X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

‘শৃঙ্খলা রক্ষায় আমরা ক্যাম্পাসে আছি’

রশিদ আল রুহানী
০২ জুলাই ২০১৮, ১৭:৪৯আপডেট : ০৩ জুলাই ২০১৮, ১১:২৩

শহীদ মিনারে ছাত্রলীগ নেতাদের হামলা ও মারধরের শিকার হন কোটা সংস্কার আন্দোলনের নেতা ফারুক হোসেন।

কেন্দ্রীয় শহীদ মিনারে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগকে দায়ী করেছেন নির্যাতিতরা। এসময় গায়ে হাত দেওয়াসহ নানা ধরনের হুমকির অভিযোগ এনেছেন আন্দোলনকারী নারী শিক্ষার্থীরা। তবে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতা-কর্মীরা দাবি করেছেন,ক্যাম্পাসে বিশৃঙ্খলা ঠেকাতেই তারা সেখানে গিয়েছিলেন। এসময় ইচ্ছাকৃতভাবে কোনও নারী শিক্ষার্থীর প্রতি কোনও ধরনের অশালীন আচরণ করা হয়নি বলেও দাবি করেছেন ছাত্রলীগ নেতারা।

ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন,কোটা সংস্কারের দাবি নিয়ে ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে সোমবার (২ জুলাই) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলনকারীরা জড়ো হলে সেখানে মোটরসাইকেল বহর নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ও আশেপাশের বিভিন্ন কলেজের ছাত্রলীগের নেতাকর্মীরা এসে তাদের ওপর হামলা চালায়। এসময় কোটা সংস্কার আন্দোলনের নেতা ফারুক হোসেনকে ব্যাপক মারধর করে তাকে তুলে নিয়ে যায়। পরে তাকে শাহবাগ থানায় সোপর্দ করা হয়েছে বলে একটি সূত্র দাবি করেছে। তবে এখনও এ বিষয়ে শাহবাগ থানা কর্তৃপক্ষের  কোনও বক্তব্য পাওয়া যায়নি।

ফারুক হোসেনকে মারধর করেন ছাত্রলীগ নেতা-কর্মীরা

এদিকে, কয়েকজন নারী আন্দোলনকারী অভিযোগ করেছেন, এ হামলার সময় ফারুক হোসেনকে বাঁচাতে তারা এগিয়ে গেলে ছাত্রলীগ নেতাদের হাতে তারাও লাঞ্ছিত হন। এছাড়াও তাদের ‘তুই-তোকারি’ করে নানাভাবে কটূক্তি করার অভিযোগও এনেছেন তারা।

আন্দোলনকারী লুৎফুন্নাহার লিনা এবং লুবনা কাঁদতে কাঁদতে অভিযোগ করে বলেন, ‘প্রকাশ্যে ছাত্রলীগ নেতাকর্মীরা আমাদের ভাইদের গায়ে হাত তুলেছে, মারধর করেছে। তারপরও কেউ তাদেরকে ঠেকাতে আসে নাই।’

 

ছাত্রলীগ নেতারা আন্দোলনরত মেয়েদের প্রকাশ্যে নানা ধরনের হুমকি দিচ্ছেন এমন অভিযোগ তুলে তাদের একজন বলেছেন, ‘এখন তারা প্রকাশ্যে হুমকি দেয়। এখন তারা বলে ছেলেদের গুম করে দেওয়া হবে। মেয়েদের ধর্ষণ করা হবে। তারা এত বড় সাহস কোথায় পাচ্ছে?’

ছাত্রলীগের হামলা থেকে এক তরুণকে বাঁচাতে এগিয়ে আসেন এক নারী আন্দোলনকর্মী

অপর এক আন্দোলনকারী নারী শিক্ষার্থী ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে কটূক্তির অভিযোগ এনে বলেন, ‘তারা বলে, আমরা নাকি তাদের ওয়াইফ। এগুলো কী ধরনের কথা?’

কোটা সংস্কার আন্দোলনের নেতা ফারুককে মারধরের সময় আন্দোলনরত মেয়েদের গায়ে হাত দেওয়ার অভিযোগ করে এই দুই নারী শিক্ষার্থী বলেন, ‘তারা (ছাত্রলীগ নেতারা) গায়ে হাত দিয়েছে, তারা ধাক্কাধাক্কি করে আমাদের সেখান থেকে চলে যেতে বলেছে, তুই তোকারি করে কথা বলছে। তারা এমন বেয়াদব, একটা মেয়ের সঙ্গে কীভাবে কথা বলতে হয় ন্যূনতম সেই ভদ্রতাও জানে না। আমাদের দেশের প্রধানমন্ত্রী একজন মেয়ে, বিরোধীদলীয় নেত্রী মেয়ে, সেখানে বিশ্ববিদ্যালয়ের একজন মেয়ের সঙ্গে এমন আচরণ করা হলো কেন?’

তবে কারা হামলা ও লাঞ্ছিত করেছে এবং এ ধরনের কটূক্তি করেছে জানতে চাইলে তারা বলেন, হামলাকারীদের তারা চেনেন কিন্তু নাম জানেন না। নির্যাতিতা একজন কাঁদতে কাঁদতে বলেন, ‘আমি আসলে নাম বলতে পারবো না। তারা  ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বিভিন্ন হলের নেতা। মোটরসাইকেলে করে এখানে এসেছিল।’   

এদিকে, গণমাধ্যমকর্মীদের সামনেই কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনাটি ঘটায় ঘটনাস্থলের ছবি ও ভিডিও ফুটেজ দেখে বাংলা ট্রিবিউনের অনুসন্ধানে ছাত্রলীগের বেশ কয়েকজন নেতা-কর্মীর পরিচয় জানা সম্ভব হয়েছে। এরা হচ্ছেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মশিউর রহমান শরীফ, কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সাইফ বাবু, কেন্দ্রীয় কমিটির ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক জয়নাল আবেদিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফ হোসাইন রিফাত, হাজী মুহম্মদ মুহসীন হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান সানি, বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল-আমিন রহমান,  ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সদ্য বিলুপ্ত  কমিটির সাংগঠনিক সম্পাদক মাহাবুব হাসান বকুল, সার্জেন্ট জহুরুল হক হল শাখা ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান সোহান।

ছাত্রলীগের লাথি পড়ে তার মাথাতেও

কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনাটির বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মহসীন হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদি হাসান সানী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কোটা সংস্কারের আন্দোলনের নামে ফারুক হোসেন দলবল নিয়ে ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে। তাকে প্রতিহত করার জন্যই আজ আমরা মাঠে আছি। কোনও মেয়ের গায়ে হাত দেওয়া হয়নি। ফারুককে যখন আমরা মারধর করছিলাম তখন দুই তিনজন মেয়ে তাকে ঠেকাতে আসে। তখনই তার গায়ে হাত লাগতে পারে। ইচ্ছাকৃতভাবে কিছু করা হয়নি। তাছাড়া মেয়েদেরকে রেপ করা অথবা কাউকে গুম করে দেওয়ার হুমকি দেওয়া হয়নি। যারা প্রধানমন্ত্রীর নির্দেশ উপেক্ষা করে আন্দোলন করতে এসেছে তারা প্রধানমন্ত্রীকে কটূক্তি করেছে। আমরা তা বরদাস্ত করবো না ।’   

তিনি দাবি করেন, ‘যেসব মেয়ে ওখানে আজ ( সোমবার) ছিল তারা ঢাবি’র ছাত্রী নয়। তারা বহিরাগত। তারা কোনও উদ্দেশ্যে শহীদ মিনারে এসেছিল।’

এ ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল আমিন রহমানের কাছে জানতে চাইলে তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি ওখানে ছিলাম ঠিকই, কিন্তু হামলায় অংশ নেইনি।’  

‘শৃঙ্খলা রক্ষায় আমরা ক্যাম্পাসে আছি’

তিনি আরও বলেন, ‘মেয়েদেরকে কোনও হুমকি-ধমকি দেওয়া হয়নি। তাদের গায়ে হাত তোলা হয়নি। ধর্ষণের হুমকিও দেওয়া হয়নি।’

তিনি বলেন, ‘ক্যাম্পাসে শৃঙ্খলা বজায় রাখতে আমরা মাঠে আছি। আমরা বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেবো না। কাউকে হত্যার হুমকি দেওয়া হয়নি। গুমের হুমকিও দেওয়া হয়নি। তাছাড়া আপনাদের সাংবাদিকরা তো ছিলেনই, আমরা এমন কিছু বললে তো জানতেন, শুনতেন।’

একইসঙ্গে ব্যাপক মারধরের শিকার হন কোটা সংস্কার আন্দোলনের নেতা ফারুক হোসেনও

এদিকে, কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলার বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানি কিছুই জানেন না বলে জানিয়েছেন। তিনি বলেন, ‘আজকের (সোমবার) হামলার বিষয়ে আমি কিছু জানি না। আমার প্রক্টরিয়াল বডি বা শিক্ষার্থীরা লিখিত বা মৌখিক কোনোভাবেই বিষয়টি আমাকে অবহিত করেননি।’

সোমবার প্রক্টর তার নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন।

শহীদ মিনারে মেয়েদের লাঞ্ছিত করা এবং ছাত্রলীগের কাছ থেকে ধর্ষণের হুমকি পাওয়ার বিষয়ে আন্দোলনকারীদের অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি যেহেতু হামলার বিষয়ে অবহিত নই এবং কেউ যেহেতু অভিযোগ করেনি তাই এ নিয়ে কিছু বলতে পারছি না। অভিযোগ করলে ব্যবস্থা নেবো।’

ক্যাম্পাসে শৃঙ্খলা বজায় রাখতে ছাত্রলীগ ক্যাম্পাসে অবস্থান নিয়েছে দাবি করায় এ বিষয়ে প্রক্টরের দৃষ্টি আকর্ষণ করে সাংবাদিকরা জানতে চান ‘ঢাবি ক্যাম্পাসের শৃঙ্খলার দায়িত্ব ছাত্রলীগের নাকি প্রক্টরিয়াল বডির?’ এর উত্তরে প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানি বলেন, ‘ক্যাম্পাসের নিরাপত্তার দায়িত্ব প্রক্টরিয়াল বডির। অন্য কাউকে এ দায়িত্ব দেওয়া হয়নি।’

ছবি: নাসিরুল ইসলাম ও রশিদ আল রুহানী

/এসআইআর/এসএসএ/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাতক্ষীরার আমের সুনাম ধরে রাখতে ‘আম ক্যালেন্ডার’ ঘোষণা
সাতক্ষীরার আমের সুনাম ধরে রাখতে ‘আম ক্যালেন্ডার’ ঘোষণা
ইসরায়েলে বন্ধ আল জাজিরার সম্প্রচার
ইসরায়েলে বন্ধ আল জাজিরার সম্প্রচার
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে অধ্যক্ষসহ তিন পদে নিয়োগ
কাঁঠালবাড়ী নুরুল্লাহ ফাজিল ডিগ্রি মাদ্রাসাআদালতের নিষেধাজ্ঞা অমান্য করে অধ্যক্ষসহ তিন পদে নিয়োগ
সূর্য ডুবে যাওয়ায় সুন্দরবনের আগুন নেভানোর কাজ স্থগিত
সূর্য ডুবে যাওয়ায় সুন্দরবনের আগুন নেভানোর কাজ স্থগিত
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের