X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

জলাবদ্ধতা নিয়ে বিভিন্ন দেশের সঙ্গে তুলনা করে সমালোচনা করুন: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ অক্টোবর ২০১৭, ১৫:২৪আপডেট : ২২ অক্টোবর ২০১৭, ১৫:৪৫

ওবায়দুল কাদের (ফাইল ফটো) অতিবৃষ্টিতে ঢাকার জলাবদ্ধতা নিয়ে সমালোচনা করার আগে বিভিন্ন দেশের সঙ্গে তুলনা করার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘গত তিনদিন ধরে ঢাকায় জলজট ও যানজট সৃষ্টি হয়েছে। সে কারণে সমালোচনাও হচ্ছে, সেটা হোক। সমালোচনা আমি প্রত্যাশা করি। কিন্তু সার্বিক অবস্থাকে বিবেচনায় এনে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে তুলনা করে সমালোচনা করুন।’

একই সঙ্গে সড়ক দুর্ঘটনা রোধে মানসিকতার পরিবর্তন প্রয়োজন বলেও মনে করেন মন্ত্রী।

রবিবার দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এ অনুষ্ঠানের আয়োজন করে। এ বছর থেকে ২২ অক্টোবর ‘সাবধানে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি’ স্লোগানকে সামনে রেখে ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০১৭’ পালিত হচ্ছে।

ওবায়দুল কাদের বলেন, ‘আমি রাস্তায় থাকি এবং সবই দেখি। আমাদের দেশে অনেকে সাংবাদিক বা এমপি নন কিন্তু গাড়িতে স্টিকার লাগিয়ে ঘুরে বেড়ান। এসব স্টিকার নীলক্ষেতে পাওয়া যায়। অনেক সময় দেখি এমপির স্টিকার লাগিয়ে বাজারে এসেছেন। জানতে চাইলে তারা বলেন, তিনি বাসার কাজের লোক। এরাই সড়কের নিয়ম ভঙ্গ করেন। আমি অনেক বলেছি, আমার কথা শোনেননি। এখন দুদক ধরছে, এবার বুঝুন।’

তিনি আরও বলেন, ‘নিরাপদ যাত্রা নিশ্চিত করতে রাস্তাও নিরাপদ করতে হবে। আমাদের বাঁচতে ও ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ রাখতে রাস্তা নিরাপদ করতেই হবে। আমরা অবশ্যই পারবো, তবে এজন্য সবার মানসিকতা পরিবর্তন করতে হবে।’

সেতুমন্ত্রী বলেন, ‘পরিসংখ্যানের দিক দিয়ে সড়ক দুর্ঘটনা কমে আসছে। তবে এতে আত্মতৃপ্তিতে ভোগার সুযোগ নেই। প্রতিটি প্রাণই মূল্যবান। আমরা চাই না সড়কে আর কোনও প্রাণ অকালে ঝরে যাক।’

এ সময় তিনি গাড়ি চালকদের উদ্দেশে বলেন, ‘বেপরোয়া গাড়ি চালালে দুর্ঘটনায় নিজের জীবনের ঝুঁকি থাকে। ঢাকা-আরিচা মহাসড়ক একসময় মৃত্যুফাঁদ হিসেবে পরিচিত ছিল। দুর্ঘটনাপ্রবণ স্পটগুলোতে সড়ক প্রশস্ত করা ও সড়ক বিভাজক স্থাপনের ফলে এখন সেখানে দুর্ঘটনা নেই বললেই চলে। সড়ক দুর্ঘটনা রোধে প্রকৌশলগত সমাধানের পাশাপাশি ট্রাফিক আইন বাস্তবায়ন এবং সড়ক ব্যবহারকারীদের সচেতনতাও জরুরি।’

তিনি আরও বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও চালকদের উল্টো পথে গাড়ি চালাতে বাধ্য করেন। না গেলে ক্যাম্পাসে নিয়ে আটকে রাখেন, মারধর করেন। আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বারবার বলেছি কিন্তু সমাধান হচ্ছে না। এসব আইন ভঙ্গ করা ছাত্রদের মধ্য থেকে ভবিষ্যতে ভালো নেতৃত্ব আশা করা যায় না।’

সরকারি কর্মকর্তাদের সমালোচনা করে তিনি বলেন, ‘কত বলেছি নিয়ম মেনে চলুন। কিন্তু তারা শুনলেন না। উল্টোপথে গাড়ি চালান। এখন দুদক ধরছে, ধরবেই। আমরা রাস্তাকে নিরাপদ করবো, হাল ছাড়বো না। প্রতিদিন কাজ করে যাবো। আমি কারও কমিশন নিয়ে চলি না। শতভাগ সততা নিয়ে কাজ করি। তাই কাউকে ভয় পাই না।’

বিআরটিএ’র চেয়ারম্যান মশিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মনিরুল ইসলাম, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের  সচিব নজরুল ইসলাম এবং একই বিভাগের সাবেক সচিব এম এ এন সিদ্দিক ‘নিরাপদ সড়ক চাই’ এর চেয়ারম্যান ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, বিআরটিএ’র প্রধান প্রকৌশলী ইবনে হাসান আলী, হাইওয়ে পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) আতিকুর রহমান প্রমুখ।

আরও পড়ুন:
উদ্বোধনী জুটিতে ভালো শুরু দক্ষিণ আফ্রিকার

/এসএস/এসএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শাপলা চত্বর ও শাহবাগের দূরত্ব
শাপলা চত্বর ও শাহবাগের দূরত্ব
লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৪
লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৪
সহজ রেসিপিতে কোল্ড কফি বানাবেন যেভাবে
সহজ রেসিপিতে কোল্ড কফি বানাবেন যেভাবে
মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশে নেমে আসবে: প্রতিমন্ত্রী
মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশে নেমে আসবে: প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের