X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

সারাদেশে বিশেষ অভিযান চলছে, নতুন করে গ্রেফতার ১৩৯

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৭ ফেব্রুয়ারি ২০১৮, ১০:১৬আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:১৫

গ্রেফতার সারাদেশে পুলিশের বিশেষ অভিযান চলছে। মঙ্গলবার রাতে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৩৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগের ২৪ ঘণ্টায় সারাদেশ থেকে বিএনপি-জামায়াতের চার শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। গত কয়েক দিনে গ্রেফতারের সংখ্যা হাজার ছাড়িয়েছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একটি দুর্নীতি মামলার রায়কে কেন্দ্র করে যাতে নাশকতা সৃষ্টি হতে না পারে সেজন্য এ অভিযান চলছে।  

কুড়িগ্রাম প্রতিনিধি জানিয়েছেন, মঙ্গলবার (৬ ফেব্রুয়া‌রি) রাতে জেলার বি‌ভিন্ন উপ‌জেলায় অ‌ভিযান চা‌লি‌য়ে বিএন‌পি-জামায়াতের ২৩ নেতাকর্মীকে গ্রেফতার ক‌রে‌ছে পু‌লিশ। জেলা পু‌লি‌শের নিয়ন্ত্রণ কক্ষ বাংলা ট্রি‌বিউন‌কে এ তথ্য নি‌শ্চিত ক‌রে‌ছে।

জেলার ৯টি উপ‌জেলার থানা এলাকা থে‌কে বিএন‌পি’র ২০ নেতাকর্মী ও জামা‌য়াতের ৩ নেতাকর্মী‌কে গ্রেফতার করা হয়। এছাড়াও বি‌ভিন্ন মামলার আরও ৩৩ আসামি‌সহ মোট ৫৬ জন‌কে গ্রেফতার ক‌রে‌ছে পু‌লিশ।

অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার মেনহাজুল আলম জানান,‌ যে‌কোনও ধর‌নের বিশৃঙ্খলা ও নাশকতা এড়া‌নোর জন্য এবং জনজীব‌নে শা‌ন্তি বজায় রাখতে এ‌দের গ্রেফতার করা হ‌য়ে‌ছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধির তথ্য অনুযায়ী, জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের বেশিরভাগই বিএনপি নেতাকর্মী বলে পুলিশ নিশ্চিত করেছে। ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ আহম্মেদ জানিয়েছেন, আসামিদের আদালতে সোপর্দ করা হবে। অপরাধী, দাগি আসামিদের বিরুদ্ধে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

মৌলভীবাজার প্রতিনিধির তথ্য অনুযায়ী, কুলাউড়ায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএ মজিদ ও উপজেলা ছাত্রদল নেতা সাইফুল ইসলামকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে তাদের আটক করা হয়েছে।

জয়পুরহাট প্রতিনিধির তথ্য অনুযায়ী, নাশকতার আশঙ্কায় জয়পুরহাটে বিএনপি ও জামায়াতের ২০ নেতাকর্মীসহ অন্যান্য মামলায় ৩৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

জয়পুরহাট জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার একরামুল হক জানান, ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে নাশকতার আশঙ্কায় জেলার পাঁচ থানা থেকে বিএনপির ১৮ ও জামায়াতের ২ জনসহ ৩৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। যাদের মধ্যে আক্কেলপুর থানা বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক মোশাররফ হোসেন,পাঁচবিবি থানা বিএনপির বাগজানা ওয়ার্ড সভাপতি  লেবু মিয়া ও জয়পুরহাট সদরের ধলাহার ইউনিয়নের সহ-সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান রয়েছে।

মেহেরপুর প্রতিনিধির তথ্য অনুযায়ী, জেলা পুলিশ মঙ্গলবার রাতে জেলার তিন থানার বিভিন্ন স্থান থেকে বিএনপি-জামায়াতের কর্মীসহ ১২ জনকে আটক এবং চারটি বোমা উদ্ধার করেছে ।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, বিএনপি-জামায়াত কর্মীরা পুলিশের ওপর হামলার প্রস্তুতি নিচ্ছে- এই সংবাদ পেয়ে পুলিশ অভিযান চালিয়ে মোনাখালি ব্রিজের কাছ থেকে পাঁচজন কর্মীকে আটক করে। সেখান থেকে চারটি অবিস্ফোরিত বোমা উদ্ধার করে পুলিশ ।

গাজীপুর প্রতিনিধি জানিয়েছেন, গাজীপুরের সাবেক এমপি ও বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান উদ্দিন সরকারসহ ১০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

 

/এসটি/এমওএফ
সম্পর্কিত
সর্বশেষ খবর
বদির বিরুদ্ধে চেয়ারম্যানের জিডি
বদির বিরুদ্ধে চেয়ারম্যানের জিডি
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা