X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

কথা বলতে চান না সার্চ কমিটির সদস্যরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জানুয়ারি ২০১৭, ২১:৫৬আপডেট : ২৭ জানুয়ারি ২০১৭, ২২:০৩

সার্চ কমিটির ছয় সদস্য হাতে সময় মাত্র ১০ কার্যদিবস। এই সময়ের মধ্যে নির্বাচন কমিশন গঠনের জন্য যোগ্য ব্যক্তিদের খুঁজে বের করতে হবে সার্চ কমিটিকে। রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ মনোনীত সার্চ কমিটির সদস্যরা আপাতত শুধু কাজ করতে চান, কোনও কথা বলতে চান না।

বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন সার্চ কমিটির সদস্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি শিরীণ আখতার বাংলা ট্রিবিউনকে বলেন, ১০ কার্যদিবস কোনও কথা বলতে চাই না। আমরা শুধু কাজ করতে চাই। ১০ দিন পরে আপনাদের সঙ্গে অনেক কথা বলবো। এখন আমাদের কাজ করতে দিন।    

সার্চ কমিটির আরেক সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলামও কোনও কথা বলতে রাজি নন। তিনি বলেন, এখন কোনও কথা বলবো না। পরে আপনাদের সঙ্গে কথা বলবো।

এদিকে শনিবার সকাল ১১টায় হাইকোর্টের জাজ মিলনায়তনে প্রথম বৈঠকে বসতে যাচ্ছে সার্চ কমিটি। এই বৈঠকের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করতে যাচ্ছে এই কমিটি। জানা গেছে, প্রথম বৈঠকে কমিটির সদস্যরা কর্ম পরিকল্পনা ঠিক করে কাজ শুরু করে দেবেন। নির্বাচন কমিশন গঠনে যোগ্য ব্যক্তিদের বাছাই করে রাষ্ট্রপতির কাছে নামের তালিকা তারা দ্রুত জমা দেবেন বলেও আশা করা হচ্ছে।

একটি সূত্রে জানা গেছে, ১০ কার্যদিবসের আগেই নাম বাছাই করতে সমর্থ হবে সার্চ কমিটি। সূত্রটি জানায়, শনিবার আনুষ্ঠানিকভাবে প্রথম বৈঠকে বসলেও ব্যক্তিগতভাবে বাছাই প্রক্রিয়ার কাজ এগিয়ে রেখেছেন সার্চ কমিটির সদস্যরা। শনিবার এ নিয়ে কথা বলবেন তারা।  

সার্চ কমিটির একজন সদস্য বলেন, শতভাগ নিরপেক্ষতা নিশ্চিত করে রাষ্ট্রপতির দেওয়া পবিত্র দায়িত্ব আমরা পালন করবো। আশা করি, একটি গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনের জন্য আমরা যোগ্য ব্যক্তিদের নাম তুলে আনতে পারবো।

প্রসঙ্গত, আগামী ৮ ফেব্রুয়ারি বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হবে। তার আগেই সার্চ কমিটি নির্বাচন কমিশন গঠনের জন্য যোগ্য ব্যক্তিদের নামের তালিকা রাষ্ট্রপতিকে প্রদান করবে।  

পিএইচসি/এএআর/  

আরও পড়ুন: 
মাঝে মধ্যে পুলিশের সঙ্গে সাংবাদিকদের ধাক্কাধাক্কি লেগে যায়: স্বরাষ্ট্রমন্ত্রী

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে সড়কে প্রাণ গেলো দুই ধানকাটা শ্রমিকের
জয়পুরহাটে সড়কে প্রাণ গেলো দুই ধানকাটা শ্রমিকের
রাজধানীতে ঝড়-শিলাবৃষ্টি
রাজধানীতে ঝড়-শিলাবৃষ্টি
৯৯৯ নম্বরে ফোন পেয়ে নির্যাতনের শিকার গৃহপরিচারিকাকে উদ্ধার
৯৯৯ নম্বরে ফোন পেয়ে নির্যাতনের শিকার গৃহপরিচারিকাকে উদ্ধার
এমপি স্ত্রীকে হারিয়ে ৬ ভোটে স্কুল কমিটির সভাপতি বদি
এমপি স্ত্রীকে হারিয়ে ৬ ভোটে স্কুল কমিটির সভাপতি বদি
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী