X
বুধবার, ০৮ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

সাভারের জঙ্গি আস্তানায় নিষ্ক্রিয় করা হলো তিনটি সুইসাইডাল ভেস্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মে ২০১৭, ১২:২০আপডেট : ২৭ মে ২০১৭, ১৭:৪৭

ভেতরে ঢোকার প্রস্তুতি বোম্ব ডিস্পোজাল ইউনিটের

সাভারের মধ্যগেন্ডা এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়িটিতে পুলিশি অভিযান শেষ হয়েছে। আর কিছুক্ষণের মধ্যে সেখানে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক ব্রিফ করা হবে। বোমা নিষ্ক্রিয়কারী দল সূত্রে জানা গেছে, ওই আস্তানায় থাকা তিনটি সুইসাইডাল ভেস্ট ছিল। সেগুলোতে থাকা বিস্ফোরকগুলো নিষ্ক্রিয় করা হয়। এসময় বাড়িটিতে মোট ১০টি বিস্ফোরণের শব্দ শোনা যায়। প্রথম বিস্ফোরণের শব্দ শোনা যায় বেলা ১২টার দিকে। দ্বিতীয় বিস্ফোরণ দুপুর ১টা, তৃতীয় বিস্ফোরণ ১টা ১৯ মিনিট, চতুর্থ দফা ১টা ২৫ মিনিট এবং পঞ্চম বিস্ফোরণ হয় ১টা ৩১ মিনিটের দিকে। দশম বিস্ফোরণটি ঘটানো হয় দুপুর সোয়া দুইটায়। বাড়িটিতে কী পরিমাণ বিস্ফোরক আছে তা এখনও জানা যায়নি।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ওই বাড়িতে প্রবেশ করে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের ডেপুটি কমিশনার মহিবুল ইসলাম খানের নেতৃত্বে বোমা নিষ্ক্রিয়কারী দল। এর আগে ওই বাড়ির আশপাশ থেকে লোকজনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্সও নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া পাশের মধ্য গেণ্ডা এলাকার গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

ঘটনাস্থলে সাভারের সংসদ সদস্য এনামুর রহমান এদিকে, শনিবার (২৭ মে) দুপুর ১২টার পর ঘটনাস্থলে উপস্থিত হন স্থানীয় সংসদ সদস্য এনামুর রহমান। তিনি বলেন, ‘দুই সপ্তাহ আগেও গেন্ডাসহ সাভারের পাঁচটি এলাকায় জঙ্গি ও মাদকবিরোধী সভা করেছি। ওই সভায় সাভারের বাসিন্দাদের আহ্বান করেছি, যেসব বাড়ির দরজা-জানালা সবসময় বন্ধ থাকে, যারা লোকজনের সঙ্গে মেশে না, তাদের সম্পর্কে আইনশৃঙ্খলা বাহিনীকে জানান। যারা নিজেদের আড়াল করে রাখার চেষ্টা করে বসবাস করেন, তাদের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দিতে বলেছি। তারপরও এখানে জঙ্গি আস্তানা শনাক্ত হয়েছে। এটা দুঃখজনক।’ এসময় স্থানীয়দের আরও সচেতন হওয়ার আহ্বান জানান এমপি এনামুর রহমান।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মধ্যগেন্ডা এলাকার আনোয়ারের পাঁচ তলা একটি বাড়িতে অভিযান চালায় পুলিশ। এর পরপরই পুলিশের দলটি ওই বাড়ি থেকে দুইশ গজ দূরে সাকিবের বাড়িতে অভিযান শুরু করে। এসময় তারা সাকিবের ছয় তলা বাড়ির নিচতলা ও দ্বিতীয় তলায় অভিযান চালায়। সিটিটিসির দায়িত্বশীল সূত্র জানিয়েছে, বাড়িটির দুটি ফ্ল্যাটে কোনও জঙ্গি নেই।

ছবি- নাসিরুল ইসলাম।

/এসএমএন/আরজে/এসটি/

আরও পড়ুন:

‘জঙ্গি আস্তানার’ আশপাশ থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে

‘জঙ্গি আস্তানা’ থেকে এক নারী ও দুই শিশু উদ্ধার

পালিয়ে যাওয়া জঙ্গিদের ধরতে সাভারে কয়েকটি বাড়ি ঘেরাও, সকালে অভিযান

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগপিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?