X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

‘গুরুত্বপূর্ণ’ কাজ করছে র‌্যাব, আশুলিয়ার ওই বাড়িতে ঢুকতে পারছে না পুলিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুলাই ২০১৭, ১১:১১আপডেট : ১৬ জুলাই ২০১৭, ১১:৪৯

আশুলিয়ায় জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘেরাও র‌্যাবের আশুলিয়ায় সন্দেহভাজন জঙ্গি আস্তানার ভেতর ঢুকতে না পারার কথা জানিয়েছে পুলিশ। র‌্যাবের ব্যারিকেডের ভেতর পুলিশ সদস্যদের যেতে দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন কর্মকর্তারা। র‌্যাবের ব্যারিকেডের সামনে ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘র‌্যাব ডাকলেই পুলিশ ঘটনাস্থলে যাবে। পুলিশ আশপাশেই অবস্থান করছে।’ আশুলিয়ায় জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘেরাও র‌্যাবের

তবে নাম প্রকাশে অনিচ্ছুক সংশ্লিষ্ট এক পুলিশ কর্মকর্তা জানান, ‘র‌্যাবের কর্ডনের ভেতর পুলিশ যেতে পারছে না। পুলিশের আওতাধীন এলাকায় র‌্যাব অভিযান চালাচ্ছে, অথচ পুলিশ ভেতরে যেতে পারছে না। পুলিশ ভেতরে ঢুকতে চাইলে ওয়্যারলেসে র‌্যাবকে জানানো হয়। তারা গুরুত্বপূর্ণ কাজ করছেন, এসময় মিডিয়া ও পুলিশকে ঢুকতে না দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এতে আমরা বিব্রত। বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি।’

ঘটনাস্থলের পাশে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ইন্সপেক্টর মাহবুবুল আলম তার টিম নিয়ে অবস্থান করছেন। 

আশুলিয়ায় জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘেরাও র‌্যাবের

এর আগে রবিবার সকালে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার প্রধান কমান্ডার মুফতি মাহমুদ খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আস্তানার ভেতর কয়েকজন জঙ্গি আছে। তারা ভেতর থেকে র‌্যাবের দিকে গুলি, বোমা ও বিস্ফোরক জাতীয় দ্রব্য ছুড়ে মেরেছে। র‌্যাব তাদের আত্মসমর্পণ করার আহ্বান জানাচ্ছে। আত্মসমর্পণ না করলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’ র‌্যাবের হেলিকপ্টার ওই বাড়ির ওপর টহল দিচ্ছে। মাইকে করে আত্মসমর্পণের আহ্বান জানানো হচ্ছে। বেলা সাড়ে ১১টার দিকে ওই বাড়ির পাশ থেকে গুলির শব্দ পাওয়া গেছে।  আশুলিয়ায় জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘেরাও র‌্যাবের

শনিবার দিনগত রাত ১টার দিকে আশুলিয়ার চৌড়াবাড়ী এলাকায় আধাপাকা একটি বাড়ি জঙ্গি আস্তানা সন্দেহে ঘেরাও করে র‌্যাব। রবিবার (১৬ জুলাই) ভোর সাড়ে ৬টার দিকে বাড়িটির ভেতর থেকে গুলি ও বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। নিরাপত্তার কারণে আশেপাশের লোকজনকে সরিয়ে দেওয়া হয়েছে। পুরো এলাকা র‌্যাব ঘেরাও করে রেখেছে।

ছবি: নাসিরুল ইসলাম। 

/এসএমএ/এফএস/

আরও পড়ুন- 
 
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রত্যেক বস্তা থেকে সরানো হয় চাল, ডিলারের বিরুদ্ধে থানায় মামলা
প্রত্যেক বস্তা থেকে সরানো হয় চাল, ডিলারের বিরুদ্ধে থানায় মামলা
পবিত্র কোরআনে বৃষ্টির নানা রূপ বর্ণনা
পবিত্র কোরআনে বৃষ্টির নানা রূপ বর্ণনা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
টিভিতে আজকের খেলা (৩ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৩ মে, ২০২৪)
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে