X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

কেউ চাইলেই পর্যবেক্ষক হতে পারবে না: উপ উপাচার্য

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মার্চ ২০১৯, ১৫:১৫আপডেট : ১১ মার্চ ২০১৯, ১৬:৩৭

ডাকসু নির্বাচনে জাল ভোটের অভিযোগ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোট চলার সময় বিভিন্ন কেন্দ্রে বিশ্ববিদ্যালয়ের দশ জন শিক্ষক পর্যবেক্ষক হিসেবে যাওয়ার বিষয়ে কোনও কথা শুনতে রাজি নন উপ উপাচার্য ড. মুহাম্মদ সামাদ। রোকেয়া হলে ব্যালটভর্তি বাক্স পাওয়ার অভিযোগ ওঠায় পর্যবেক্ষকরা এলাকা পরিদর্শন করেছেন জানানো হলে তিনি বলেন, ‘নিজেরা নিজেরা পর্যবেক্ষক ঘোষণা দিলে হবে না। আমরা কোনও পর্যবেক্ষক নিয়োগ দেই নাই। কেউ চাইলেই পর্যবেক্ষক হতে পারবে না।’ উপ উপাচার্য ড. মুহাম্মদ সামাদ

গঠনতন্ত্র অনুযায়ী শিক্ষকরা ভোটকেন্দ্র পর্যবেক্ষণ করতে পারেন কিনা এবং তারা মতামত দিতে পারেন কিনা প্রশ্নে তিনি বলেন, ‘ঢাকসু নির্বাচনে কোনদিন কোনও আচরণবিধি ছিল না। আমরাই এই প্রথম সেটি তৈরি করেছি। আমি ৮০ সালে অংশগ্রহণ করেছিলাম। তখন রঙিন পোস্টার ছিল, এখন এসব কিছুই নাই। আমি ডাকসুতে নির্বাচন করেছি, কোনদিন কোনও পর্যবেক্ষকের নিয়ম ছিল না।’ ডাকসু নির্বাচনে জাল ভোটের অভিযোগ

এর আগে রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন (ডাকসু) ও হল সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার আহ্বান জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০ জন শিক্ষক বিবৃতি দেন। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. ফাহমিদুল হক স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয়, ‘আমরা অঙ্গীকার করছি, নির্বাচনের দিনে স্বেচ্ছাসেবী পর্যবেক্ষক দল হিসেবে ভোটকেন্দ্রগুলো পরিদর্শন করবো এবং আমাদের অভিজ্ঞতা জাতির সঙ্গে শেয়ার করবো।’

পর্যবেক্ষক শিক্ষক দলের পক্ষে অধ্যাপক ড. ফাহমিদুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা রিটার্নিং কর্মকর্তার কাছে অনুমতি চেয়েছিলাম। তিনি আমাদের মৌখিকভাবে জানিয়েছেন পর্যবেক্ষণ করতে কোনও সমস্যা নেই। উপউপাচার্য হয়তো বিষয়টি অবহিত নন।’ ডাকসু নির্বাচন

পর্যবেক্ষক হিসেবে ভোটকেন্দ্রে যাওয়া শিক্ষকরা হলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতি আরা নাসরীন, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক কামরুল হাসান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ফাহমিদুল হক, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ তানজীমউদ্দিন খান, সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সামিনা লুৎফা, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক রুশাদ ফরিদী, উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক কাজী মারুফুল ইসলাম, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক অতনু রব্বানী, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক তাহমিনা খানম এবং শান্তি ও সংঘর্ষ বিভাগের সহযোগী অধ্যাপক সাজ্জাদ এইচ সিদ্দিকী।

উল্লেখ্য,দীর্ঘ ২৮ বছর পর আজ  (১১ মার্চ) অনুষ্ঠিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ( ডাকসু) ও হল সংসদ নির্বাচন। নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকা অনুসারে ডাকসুর ২৫টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন ২২৯ জন প্রার্থী। ডাকসুর চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী মোট ভোটার সংখ্যা ৪২ হাজার ৯২৩ জন।

আরও পড়ুন:

‘নীল নকশার নির্বাচন করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন’ (ভিডিও)

প্রবেশ গেটের নিয়ন্ত্রণ ছাত্রলীগের হাতে: ভিপি প্রার্থী মোস্তাফিজ

ডাকসু নির্বাচনের পরিবেশ নিয়ে ছাত্রলীগ ছাড়া শঙ্কিত সবাই

সিল মারা ব্যালট উদ্ধার, কুয়েত মৈত্রী হলে ভোট স্থগিত

এক ঘণ্টা দেরিতে রোকেয়া হলের ভোটগ্রহণ শুরু
প্রথম ভোট দিতে সময় লেগেছে ৪ মিনিট
ডাকসু নির্বাচনে ভোট শুরুর আগেই লাইন

ডাকসুর ভোটগ্রহণ শুরু 

/আরজে/এসও/ইউআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া