X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নিয়োগের সুপারিশ চূড়ান্ত হবে ১৭ সেপ্টেম্বর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ সেপ্টেম্বর ২০১৯, ২২:২১আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৯, ০০:৩৯

মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নিয়োগের সুপারিশ চূড়ান্ত হবে ১৭ সেপ্টেম্বর মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নিয়োগের সুপারিশ চূড়ান্ত হবে আগামী ১৭ সেপ্টেম্বর। এদিন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর নেতৃত্বাধীন বাছাই কমিটি এই সুপারিশ চূড়ান্ত করবে। একইসঙ্গে কমিশনের অন্যান্য সদস্য নিয়োগের সুপারিশও করবে কমিটি। এরপর কমিশনের চেয়ারম্যানসহ অন্য সদস্যদের নিয়োগ দেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বুধবার (১১ সেপ্টেম্বর) বাংলা ট্রিবিউনের সঙ্গে আলাপের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এই তথ্য জানান।

গত ১ জুলাই মানবাধিকার কমিশনের চেয়ারম্যান রিয়াজুর রহমান দায়িত্ব ছাড়ার পর চেয়ারম্যানের পদটি খালি হয়ে যায়। এরপর কমিশনের সদস্য মো. নজরুল ইসলাম ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করলেও তিনিসহ অন্য সব সদস্যের মেয়াদ শেষ হয়েছে ৬ আগস্ট। এরপর থেকে অভিভাবক শূন্য রয়েছে জাতীয় মানবাধিকার কমিশন।

তবে, চেয়ারম্যানসহ নতুন সদস্য  নিয়োগে কাজ শুরু করেছে বাছাই কমিটি। গত, ৫ সেপ্টেম্বর কমিটি একদফা বৈঠক করে চেয়ারম্যানসহ অন্য সদস্যদের সুপারিশের বিষয়ে আলোচনা করা হয়েছে। আগামী ১৭ সেপ্টেম্বর আরেক দফা বৈঠক করে সুপারিশ চূড়ান্ত করা হবে।

এ বিষয়ে জানতে চাইলে স্পিকার শিরীন শারমিন বলেন, ‘আমরা চেয়ারম্যানসহ অন্য সদস্য বাছাইয়ে একদফা বৈঠক করেছি। আরেক দফা বৈঠক করে সুপারিশ চূড়ান্ত করা হবে। প্রত্যেক পদের বিপরীতে দুই জন করে সুপারিশ করা হবে।’ বাছাই কমিটির সুপারিশ থেকে রাষ্ট্রপতি নিয়োগ দেবেন বলেও তিনি জানান।

প্রসঙ্গত, মানবাধিকার আইন ২০০৯ অনুযায়ী চেয়ারম্যানসহ নতুন কমিশন নিয়োগে ৭ সদস্যের বাছাই কমিঠি গঠনের কথা বলা হয়েছে। আইন অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার এই বাছাই কমিটির সভাপতি হবেন। এর অন্য সদস্যরা হচ্ছেন—আইনমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী, আইন কমিশনের চেয়ারম্যান, মন্ত্রিপরিষদ সচিব এবং সরকারি দল ও বিরোধী দলের একজন করে সংসদ সদস্য।

/ইএইচএস/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
পাবনায় দুই শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
পাবনায় দুই শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
জাপার অফিস ভাঙচুর: নুরসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা নিতে বললেন আদালত
জাপার অফিস ভাঙচুর: নুরসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা নিতে বললেন আদালত
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
বাংলাদেশের মেয়েদের সামনে রয়েছে বিশ্বকাপে খেলার হাতছানিও!
বাংলাদেশের মেয়েদের সামনে রয়েছে বিশ্বকাপে খেলার হাতছানিও!