X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু স্যাটেলাইটের উৎক্ষেপণ ১০ মে’র পর

ব্রজেশ উপাধ্যায়, যুক্তরাষ্ট্র
০৫ মে ২০১৮, ০১:৫৫আপডেট : ০৫ মে ২০১৮, ০৮:২৮

বঙ্গবন্ধু স্যাটেলাইট (প্রতিকী ছবি, ইন্টারনেন্ট থেকে সংগৃহীত) আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা বাকি থাকায় বাংলাদেশের প্রথম স্যাটেলাইট ‘বঙ্গবন্ধু-১’ এর উৎক্ষেপণ মে মাসে ১০ তারিখের আগে হচ্ছে না। এর আগে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে স্যাটেলাইটটি উৎক্ষেপণের জন্য ৭ মে তারিখ নির্ধারণ করা হলেও তা পিছিয়ে দেওয়া হয়। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার রাতে অথবা শনিবারে স্যাটেলাইটটি উৎক্ষেপণের নতুন সময় ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসের মুখপাত্র শামীম আহমেদ।
বঙ্গবন্ধু স্যাটেলাইটটি উৎক্ষেপণের তারিখ নির্ধারণ করার আগে আগে পরীক্ষার প্রতিবেদনগুলো বিশ্লেষণ করতে হবে। তাই ৩ দশমিক ৭ টন ওজনের স্যাটেলাইটটি উৎক্ষেপণে দেরি হচ্ছে বলে বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন শামীম আহমেদ। তিনি বলেন, স্যাটেলাইটটি উৎক্ষেপণে দেরি হওয়ায় অস্বাভাবিক কিছু নয়। যেকোনও স্যাটেলাইট উৎক্ষেপণের আগেই কয়েক দফা পরীক্ষা করতে হয়।
শামীম আহমেদ আরও বলেন, মার্কিন মহাকাশ সংস্থা নাসার কাছ থেকে স্যাটেলাইটটির উৎক্ষেপণের তারিখ নিশ্চিত হওয়ার জন্য ঢাকা থেকে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছে। তিনি আরও বলেন, শুক্রবার স্যাটেলাইটটি পরীক্ষা করা হবে। ওইদিন রাতে বা শনিবার এ সম্পর্কে কিছু জানা যেতে পারে।
ফরাসি কোম্পানি থালেস আলেনিয়া’র প্রস্তুতকৃত স্যাটেলাইটটি স্পেস এক্স নামে পরিচিত মার্কিন প্রতিষ্ঠান স্পেস এক্সপ্লোরেশন টেকনোলজিস করপোরেশন উৎক্ষেপণ করবে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেপ কানাভিরাল এয়ার ফোর্স স্টেশন থেকে তা উৎক্ষেপণ করা হবে।
বঙ্গবন্ধু-১ এর সফল উৎক্ষেপণের মাধ্যমে বাংলাদেশ স্যাটেলাইটের মালিকানা থাকা দেশের তালিকায় উঠবে। বাংলাদেশ হবে বিশ্বের স্যাটেলাইটের মালিকানা থাকা ৫৮তম দেশ। এর মাধ্যমে বাংলাদেশের গ্রামাঞ্চলে সম্প্রচার ও টেলিযোগাযোগ সেবাদান করাসহ দেশের টেলিভিশন চ্যানেলগুলো নিজস্ব স্যাটেলাইটের মাধ্যমে প্রচার করা সম্ভব হবে। কক্ষপথে স্থাপনের পর স্যাটেলাইটটি থেকে ১৫ বছর সেবা পাওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন নির্মাতা।

/আরএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কবিগুরুর  ১৬৩তম জন্মজয়ন্তী: গঠিত হলো সোসাইটি, দেশজুড়ে বর্ণিল আয়োজন
কবিগুরুর ১৬৩তম জন্মজয়ন্তী: গঠিত হলো সোসাইটি, দেশজুড়ে বর্ণিল আয়োজন
প্রথম ধাপে ১৩৯ উপজেলায় ভোটগ্রহণ শুরু
প্রথম ধাপে ১৩৯ উপজেলায় ভোটগ্রহণ শুরু
পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগপিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি