X
রবিবার, ১৯ মে ২০২৪
৪ জ্যৈষ্ঠ ১৪৩১

জঙ্গি দমনে পুলিশ প্রধানদের সম্মেলনে থাকছে না পাকিস্তান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মার্চ ২০১৭, ১৮:১৪আপডেট : ০৯ মার্চ ২০১৭, ১৮:১৯

পাকিস্তান দক্ষিণ এশিয়া ও এর পার্শ্ববর্তী দেশগুলোর পুলিশ প্রধানদের জঙ্গি ও সন্ত্রাসবাদ বিরোধী সম্মেলনে উপস্থিত থাকছে না পাকিস্তান। এ সম্মেলনে উপস্থিত থাকতে চিঠি দেওয়া হলেও পাকিস্তান পুলিশের পক্ষ থেকে কোনও সাড়া পাওয়া যায়নি বলে জানিয়েছেন পুলিশের মহাপরিচালক (আইজিপি) এ কে এম শহীদুল হক। বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুরে পুলিশ সদর দফতরে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
দক্ষিণ এশিয়া ও এর আশপাশের ১৪টি দেশের পুলিশ প্রধানদের তিন দিনব্যাপী এ সম্মেলন ঢাকায় শুরু হচ্ছে রবিবার (১২ মার্চ)। ইন্টারপোলের সহযোগিতায় আয়োজক দেশ হিসেবে জঙ্গি ও সন্ত্রাসবাদবিরোধী এ সম্মেলনের আয়োজন করছে বাংলাদেশ পুলিশ। সম্মেলনে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ভুটান, ব্রুনাই, চীন, ভারত, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, মালয়েশিয়া, মিয়ানমার, নেপাল, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা ও ভিয়েতনামের পুলিশ প্রধানরা নিজ নিজ দেশের প্রতিনিধিত্ব করবেন।
জঙ্গি রাষ্ট্র হিসেবে পাকিস্তানের নাম সারাবিশ্বে আলোচিত হলেও এ সম্মেলনে দেশটির উপস্থিতি নেই কেন জানতে চাইলে আইজিপি এ কে এম শহীদুল হক সাংবাদিকদের বলেন, ‘তাদের চিঠি দেওয়া হয়েছে। কিন্তু তাদের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনও সাড়া পাওয়া যায়নি।’ তিনি আরও বলেন, ‘আমাদের সঙ্গে সবসময় যাদের (যেসব দেশের) যোগাযোগ থাকে, তাদের নিয়েই এ কনফারেন্স (সম্মেলন) অনুষ্ঠিত হচ্ছে।’
সম্মেলনে আন্তঃদেশীয় অপরাধ ও সন্ত্রাস দমনে অভিজ্ঞতা ও তথ্য বিনিময়, আন্তঃদেশীয় অপরাধ ও সন্ত্রাস দমনে একটি সমন্বিত কৌশল প্রণয়ন এবং এ অঞ্চলের পুলিশ প্রধানদের মধ্যে সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে একটি অভিন্ন প্ল্যাটফর্ম গঠন, দক্ষিণ এশীয় অঞ্চলের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে পেশাগত ও কৌশলগত নেটওয়ার্ক গড়ে তোলা এবং দ্বিপক্ষীয় ও আঞ্চলিক সহযোগিতা নিশ্চিত করতে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। পরে ১৪ দেশের প্রতিনিধিদের যৌথ ঘোষণার মাধ্যমে সম্মেলনটি সমাপ্ত হবে বলে জানান তিনি।

আরও পড়ুন-

জঙ্গি দমনে ফেসবুকের সঙ্গে বৈঠক করবে পুলিশ

জঙ্গি দমনে রবিবার থেকে ঢাকায় ১৪ দেশের পুলিশ প্রধানদের সম্মেলন

/জেইউ/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সংকট থেকে উত্তরণে তরুণদের এগিয়ে আসার আহ্বান মেননের
সংকট থেকে উত্তরণে তরুণদের এগিয়ে আসার আহ্বান মেননের
কানে ঝুলছে বাংলাদেশের দুল!
কান উৎসব ২০২৪কানে ঝুলছে বাংলাদেশের দুল!
ধোনি-জাদেজার লড়াই ছাপিয়ে প্লে অফে বেঙ্গালুরু
ধোনি-জাদেজার লড়াই ছাপিয়ে প্লে অফে বেঙ্গালুরু
হীরকজয়ন্তীর পর সংগঠনে মনোযোগ দেবে আ.লীগ
হীরকজয়ন্তীর পর সংগঠনে মনোযোগ দেবে আ.লীগ
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
নির্মাণের উদ্দেশ্যে ভালো সড়ক কেটে ২ বছর ধরে খাল বানিয়ে রেখেছে
নির্মাণের উদ্দেশ্যে ভালো সড়ক কেটে ২ বছর ধরে খাল বানিয়ে রেখেছে
গরমে সুস্থ থাকতে কোন কোন পানীয় খাবেন? ইলেক্ট্রোলাইট পানীয় কখন জরুরি?
গরমে সুস্থ থাকতে কোন কোন পানীয় খাবেন? ইলেক্ট্রোলাইট পানীয় কখন জরুরি?