X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

খালেদার কাছে সিইসি ও কমিশনারদের যোগ্যতা-অযোগ্যতা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ নভেম্বর ২০১৬, ১৯:৩৯আপডেট : ১৮ নভেম্বর ২০১৬, ১৯:৪৪

খালেদা জিয়া বাংলাদেশ নির্বাচন কমিশন নতুন করে গঠনের সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছে বিএনপি। দলটির প্রধান খালেদা জিয়া শুক্রবার রাজধানীর বিকালে ওয়েস্টিন হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রস্তাবনা তুলে ধরেন। ‘নির্বাচন কমিশন গঠন এবং শক্তিশালীকরণ: বিএনপির প্রস্তাবনাবলী’ শীর্ষক ১৪ পৃষ্ঠার লিখিত বক্তব্যের পাঁচ নম্বর ধারায় তিনি প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের যোগ্যতা ও অযোগ্যতা ব্যাখ্যা করেন। আগামী ফেব্রুয়ারিতে আবদুর রকিব কমিশনের মেয়াদ শেষ হচ্ছে। বিএনপি বরাবরই বলে এসেছে, এই কমিশন ব্যর্থ ও অযোগ্য।

প্রধান নির্বাচন কমিশনার এর যোগ্যতা

সর্বজন শ্রদ্ধেয় সৎ, মেধাবী, দক্ষ, সাহসী, প্রাজ্ঞ এবং নৈতিকতা, ব্যক্তিত্ব ও কর্ম অভিজ্ঞতা সম্পন্ন,সকল বিচারে দল-নিরপেক্ষ এবং বিতর্কিত নন, এমন একজন ব্যক্তি প্রধান নির্বাচন কমিশনার হবেন। সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধান হিসেবে অধিষ্ঠিত ছিলেন এমন একজন ব্যক্তি, অথবা বাংলাদেশ সরকারের একজন সচিব, যিনি অবসর গ্রহণের পর সরকারের কোনও লাভজনক পদে নিয়োজিত নেই বা ছিলেন না, অথবা একজন বিশিষ্ট নাগরিক প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগপ্রাপ্ত হতে পারবেন।

অযোগ্যতা

তবে অবসরপ্রাপ্ত মন্ত্রিপরিষদ সচিব এবং বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দায়িত্ব পালন করেছেন, এমন কোনও কর্মকর্তা প্রধান নির্বাচন কমিশনার পদে পদায়নের যোগ্য হবেন না। বাংলাদেশ সরকারের সচিব, যিনি অবসরগ্রহণের বা পদত্যাগের বা অপসারণের পর, কিংবা চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ সমাপ্তি বা চুক্তি বাতিলের পর তিন বছর সময়কাল অতিবাহিত করেননি, তিনিও প্রধান নির্বাচন কমিশনার পদে পদায়নের যোগ্য হবেন না।

নির্বাচন কমিশনার এর যোগ্যতা

একজন নারীসহ সর্বজন শ্রদ্ধেয়, সৎ, মেধাবী, দক্ষ, প্রাজ্ঞ, সাহসী, নৈতিকতা, ব্যক্তিত্ব ও কর্ম অভিজ্ঞতা সম্পন্ন ও সকল বিচারে দল নিরপেক্ষ এবং বিতর্কিত নয়, এমন ব্যক্তিদের মধ্য হতে চারজন নির্বাচন কমিশনার নিযুক্ত হতে পারবেন।

ন্যূনপক্ষে জেলা জজের মর্যাদা সম্পন্ন অবসরপ্রাপ্ত বিচার বিভাগীয় কর্মকর্তা, ন্যূনপক্ষে ব্রিগেডিয়ার জেনারেল পদমর্যাদা সম্পন্ন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, ন্যূনপক্ষে যুগ্ম-সচিব পদমর্যাদার অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী, প্রশাসনিক অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষাবিদ এবং সর্বজন শ্রদ্ধেয় বিশিষ্ট নাগরিকদের মধ্য হতে নির্বাচন কমিশনার নিয়োগপ্রাপ্ত হবেন।

অযোগ্যতা

তবে যিনি প্রজাতন্ত্রের বা সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের, বা প্রতিরক্ষা কর্ম বিভাগের কোনও চাকরি থেকে অবসর গ্রহণ বা পদত্যাগের বা অপসারণের পর কিংবা চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ সমাপ্তি বা চুক্তি বাতিলের পর, তিন বছর সময়কাল অতিবাহিত করেননি, তিনি নির্বাচন কমিশনার পদে পদায়নের যোগ্য হবেন না।

সম্পদের হিসাব ও জীবনবৃত্তান্ত প্রকাশ করার দাবি

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া নির্বাচিত প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনারদের সম্পদ ও জীবনবৃত্তান্ত প্রকাশের দাবি জানিয়েছেন। দলীয় প্রস্তাবনায় তিনি উল্লেখ করেন, রাষ্ট্রপতি চূড়ান্তকৃত ব্যক্তিদের সম্মতি গ্রহণ এবং তাদের জীবনবৃত্তান্ত ও সম্পদের বিবরণী জনসমক্ষে প্রকাশ করার ব্যবস্থা গ্রহণ করবেন এবং তাদের নিয়োগ প্রদান করবেন।

এসটিএস/এপিএইচ/

আরও পড়ুন: 

ইসি গঠনে খালেদার ফর্মুলা
ঐকমত্যের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠন করতে হবে: খালেদা জিয়া

নতুন নির্বাচন কমিশন গঠনে বিএনপির ৭ প্রস্তাব

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
কৃষকের মুখে হাসি কপালে চিন্তার ভাঁজ
কৃষকের মুখে হাসি কপালে চিন্তার ভাঁজ
টিভিতে আজকের খেলা (৫ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৫ মে, ২০২৪)
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
সর্বাধিক পঠিত
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ