবে। রাস্তাঘাটে যেখানে-সেখানে এসব চিকিৎসা চলে আসছে। এগুলো বন্ধে কঠোর নীতিমালা করতে হবে। এগুলো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মানুষের সঙ্গে ধোকাবাজি জেনেও আইনশৃংখলা বাহিনী কোনও ব্যবস্থা নিচ্ছে না।

এসটিএস/এপিএইচ/

আরও পড়ুন:

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকার অধস্তন আদালতগুলোতে এসি লাগাতে আইনি নোটিশ
ঢাকার অধস্তন আদালতগুলোতে এসি লাগাতে আইনি নোটিশ
ড. ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পেছালো
অর্থ আত্মসাতের মামলাড. ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পেছালো
তিন ঘণ্টা পর স্বাভাবিক হলো রাজবাড়ীর ট্রেন চলাচল
তিন ঘণ্টা পর স্বাভাবিক হলো রাজবাড়ীর ট্রেন চলাচল
এমবাপ্পেকে রেখে কেন চলে গেলো পিএসজির টিম বাস
এমবাপ্পেকে রেখে কেন চলে গেলো পিএসজির টিম বাস
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!