X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

‘বাম চোখে আলো ফিরবে সিদ্দিকুরের’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুলাই ২০১৭, ১৩:৫৭আপডেট : ২৪ জুলাই ২০১৭, ১৬:৪৬

হাসপাতালের বেডে সিদ্দিকুর, ফাইল ছবি পুলিশ ও শিক্ষার্থীদের সংঘর্ষে আহত তিতুমীর কলেজের ছাত্র সিদ্দিকুর রহমানের চোখের উন্নতি হয়েছে। তার বাম চোখের ফোলা কমেছে, কর্নিয়া ঘোলা ছিল তাও পরিষ্কার হচ্ছে। কর্নিয়ার ঘোলা ভাবটা ঠিক হওয়ার পর অপারেশন করা হবে। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. গোলাম মোস্তফা সোমবার (২৪ জুলাই) বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘আজ  (সোমবার) সকালে সে যেহেতু বলেছে, দেখতে পাচ্ছে। তাই আমরা নিশ্চিত, সে দেখতে পাবে। তার বাম চোখে আলো ফিরবে বলে আমরা আশা করছি।’

এ ব্যাপারে ডা. গোলাম মোস্তফা বলেন, ‘সিদ্দিকুরের জন্য গঠিত মেডিক্যাল বোর্ড আজ  তার পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট নিয়ে বসেছিল। রবিবার পর্যন্ত সে আমাদের জানিয়েছিল- বাম চোখে সে কখনও আলো পাচ্ছে, কখনও পাচ্ছে না। আমাদের ধারণা ছিল, সে একটা ট্রমার ভেতরে আছে। তাই দৃষ্টির ব্যাপারে পুরোপুরি নিশ্চিত হতে পারছে না। এজন্য আমি আজ  তাকে নিজে পরীক্ষা করি। তখন সে আমাকে জানায়, বাম চোখে কিছুটা ‘লাইট’ দেখতে পাচ্ছে সে। এতে আমরা আরও বেশি আশাবাদী হয়েছি।’

সিদ্দিকুরের বাম চোখের ব্যাপারে তিনি জানান, বাম চোখের ব্যাপারে নিশ্চিত হতে হলে আরও কিছু পর্যবেক্ষণের প্রয়োজন আছে। তাকে ওষুধ দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে তার চোখের উন্নতি হবে আশা করা যায়। কর্নিয়ার ফোলা ভাবটা পুরোপুরি কমার পরে তার পরিবারের সঙ্গে কথা বলে অপারেশনের সিদ্ধান্ত নেওয়া হবে। সিদ্দিকুরের পরিবার যদি জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে অপারেশন করাতে চান তাহলে কর্তৃপক্ষ প্রস্তুত। কিন্তু তারা যদি অন্য কোথাও নিয়ে যেতে চান তাহলে সেটাও তাদের ব্যাপার।

প্রসঙ্গত, পরীক্ষার রুটিন ও তারিখ ঘোষণাসহ কয়েকটি দাবিতে ২০ জুলাই সকাল ১০টার দিকে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনের রাস্তায় অবস্থান নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়া সাতটি সরকারি কলেজের শিক্ষার্থীরা। পুলিশ তাদের ওই জায়গা ছেড়ে যেতে বললে তারা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ফুট ওভারব্রিজের পাশের অংশে অবস্থান নেন। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে ও কাঁদানে গ্যাস ছোঁড়ে। এসময় গুরুতর আহতদের মধ্যে অন্যতম সিদ্দিকুর রহমান (২৩)। তার দুচোখ ক্ষতিগ্রস্ত হয়। শনিবার তার ডান চোখের অপারেশন করা হয়েছে।

/জেএ/এএইচ/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে জাতীয় লজিস্টিক্স নীতি প্রণয়ন
টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে জাতীয় লজিস্টিক্স নীতি প্রণয়ন
গ্রিনপিন সেবা চালু করলো এনসিসি ব্যাংক
গ্রিনপিন সেবা চালু করলো এনসিসি ব্যাংক
রাজনৈতিক সংশয়ের মুখোমুখি নেতানিয়াহু
গাজায় যুদ্ধবিরতি নাকি রাফাহতে হামলারাজনৈতিক সংশয়ের মুখোমুখি নেতানিয়াহু
‘জেসির অভিজ্ঞতা বড় ম্যাচে আম্পায়ারিং করার মতো নয়’
‘জেসির অভিজ্ঞতা বড় ম্যাচে আম্পায়ারিং করার মতো নয়’
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?