X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

‘বঙ্গবন্ধু বেঁচে থাকলে ২৫ বছর আগেই বাংলাদেশ উন্নত দেশ হতো’

বাংলা ট্রিবিউন ডেস্ক
১০ জানুয়ারি ২০১৭, ১৬:৩৯আপডেট : ১০ জানুয়ারি ২০১৭, ১৭:২১



প্রধানমন্ত্রী শেখ হাসিনা
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেঁচে থাকলে ২৫/৩০ বছর আগেই বাংলাদেশ উন্নত দেশ হতো বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিন।

মঙ্গলবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

শেখ হাসিনা বলেন, ‘জাতির পিতার ডাকে সারা দিয়ে দেশের মানুষ অস্ত্র হাতে নিয়ে নয় মাস যুদ্ধ করে দেশকে শত্রুমুক্ত করেছিল। ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধুর ভাষণের নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করেছিল এ দেশের জনগণ। ৩২ নম্বরের বাসা থেকে বঙ্গবন্ধু যেসব নির্দেশ দিতেন, তা জনগণ মেনে নিতো। কিন্তু ১৯৭১ সালের ২৫ মার্চ হানাদার বাহিনী এদেশে গণহত্যা শুরু করে। ২৬ মার্চ বঙ্গবন্ধু দেশের স্বাধীনতার ঘোষণা করে দেশকে শত্রুমুক্ত করার আহ্বান জানান। তার ডাকেই সাড়া দিয়ে যুদ্ধ করে এদেশের মানুষ দেশকে স্বাধীন করে। এই মাঠেই হানাদার বাহিনী আত্মসমর্পণ করেছিল।’

তিনি আরও বলেন, ‘পাকিস্তান হানাদার বাহিনী জাতির পিতাকে গ্রেফতার করে হত্যা করতে চেয়েছিল। কিন্তু জনগণের চাপে তাকে ছেড়ে দিতে বাধ্য হয়েছিল তারা। পরে ১৯৭২ সালের ১০ জানুয়ারি বঙ্গবন্ধু মুক্তি পেয়ে প্রথমে সোহরাওয়ার্দী উদ্যানে এসেছিলেন। আমরা সাবাই সেদিন এখানে এসেছিলাম।’

প্রধানমন্ত্রী বলেন, এই উদ্যানেই বঙ্গবন্ধু কীভাবে একটি স্বাধীন দেশকে উন্নত দেশে পরিণত করা যায়, তার পরিকল্পনা ঘোষণা করেছিলেন। তিনি ভাষণে বলেছিলেন, ‘আমার দেশের প্রতিটি মানুষ খাদ্য, আশ্রয় পাবেন, উন্নত জীবন পাবেন , এই আমার স্বপ্ন।’

তিনি আরও  বলেন, ‘সদ্য স্বাধীন ও বিধ্বস্ত একটি বাংলাদেশের মানুষ জাতির পিতার নেতৃত্বে নতুন করে বাঁচতে শিখেছিল। যখন মানুষ দেশকে উন্নত করতে কাজ শুরু করে, তখন বঙ্গবন্ধুকে নির্মমভাবে  স্বপরিবারে হত্যা করা হয়। আমি আর ছোট বোন বিদেশে অবস্থান করায় বেঁচে গিয়েছিলাম। বঙ্গবন্ধুর মৃত্যুর পর  দেশে হত্যা, ক্যু ও সংবিধান লঙ্ঘন করে ক্ষমতায় যাওয়ার প্রতিযোগিতা শুরু হয়। মুক্তিযুদ্ধে যারাই গণহত্যা করেছিল, মা-বোনের সম্ভ্রম নষ্ট করেছিল,তারাই এদেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করেছিল। বঙ্গবন্ধু যুদ্ধাপরাধীদের বিচার শুরু করেছিলেন। কিন্তু ১৫ আগস্টের পর সেই যুদ্ধাপরাধীদের মুক্তি দেওয়া হয়। আর সেসব স্বাধীনতাবিরোধী, যুদ্ধাপরাধীদের মন্ত্রী ও উপদেষ্টা বানানো হয়। ফলে বাংলাদেশে জাতির পিতার নেতৃত্বে যে উন্নয়ন শুরু হয়েছিল তা থমকে যায়।’

শেখ হাসিনা বলেন, ‘জিয়াউর রহমান প্রতিরাতে কারফিউ জারি করে দেশ চালাতো। মানুষ স্বাধীনভাবে চলার অধিকার হারিয়ে ফেলে। মেধাবী ছাত্রদের হাতে অস্ত্র ও অর্থ তুলে দিয়ে পেটোয়া  বাহিনী তৈরি করে, তাদের রাজনৈতিক অভিলাষ চরিতার্থ করে। এভাবে দেশের সব ধ্বংসের দিকে নিয়ে যায়। ১৯৭৫ সালের পর যারাই ক্ষমতায় এসেছে তারা নিজেদের স্বার্থ রক্ষা, অর্থবিত্ত বানিয়েছে। দেশের মানুষকে কিছুই দেয়নি। জাতিকে মাথা উঁচু করতে দেয়নি। কারণ তারা বাংলাদেশে থাকলেও পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়ন করতো।  ইতিহাস থেকে তারা বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার চেষ্টা করে। মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার চেষ্টা করে। বাংলার মানুষ কখনও অন্যায় মেনে নেয়নি। ফলে তাদের উদ্দেশ্য সফল হয়নি।’

তিনি আরও বলেন, ‘দেশ স্বাধীন হওয়ার ২১ বছর পর আওয়ামী লীগ সরকার গঠন করে। সেই সময় থেকে আমরা দেশের আর্থ-সামাজিক উন্নয়নের কাজ শুরু করি। প্রতিটি মানুষের মুখে অন্ন তুলে দিতে সক্ষম হয়েছি। যারা হতদরিদ্র তাদের মুখে খাবার তুলে দিতে সক্ষম হয়েছি।’

/এসএনএইচ/ এপিএইচ/
আরও পড়ুন: নির্বাচনকালীন সরকার গঠনের প্রস্তাব জামায়াতের

সম্পর্কিত
সর্বশেষ খবর
ছেলেবেলার ক্লাবের শেয়ার বিক্রি করে দিচ্ছেন রোনালদো
ছেলেবেলার ক্লাবের শেয়ার বিক্রি করে দিচ্ছেন রোনালদো
ভারত-বাংলাদেশ সম্পর্কে নাটকীয় উন্নতি হয়েছে: ভারতের পররাষ্ট্রমন্ত্রী
ভারত-বাংলাদেশ সম্পর্কে নাটকীয় উন্নতি হয়েছে: ভারতের পররাষ্ট্রমন্ত্রী
মুক্তিযোদ্ধাকে মারধর, আ.লীগ নেতার ভাগনে কারাগারে
মুক্তিযোদ্ধাকে মারধর, আ.লীগ নেতার ভাগনে কারাগারে
ইন্দোনেশিয়ার রুয়াং আগ্নেয়গিরিতে আবারও অগ্ন্যুৎপাত,সর্বোচ্চ সতর্কতা জারি
ইন্দোনেশিয়ার রুয়াং আগ্নেয়গিরিতে আবারও অগ্ন্যুৎপাত,সর্বোচ্চ সতর্কতা জারি
সর্বাধিক পঠিত
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়