X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

তালিকায় থেকেও যে কারণে সিইসি হতে পারেননি আলী ইমাম মজুমদার

পাভেল হায়দার চৌধুরী
০৯ ফেব্রুয়ারি ২০১৭, ২২:৫৪আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৭, ২৩:০০

আলী ইমাম মজুমদার সার্চ কমিটির বাছাইয়ে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে তালিকায় দ্বিতীয় ব্যক্তি ছিলেন সাবেক আমলা আলী ইমাম মজুমদার। তার নাম আলোচনায় ছিল দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান নিয়োগের সময়ও। এর আগের নির্বাচন কমিশন গঠনের সময়েও সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার আলোচনায় ছিলেন। অবসরে যাওয়ার পরে রাষ্ট্রের সাংবিধানিক গুরুত্বপূর্ণ পদগুলো যখনই শূন্য হয়েছে, কোনও না কোনোভাবে আলোচনায় উঠে এসেছে এই আমলার নাম।
চূড়ান্ত বাছাই তালিকায় থাকার পরও কেন তিনি সিইসি পদে নিয়োগ পাননি,তা নিয়ে বাংলা ট্রিবিউনের অনুসন্ধানে তিনটি কারণ চিহ্নিত করা গেছে।
আলী ইমাম মজুমদার বিএনপির সময়ে সংস্থাপন মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করেন, তিনি সেনাসমর্থিত ড. ফখরউদ্দিনের তত্ত্বাবধায়ক সরকারের কেবিনেট সচিব ছিলেন। এছাড়া তিনি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর ট্রাস্টি বোর্ডের সদস্য।এই তিনটি কারণে মূলত তার সিইসি হওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে। এসব কারণে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে তাকে সমীচীন মনে করেনি সরকার।সরকার দলীয় বেশ কয়েকজন নীতি-নির্ধারকের সঙ্গে আলাপকালে এসব তথ্য নিশ্চিত করেন তারা।
আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ দুজন নেতা বলেন, ১৯৭৫ সালের পরে সর্বশেষ সেনা সমর্থিত সরকারের সময়ে দেশ যখন ক্রান্তিকাল অতিক্রম করেছে, সেই সরকারের মন্ত্রিপরিষদ সচিব হিসাবে দায়িত্ব পালন করেছেন আলী ইমাম মজুমদার। এরআগে বিএনপি সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে ছিলেন তিনি। ফলে কোনোভাবেই আওয়ামী লীগের বন্ধু নন সাবেক এই আমলা। তাছাড়া, তাকে এই দায়িত্ব দেওয়া হলে অন্য কোনও শক্তি তার ওপর ভর করতে পারে, এমন একটি শঙ্কা তৈরি হয়েছিল ক্ষমতাসীনদের মধ্যে।

আওয়ামী লীগের এই নীতিনির্ধারকরা বলেন, তাকে নির্বাচন কমিশনের প্রধান হিসাবে দায়িত্ব দেওয়া হলে আওয়ামী লীগের তথা সরকারের ক্ষতিই হতো। এখন নিরপেক্ষ নির্বাচন কমিশন হয়েছে বলে দেশবাসী মনে করে, তখন কমিশন নিয়ে কথা উঠত।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর দুজন সদস্য বাংলা ট্রিবিউনকে বলেন, সার্চ কমিটির তালিকায় আলী ইমাম মজুমদার ছিলেন, কিন্তু রাষ্ট্রপতি তার বিবেচনায় তাকে নিয়োগ দেননি। এটা সম্পূর্ণই রাষ্ট্রপতির এখতিয়ার।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সার্চ কমিটি ১০ জনের তালিকা দিয়েছে রাষ্ট্রপতিকে। রাষ্ট্রপতিতো ১০ জনকে নিয়োগ দিতে পারবেন না।  এর ভেতর থেকে তিনি যাকে যোগ্য মনে করেছেন তাকেই নির্বাচন কমিশনে বড় দায়িত্ব অর্পণ করেছেন।’
জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবউল আলম হানিফ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রাষ্ট্রপতি তার এখতিয়ার অনুযায়ী নিয়োগ দিয়েছেন নির্বাচন কমিশনে। যিনি দায়িত্বশীল ভূমিকা রাখতে পারবেন বলে রাষ্ট্রপতি মনে করেছেন তাকেই নিয়োগ দিয়েছেন ।’

এ প্রসঙ্গে জানতে চাইলে ঢাকা বিশ্বদ্যিালয়ের অধ্যাপক ও সার্চ কমিটির সদস্য সৈয়দ মনজুরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘যোগ্য ব্যক্তিদের বাছাই করার দায়িত্ব আমাদের দিয়েছেন রাষ্ট্রপতি। আমরা যাছাই-বাছাই করে একটি তালিকা রাষ্ট্রপতির কাছে পেশ করেছি। সেখান থেকেই নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। এরপরের বিষয়টি আমাদের নয়। তাই কেন বাদ পড়েছেন সেই প্রশ্নের জবাব আমার কাছে নাই ।’  

সিইসি পদে  সার্চ কমিটির বাছাই তালিকায় দ্বিতীয় নম্বরে থেকেও কেন নিয়োগ পেলেন না জানতে চাইলে আলী ইমাম মজুমদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সার্চ কমিটি আমাকে যোগ্য হিসাবে তাদের বাছাইয়ের তালিকায় দ্বিতীয় ব্যক্তি হিসাবে চূড়ান্ত করেছে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এর ভেতরে থেকে যাকে যোগ্য মনে করেছেন তাকেই দায়িত্ব দিয়েছেন নির্বাচন কমিশনে। এই নিয়ে আমার কোনও বক্তব্য নাই।’ তিনি বলেন, ‘কেন হতে পারিনি তা জানি না।’

/এপিএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ