X
রবিবার, ১৯ মে ২০২৪
৪ জ্যৈষ্ঠ ১৪৩১

জঙ্গি দমনে ফেসবুকের সঙ্গে বৈঠক করবে পুলিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মার্চ ২০১৭, ১৭:২১আপডেট : ০৯ মার্চ ২০১৭, ১৮:১৬



পুলিশ-ফেসবুক জঙ্গিবাদ দমনে ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করবে বাংলাদেশ পুলিশ। ফেসবুকে জঙ্গিদের তৎপরতা ও প্রোপাগান্ডা নিয়ন্ত্রণে করণীয় নিয়ে এ বৈঠকে আলোচনা করা হবে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।

১৪টি দেশের পুলিশ প্রধানদের সম্মেলনের প্রাক্কালে পুলিশ সদর দফতরে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বৃহস্পতিবার দুপুরে আইজিপি এ কে এম শহীদুল হক বলেন, ‘জঙ্গিবাদ ও সন্ত্রাস দমন এখন বিশ্বব্যাপী পুলিশ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কোনও একক দেশের পক্ষে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমন করা সম্ভব নয়। জঙ্গি ও সন্ত্রাস দমনে প্রয়োজন আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে সহযোগিতা ও সমন্বয়। তাই জঙ্গিবাদ দমনে বিভিন্ন দেশের পাশাপাশি ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গেও আলাদাভাবে করণীয় ও কর্মপরিকল্পনা ঠিক করা নিয়ে বৈঠক করা হবে।’

আইজিপি বলেন, ‘আগামী ১২ মার্চ থেকে ১৪ মার্চ পর্যন্ত তিন দিনব্যাপী দক্ষিণ এশিয়া ও পার্শ্ববর্তী দেশগুলোর পুলিশ প্রধানদের মধ্যে সম্মেলন অনুষ্ঠিত হবে। ইন্টারপোলের সহযোগিতায় অনুষ্ঠিত এ বৈঠকে ফেসবুক কর্তৃপক্ষের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন। থাকবেন যুক্তরাষ্ট্রের আইজিসিআই, এফবিআই, আসিয়ানপোলসহ বিভিন্ন সংস্থার কর্মকর্তারাও।’

বৈঠকে উপস্থিত পুলিশ সদর দফতরের একজন কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ পর্যন্ত প্রায় সাতশ’ জঙ্গিকে জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের বেশিরভাগেরই বক্তব্য হচ্ছে, ফেসবুকসহ অনলাইন প্রোপাগান্ডায় বিভ্রান্ত হয়ে তারা জঙ্গিবাদে জড়িয়েছে। আর এ প্রোপাগান্ডা বেশি হচ্ছে ফেসবুকের মাধ্যমে। তাই এ বিষয়টিকে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে গুরুত্ব দেওয়া হচ্ছে। যেহেতু চাইলেই ফেসবুকের বিরুদ্ধে কোনও ব্যবস্থা তারা নিতে পারেন না। তাই এ সম্মেলনে ইন্টারপোলের সহায়তায় তারা ফেসবুক কর্তৃপক্ষকেও উপস্থিত করাতে যাচ্ছেন।

/জেইউ/এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের পরিশ্রম ও আত্মত্যাগে সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল হয়েছে: আইজিপি
পুলিশের পরিশ্রম ও আত্মত্যাগে সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল হয়েছে: আইজিপি
সংকট থেকে উত্তরণে তরুণদের এগিয়ে আসার আহ্বান মেননের
সংকট থেকে উত্তরণে তরুণদের এগিয়ে আসার আহ্বান মেননের
কানে ঝুলছে বাংলাদেশের দুল!
কান উৎসব ২০২৪কানে ঝুলছে বাংলাদেশের দুল!
ধোনি-জাদেজার লড়াই ছাপিয়ে প্লে অফে বেঙ্গালুরু
ধোনি-জাদেজার লড়াই ছাপিয়ে প্লে অফে বেঙ্গালুরু
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
নির্মাণের উদ্দেশ্যে ভালো সড়ক কেটে ২ বছর ধরে খাল বানিয়ে রেখেছে
নির্মাণের উদ্দেশ্যে ভালো সড়ক কেটে ২ বছর ধরে খাল বানিয়ে রেখেছে
গরমে সুস্থ থাকতে কোন কোন পানীয় খাবেন? ইলেক্ট্রোলাইট পানীয় কখন জরুরি?
গরমে সুস্থ থাকতে কোন কোন পানীয় খাবেন? ইলেক্ট্রোলাইট পানীয় কখন জরুরি?