X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

সংসদ ভেঙে ভোট চায় সিপিবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ অক্টোবর ২০১৭, ১৩:২০আপডেট : ১২ অক্টোবর ২০১৭, ১৪:০৭

সিপিবি জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই সংসদ ভেঙে দেওয়ার প্রস্তাব দিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। নির্বাচনে সব প্রার্থী ও ভোটারদের সমান সুযোগ নিশ্চিত করতে নির্বাচন কমিশনকে এ প্রস্তাব দিয়েছে দলটি।

বৃহস্পতিবার নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে অংশ নিয়ে বামপন্থী রাজনৈতিক দলটি এ প্রস্তাব দেয়। সংলাপ শেষে দলের সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম সাংবাদিকদের এসব তথ্য জানান।

সংলাপে দলের সভাপতির নেতৃত্বে ১১ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেয়। আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অনুষ্ঠিত এ সংলাপে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা।

সংলাপে সিপিরি পক্ষ থেকে ১৬ দফা প্রস্তাবনা তুলে ধরা হয়। সংলাপ শেষে মুজাহিদুল ইসলাম সেলিম সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশের নির্বাচন একটি প্রহসনে পরিণত হয়েছে। এর থেকে উদ্ধার পেতে হলে নির্বাচনি ব্যবস্থার আমূল পরিবর্তন করে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা চালু করতে হবে।’

তিনি আরও বলেন,‘ কেউ বলছেন প্রধানমন্ত্রীর অধীনে, কেউ বলছেন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, কেউ বলছেন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন হতে হবে। আমাদের কথা হলো নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে। ওই সময় সরকার কে থাকলো সেটা দেখার বিষয় নয়। সংবিধানেও এটা রয়েছে। ওই সময় সরকার তার রুটিন ওয়ার্ক করবে মাত্র।’

এ সময় তিনি নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হওয়ার বিষয়টি সংবিধানে আরও সুস্পষ্ট করার দাবি জানান।

সিপিপি তার প্রস্তাবে দলীয় প্রার্থীর ক্ষেত্রে কোনও ব্যক্তির ওই দলে পাঁচ বছর সদস্য হিসেবে সক্রিয় থাকা, নির্বাচন কমিশনের মাধ্যমে প্রার্থীদের খরচসহ নির্বাচনি সব ব্যয় সরকারকে বহন করা, জাতীয় নির্বাচনে ইভিএম চালু না করা, অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার বিধান করা, সংরক্ষিত আসন একশ’তে উন্নীত করে সরাসরি নির্বাচনের ব্যবস্থা করা, ‘না’ ভোটের বিধান চালু করাসহ ১৬ দফা দাবি তুলে ধরা হয়।

নির্বাচনে সেনা মোতয়নের বিষয়ে মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ‘নির্বাচনে সেনা মোতায়ন হবে কি, হবে না সেটা রাজনৈতিক দলের পরামর্শ দেওয়ার বিষয় নয়। নির্বাচন কমিশন মনে করলে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। ’

আজ দুপুর ২টায় গণতন্ত্রী পার্টির সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন। 
আরও পড়ুন: 

যুক্তরাজ্যে জাতিগত বৈষম্যের শিকার হচ্ছেন বাংলাদেশিরা


ফটো সাংবাদিকের ওপর চড়াও এক ট্রাফিক সার্জেন্ট

/ইএইচএস/এসএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি