X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

মঙ্গল শোভাযাত্রায় অনন্ত আকাশে মস্তক তোলার প্রত্যয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ এপ্রিল ২০১৯, ০৯:১৪আপডেট : ১৪ এপ্রিল ২০১৯, ১০:১৫

মঙ্গল শোভাযাত্রা ‘মস্তক তুলিতে দাও অনন্ত আকাশে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার (১৪ এপ্রিল) চারুকলা অনুষদের সামনে থেকে সকাল ৯টায় শুরু হয়েছে মঙ্গল শোভাযাত্রা। বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ শোভা যাত্রায় অংশ নেন।

মঙ্গল শোভাযাত্রা শোভাযাত্রায় রয়েছে চারুকলার শিক্ষার্থীরা তৈরি পাখি ও ছানা, হাতি, মাছ ও বক, জাল ও জেলে, টেপা পুতুল, মা ও শিশুর মূর্তি। বিগত বছরের সব গ্লানি পেছনে ফেলে নতুন বছরকে স্বাগত জানাতে বর্ণিল পোশাকে মানুষের উপস্থিতি মঙ্গল শোভাযাত্রা হয়েছে শোভাযাত্রায়। শোভযাত্রায় অংশ নিতে ভোর থেকেই চারুকলা ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জোড়ো হন অনেকেই।

মঙ্গল শোভাযাত্রা শোভাযাত্রাকে ঘিরে রয়েছে কঠোর নিরাপত্তা বলয়। পুলিশের নিরাপত্তা বেস্টনির মধ্যেই এগিয়ে যাচ্ছে শোভা যাত্রা। মাঝপথে কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি। নিরাপত্তার স্বার্থে আগে থেকেই ঘোষণা ছিল যারা শোভাযাত্রায় অংশ নিতে চাইবে তাদের সবাইকে চারুকলা চত্বর থেকে অংশ নিতে হবে।

নিরাপত্তা বাহিনীর বেষ্টনীর মধ্যে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত মঙ্গল শোভাযাত্রার শুরুতে ছিল র‍্যাব, তারপর ডিবি পুলিশ, তাদের পেছনে সোয়াট এবং তাদের পরেই ছিল আর্মড পুলিশের অবস্থান। শোভাযাত্রার দুই পাশে দড়ি দিয়ে বেরিকেড তৈরি করা হয়েছিল। যাতে মাঝপথে কেউ ঢুকতে না পারে।

পহেলা বৈশাখের প্রধান আকর্ষণ মঙ্গল শোভাযাত্রা, তাই অনেকেই সন্তানদেরও সঙ্গে এনেছেন চারুকলার ছাত্র-শিক্ষকদের এই আয়োজন দেখাতে। মিরপুর থেকে স্ত্রী ও দুই ছেলে নিয়ে এসেছেন আসাদুজ্জামান। তিনি বলেন, ‘এই অনুষ্ঠান বাঙালির সার্বজনীন উৎসব। তাই আগামী প্রজন্ম যেন এগুলো জানে তাই সন্তানদের নিয়ে এসেছি। আর বর্ষ বরণের আনন্দ তো আছেই।’

নিরাপত্তা বাহিনীর বেষ্টনীর মধ্যে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত মঙ্গল শোভাযাত্রা চারুকলা অনুষদের সামনে থেকে শুরু হয়ে শাহবাগের ঢাকা ক্লাবের সামনে দিয়ে ঘুরে  টিএসসিতে রাজু ভাস্কর্যের সামনে এসে শেষ হবে। এ শোভা যাত্রায় ইন্টারনেট ও বৈদ্যুতিক তার বাধিয়েছে বিপত্তি। বৃহৎ আকৃতির শিল্প কর্মগুলো আটকে যায় এসব তারা। এ কারণে ধীর গতিতে এগুচ্ছে শোভাযাত্রা।

ছবি: নাসিরুল ইসলাম

 

 

 

/সিএ/আরজে/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে বেড়েছে অসুখ, ধারণক্ষমতার তিন গুণ বেশি রোগী হাসপাতালে
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালগরমে বেড়েছে অসুখ, ধারণক্ষমতার তিন গুণ বেশি রোগী হাসপাতালে
টিভিতে আজকের খেলা (১৯ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৯ এপ্রিল, ২০২৪)
মিয়ানমার থেকে চোরাই পথে আসা ৫ টন কফি পাউডার জব্দ
মিয়ানমার থেকে চোরাই পথে আসা ৫ টন কফি পাউডার জব্দ
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন