X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

রাজনীতিকদের খবর রাখে না এদেশের মানুষ: কাদের সিদ্দিকী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ নভেম্বর ২০১৬, ২০:৪০আপডেট : ২৫ নভেম্বর ২০১৬, ২০:৪২

মওলানা ভাসানীর চল্লিশতম মৃত্যু বার্ষিকীতে আলোচনা সভা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন,‘এদেশের মানুষ কোনও নেতার খবর রাখে না। কোনও নেতাকে সম্মান করে নাই। করতেও জানে না।’ তার দাবি,‘নেতাদের যদি গাড়ি-বাড়ি না থাকত,তাহলে তাদের সন্তানদের মুখে খাবার দেওয়ার লোকও থাকত না।’

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে ভাসানী অনুসারী পরিষদ আয়োজিত মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪০ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন কাদের সিদ্দিকী। সভায় বিকল্প ধারার সভাপতি বদরুদ্দোজা চৌধুরী প্রধান অতিথি ছিলেন। সংগঠনের চেয়ারম্যান ডা. জাফরুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিপিবির প্রেসিডিয়ামের সদস্য হায়দার আকবর খান রনো, সাংবাদিক মাহফুজ উল্লাহসহ অনেকে বক্তব্য রাখেন।

কাদের সিদ্দিকী বলেন,‘আমার যদি গাড়ি-বাড়ি না থাকত,মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান যদি রাষ্ট্রপতি না হতেন,শেখ হাসিনা ও শেখ রেহানা যদি বঙ্গবন্ধুর কন্যা না হতেন, তাহলে এদেশের মানুষ তাদের মুখে খাবারও তুলে দিত না। কেউ খোঁজ নিত না।’ এমন তথ্য দিয়ে কাদের সিদ্দিকী বলেন, ‘আজকে মওলানা ভাসানীর স্মরণে সভা হচ্ছে, কিন্তু তিনি যে তিনটি বিয়ে করেছিলেন, তার কোনও খবর কেউ রাখেনি। তিন দিন আগে আনোয়ারা নামে তার ঔরষজাত এক সন্তান মারা গেছেন, তার কোনও খবর কেউ রাখেনি। তার ছেলে কিবরিয়া মারা গেছেন, এটাও কেউ জানে না।’

ভাসানীর জীবনী পাঠ্যবইয়ে অন্তর্ভুক্তির আহ্বান

সভার প্রধান বক্তা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘মওলানা আবদুল হামিদ খান ভাসানী মহিরুহ ছিলেন। গোটা জাতির মুক্তির জন্য, জাতিকে বিনির্মাণের জন্য ভাসানী এখনও প্রাসঙ্গিক। সমাজগঠনে, রাষ্ট্রগঠনে এখনও মওলানা ভাসানীর দর্শন অত্যন্ত প্রয়োজনীয়।’

মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের ওপর, প্যালেস্টাইন ও কাশ্মিরে মুসলমানদের ওপর হামলা হলেও এখন প্রতিবাদের কোনও নেতা নেই বলে হতাশা ব্যক্ত করেন ফখরুল। মওলানা ভাসানী বেঁচে থাকলে এর প্রতিবাদ করতেন বলে মনে করেন ফখরুল।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকারের সমালোচনা করে বিএনপির মহাসচিব বলেন, ‘ওই সময় মওলানা ভাসানীকে অন্তরীণ করা হয়েছিল। জাসদের ত্রিশ হাজার নেতাকর্মীকে খুন করা হয়েছিল।’ সিরাজ শিকদারের মত দেশপ্রেমিক ব্যক্তিকে ক্রসফায়ারে  হত্যা করা হয়েছিল বলে মত দেন ফখরুল।

বিএনপির ইসি গঠনের প্রস্তাব নাকচ করে দেওয়ার নেপথ্যে ফখরুল মনে করেন, ‘সরকার ২০১৪ সালের নির্বাচন যেভাবে হয়েছিল, সেরকমই একটি নির্বাচন করতে চায়।’ তিনি বলেন,‘প্রস্তাব দিয়েছি, পাঁচ মিনিটও যায়নি, নাচক করে দিয়েছে।’

আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেওলিয়া হয়ে গেছে বলেই প্রস্তাব এড়িয়ে গেছে বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব। তিনি আহ্বান জানান, ‘মওলানা ভাসানীর দর্শন থেকে শিক্ষা নিয়ে গণতান্ত্রিক সংগ্রামকে আরও তরান্বিত করতে হবে।’

বিএনপির প্রতিষ্ঠাতা মহাসচিব ও বিকল্প ধারার সভাপতি ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী বলেন, ‘মওলানা ভাসানীকে আওয়ামী লীগও এবার স্মরণ করেছে। এটা ভালো লেগেছে।’ তিনি বলেন, ‘আমি বলি কি, তাকে মাঝেমধ্যে মনে করেন।’

রোহিঙ্গা প্রসঙ্গে ডা. বদরুদ্দোজা চৌধুরী অভিযোগ করেন,‘রোহিঙ্গাদের ওপর হামলা হচ্ছে, সরকার এটার প্রতিবাদ করার ভাষা হারিয়ে ফেলেছে। বিএনপির চেয়ারপারসনও কোনও কথা বলছেন না।’

সিপিবির প্রেসিডিয়ামের সদস্য হায়দার আকবর খান রনো বলেন, ‘মওলানা ভাসানীর প্রধান দিক হলো তিনি মেহনতি ও শ্রমিক মানুষের নেতা ছিলেন।’ ১৯৫৭ সালে স্বায়ত্তশাসনের স্বপ্নও ভাসানীই দেখিয়েছিলেন বলে জানান রনো।

সভাপতির বক্তব্যে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘আজকের পাঠ্য বইয়ে মওলানা ভাসানীর জন্য একটি পৃষ্ঠাও নেই। শেখ মুজিব বেঁচে থাকলে এগুলো অ্যালাউ করতেন না। ’

জাফরুল্লাহ সবগুলো দলকে গণতন্ত্রের জন্য সম্মিলিত বিরোধী দল হয়ে আন্দোলনে নামার আহ্বান জানান।

জাফরুল্লাহ চৌধুরী আগামীকাল শনিবার শহীদ মিনারে রামপালে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের বিরুদ্ধে জাতীয় কমিটির মহাসমাবেশে যাওয়ার জন্য আমন্ত্রণ জানান। পাশাপাশি শান্তির পতাকা নিয়ে রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোরও আহ্বান জানান।

এসটিএস/এপিএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
কবিগুরুর  ১৬৩তম জন্মজয়ন্তী: গঠিত হলো সোসাইটি, দেশজুড়ে বর্ণিল আয়োজন
কবিগুরুর ১৬৩তম জন্মজয়ন্তী: গঠিত হলো সোসাইটি, দেশজুড়ে বর্ণিল আয়োজন
প্রথম ধাপে ১৩৯ উপজেলায় ভোটগ্রহণ শুরু
প্রথম ধাপে ১৩৯ উপজেলায় ভোটগ্রহণ শুরু
পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগপিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি