X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

‘নিশ্চিত থাকেন, আগামী বছর রাজধানীতে জলাবদ্ধতা থাকবে না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুলাই ২০১৭, ১৯:০৬আপডেট : ২৬ জুলাই ২০১৭, ১৯:৪৭

 

খন্দকার মোশাররফ রাজধানীর চারপাশের খাল উদ্ধার করে আগামী বছরের মধ্যে ঢাকা শহরের জলাবদ্ধতা নিরসন করবেন বলে ওয়াদা করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। বুধবার (২৬ জুলাই) বিকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে জেলা প্রশাসকদের (ডিসি) সম্মেলনে বক্তব্য রাখার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

এসময় সচিবালয়ে জলাবদ্ধতার বিষয়ে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে সাংবাদিকরা তাকে প্রশ্ন করলে তিনি এ উত্তর দেন।

সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, রাজধানীর জলাবদ্ধতা নিরসনে উদ্যোগ নেওয়া হচ্ছে। ঢাকার চারপাশে ৪৬টি খাল আছে। খালগুলো শনাক্ত করা, উদ্ধার করা, জরুরি ভিত্তিতে কমপক্ষে ১৮টি খাল সংস্কার করার নির্দেশ দিয়েছি ওয়াসাকে। আশা করছি, এ কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হলে রাজধানীতে আর জলাবদ্ধতা হবে না। এরপর তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, নিশ্চিত থাকেন আগামী বছর এ জলাবদ্ধতা থাকবে না।

সোমবার সচিবালয়ের ভেতরের দৃশ্য এর আগে সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে জেলা প্রশাসকদের (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিনের ষষ্ঠ অধিবেশন শুরু হয়। অধিবেশনে বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী।

অধিবেশন শেষে বেরিয়ে মন্ত্রী সাংবাদিকদের জানান, ‘প্রত্যেক জেলায় খাস জমি রয়েছে। আমি ডিসিদের বলেছি, খাস জমি খুঁজে বের করতে। সেসব জমির কোনও একটায় শিশুদের জন্য স্থায়ী বিনোদন কেন্দ্র তৈরি করা যায় কিনা, এ ব্যাপারে তাদের নির্দেশ দিয়েছি। ডিসিরা আমাকে এ ব্যাপারে আশ্বস্ত করেছেন। তারা আমাকে বলেছেন, খাস জমি বের করে শিশুদের জন্য স্থায়ী বিনোদন কেন্দ্র তৈরি করা সম্ভব এবং তারা এ লক্ষ্যে কাজ করবেন।’

তিনি বলেন, ‘শহরগুলোতে শিশুদের খেলার জন্য এখন কোনও মাঠ নেই। কিন্তু তাদের শারীরিক ও মানসিক সুস্থতার জন্য বিনোদন জরুরি। সেজন্য স্থায়ী বিনোদন কেন্দ্র তৈরির নির্দেশ দিয়েছি।’

/এসআই/এমএ/টিএন/আপ-এনআই

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
১৯ বছর পর হত্যা মামলায় স্বামী-স্ত্রীসহ ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড
১৯ বছর পর হত্যা মামলায় স্বামী-স্ত্রীসহ ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার দায়িত্ব সরকারের: মঈন খান
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার দায়িত্ব সরকারের: মঈন খান
মোমবাতি জ্বালিয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষা, ‘বিদ্যুৎবিভ্রাট’ বলছে কর্তৃপক্ষ
মোমবাতি জ্বালিয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষা, ‘বিদ্যুৎবিভ্রাট’ বলছে কর্তৃপক্ষ
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি