X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ডাকসু কর্মকর্তা নিয়োগ করতে আবেদন, জানেন না ভিপি নুর!

ঢাবি প্রতিনিধি
০৬ এপ্রিল ২০১৯, ১৫:১৬আপডেট : ০৬ এপ্রিল ২০১৯, ১৬:০৭

ডাকসুর কর্মকর্তা নিয়োগের জন্য আবেদনপত্র

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কর্মকর্তা নিয়োগের জন্য কোষাধ্যক্ষ বরাবর আবদেন করেছেন সাধারণ সম্পাদক (জিএস) গোলাম রাব্বানী ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) সাদ্দাম হোসেন। এ বিষয়ে কিছুই জানানো হয়নি বলে দাবি করেছেন ডাকসুর ভিপি নুরুল হক নুর।

তবে নুরের অভিযোগ অস্বীকার করে গোলাম রাব্বানী বলেছেন, ভিপি বিষয়টি সম্পর্কে অবগত। তিনি কেন এমন অভিযোগ করেছেন তার কাছে জবাব চাওয়া হবে।

আবেদনপত্র থেকে জানা গেছে, ডাকসুর বিভিন্ন পদে চারজন কর্মরত আছেন। এছাড়া, একজন সহকারী কাম মুদ্রাক্ষরিক, কমনরুম বেয়ারার দু’জন, অফিস সহায়ক দু’জন, অ্যাথলেটিক্স বেয়ারার একজন, গার্ড দু’জন এবং পরিছন্নকর্মী একজন নিয়োগের আবেদন জানানো হয়। ওই আবেদনপত্রে ডাকসুর জিএস গোলাম রাব্বানী ও এজিএস সাদ্দাম হোসেনের স্বাক্ষর রয়েছে।

এ বিষয়ে নুর বলেন, ‘এর আগে আইএমএল’র চিঠি ইন্টারনেটসহ বিভিন্ন বিষয়ে প্রশাসন বরাবর একাধিক চিঠি তারা দিয়েছেন। আমি নির্বাচিত ভিপি হলেও এ বিষয়ে তারা আমাকে কিছুই জানায়নি। ডাকসুর স্টাফ নিয়োগে তাকে না জানিয়ে চিঠি দেওয়া কতটুকু যুক্তিযুক্ত? এর বৈধতাই বা কী?’

শুক্রবার (৫ এপ্রিল) রাত সোয়া ১১টার দিকে ফেসবুকে এ বিষয়ে নুর একটি স্ট্যাটাস পোস্ট করেন। সেখানে তিনি লিখেছেন, ‘ডাকসুতে বিভিন্ন পদে চারজন কর্মরত আছেন। আমার জিএস-এজিএস সাহেব আরও ৯ জনের চাহিদাপত্র দিয়েছেন। অথচ বিষয়টি জানলাম না আমি। অবশ্য এসব বিষয়ে বাম হাত/ডানহাত থাকে তো, চুপেচাপে করাই ভালো! কারণ অনিয়ম হলে বাধাটা এই ভিপিই দেবে। সুতরাং হামলা-টামলা, নাটক-ফাটক, ফন্দিফিকির করে ভিপিকে সরানো জরুরি হয়ে পড়বে।’

এ বিষয়ে জিএস গোলাম রাব্বানী বলেন, ‘নুর বিষয়টি জানেন। কেননা, আবেদনপত্রের অপর পৃষ্ঠায় তার স্বাক্ষর রয়েছে। তিনি পুরো বিষয়টি না দিয়ে শুধু একটি অংশ সংযোজন করেছেন। আমি বিষয়টি নিয়ে তাকে ধরব।’

এর আগে আধুনিক ভাষা ইনস্টিটিউটের জুনিয়র সব কোর্সের আবেদন ফি কমানোর দাবিতে করা আবেদনেও ভিপিকে জানানো হয়নি বলে তিনি অভিযোগ করেন।

 

/এসআইআর/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যাত্রা শুরু করলো ইউএস-বাংলার ‘এয়ারবাস’
যাত্রা শুরু করলো ইউএস-বাংলার ‘এয়ারবাস’
ব্রাইটনকে উড়িয়ে দেওয়ার পর সতর্ক ম্যানসিটি
ব্রাইটনকে উড়িয়ে দেওয়ার পর সতর্ক ম্যানসিটি
পরিবারের অভাব দূর করতে সিঙ্গাপুরে গিয়ে লাশ হয়ে ফিরলেন রাকিব
পরিবারের অভাব দূর করতে সিঙ্গাপুরে গিয়ে লাশ হয়ে ফিরলেন রাকিব
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ