X
রবিবার, ১৯ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

আদালতে আসামির মাথায় কীভাবে আইএস’র টুপি, তদন্ত করবে সরকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ নভেম্বর ২০১৯, ১৪:৪৫আপডেট : ২৭ নভেম্বর ২০১৯, ১৫:৪১

আসামি রাকিবুল হাসান রিগ্যানের মাথায় আইএস’র টুপি হলি আর্টিজান হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রাকিবুল হাসান রিগ্যানের মাথায় কীভাবে আইএস’র টুপি এলো তা নিয়ে সমালোচনা তৈরি হয়েছে। আদালতে প্রথমে তাকে কালো টুপি পরা দেখা যায়, পরে এজলাস থেকে নিয়ে আসার সময় দেখা যায় তার মাথায় আইএস’র লোগো আঁকা টুপি। আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক জানিয়েছেন, বিষয়টি তদন্ত করে দেখা হবে।

কীভাবে আসামির মাথায় এই টুপি এলো, সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘এটি তদন্ত করে দেখবো। এই প্রেস ব্রিফিং শেষ হওয়ার সঙ্গে সঙ্গে খোঁজ খবর নেবো।’ বুধবার (২৭ নভেম্বর) দুপুরে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে এক হলি আর্টিজান মামলার রায় নিয়ে এই প্রেস ব্রিফিং করেন তিনি।

হলি আর্টিজান মামলার রায়ের বিষয়ে আইনমন্ত্রী বলেন, ‘রায়ে আমরা সন্তুষ্ট। রায় কার্যকরে আগামী সাত দিনের মধ্যে ডেথ রেফারেন্সের পেপারবুক তৈরি করে হাইকোর্টে পাঠানো হবে। যে খালাস পেয়েছে তাকে কেন খালাস দেওয়া হলো তা বলতে পারি না। রায়ের কপি পেয়ে বলতে পারবো। ২১৩ জন সাক্ষীর মধ্যে ১১১ জনের সাক্ষ্য নিয়ে রায় দেওয়া হয়, এই পরিমাণ সাক্ষ্যই পর্যাপ্ত মনে হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এই রায়ের মধ্য দিয়ে আমরা বিশ্বের কাছে প্রমাণ করতে পেরেছি, বাংলাদেশে যে কোনও অপরাধ সংগঠিত হলে দ্রুততম সময়ের মধ্যে তার বিচার সম্পন্ন হয়।’

আগামীকাল এমপি লিটন হত্যা মামলার রায় হবে বলেও মন্ত্রী এসময় উল্লেখ করেন। তিনি জানান, ২১ আগস্ট গ্রেনেড হামলায় এ বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে পেপারবুক তৈরি করে হাইকোর্টে পাঠানো হবে।

এদিকে আসামি রাকিবুল হাসান রিগ্যানের মাথায় আইএস’র টুপি কীভাবে আসলো জানতে চাইলে পুলিশের প্রসিকিউশন বিভাগের উপ কমিশনার জাফর হোসেন বলেন, ‘আমরা বিষয়টি নানা মাধ্যমে জানতে পেরেছি। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।’

সরেজমিন দেখা যায়, রিগ্যানসহ অন্যান্য আসামিদের বুধবার সকাল সোয়া ১০টার দিকে আদালতের গারদে নেওয়া হয়। তখন রিগ্যানের মাথায় এই লোগোসহ টুপি ছিল না। রায় ঘোষণা শেষে অন্যান্য আসামিদের সঙ্গে রিগ্যানও ‘আল্লাহু আকবর’ বলে চিৎকার করে। আসামি রাজীব গান্ধী বলে, হলি আর্টিজানে হামলা চালিয়ে তারা কোনও অন্যায় করেনি। তারা এজন্য বেহেশতে যাবে। এই দেশে একদিন খিলাফত রাষ্ট্র প্রতিষ্ঠা হবে বলে চিৎকার করে বলতে থাকে সে।

আরও পড়ুন- 

আইএস’র টুপি পরে আদালতে, রায়ের পর আল্লাহু আকবর ধ্বনি

সাত আসামির মৃত্যুদণ্ড, একজন খালাস

/এসআই/এআরআর/এনএল/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদের পরও শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
ঈদের পরও শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
প্রতারণার অভিযোগে ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করলো ইসি
প্রতারণার অভিযোগে ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করলো ইসি
মধ্যরাতে হলের আরেক শিক্ষার্থীর বিছানাপত্র নামিয়ে দিলো ছাত্রলীগ
রাজশাহী বিশ্ববিদ্যালয়মধ্যরাতে হলের আরেক শিক্ষার্থীর বিছানাপত্র নামিয়ে দিলো ছাত্রলীগ
১৬ ভরি সোনা ছিনতাই করে পালানোর সময় জনতার হাতে আটক এসআই
১৬ ভরি সোনা ছিনতাই করে পালানোর সময় জনতার হাতে আটক এসআই
সর্বাধিক পঠিত
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক