X
শুক্রবার, ১০ মে ২০২৪
২৭ বৈশাখ ১৪৩১

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের অনুমতি পেলেন তাবিথ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জানুয়ারি ২০২০, ২০:২৩আপডেট : ২৮ জানুয়ারি ২০২০, ২৩:০৮

তাবিথ আউয়াল (ছবি: সাদ্দিফ অভি) সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে প্রচার চালানোর অনুমতি পেয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী তাবিথ আউয়াল। তার এক আবেদনের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন (ইসি) এ অনুমতি দিয়েছে। ডিএনসিসির রিটার্নিং কর্মকর্তা আবুল কাশেমের সই করা এ-সংক্রান্ত চিঠি তাবিথের কাছে পাঠানো হয়েছে।
জানা গেছে, গত ৭ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের অনুমতি চেয়ে চিঠি দিয়েছিলেন তাবিথ। ইসির পক্ষ থেকে এতে সম্মতি জানিয়ে গত রবিবার (২৬ জানুয়ারি) তাবিথকে চিঠি পাঠানো হয়েছে বলে রিটার্নিং কর্মকর্তার দফতর সূত্র জানিয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে মো. আবুল কাসেম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তাবিথ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের অনুমতি চেয়ে আবেদন করেছিলেন। বিষয়টি কমিশনের কাছে পাঠিয়েছিলাম। কমিশনের অনুমোদন পাওয়ার পর তা প্রার্থীকে জানিয়ে দিয়েছি।’
তাবিথকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের অনুমতি দেওয়া হলেও এর সঙ্গে শর্ত জুড়ে দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, নির্বাচনি আইন, আচরণবিধি ও প্রচলিত আইন মেনে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার চালানোর অনুমতি দেওয়া হলো। একই সঙ্গে প্রচারের ব্যয় নির্বাচনের মোট ব্যয়ের সঙ্গে অন্তর্ভুক্ত করতে হবে এবং নির্বাচনি ব্যয়সীমা অতিক্রম করা যাবে না।
প্রসঙ্গত, আনুষ্ঠানিক অনুমতি পাওয়ার আগেই তাবিথসহ প্রায় সব মেয়র প্রার্থী সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে নির্বাচনি প্রচারণা চালিয়ে আসছেন। নির্বাচনি আচরণবিধিতে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে প্রচারণা চালাতে কোনও বিধিনিষেধ নেই।

/ইএইচএস/এইচআই/এমওএফ/
সম্পর্কিত
নির্বাচনি প্রচারে অন্তর্বর্তী জামিন পেলেন কেজরিওয়াল
‘ধান কাটা ও ঝড়বৃষ্টির কারণে ভোটার উপস্থিতি কম, তবে সন্তোষজনক’
নির্বাচনের আগের দিন ফরিদপুরের উপজেলা চেয়ারম্যানপ্রার্থী শামসুল আলম কারাগারে
সর্বশেষ খবর
দেহরক্ষীদের প্রধানকে বরখাস্ত করলেন জেলেনস্কি
দেহরক্ষীদের প্রধানকে বরখাস্ত করলেন জেলেনস্কি
ব্যাটারদের ব্যর্থতায় শেষ ওভারে রোমাঞ্চ দেখলেন দর্শকরা 
ব্যাটারদের ব্যর্থতায় শেষ ওভারে রোমাঞ্চ দেখলেন দর্শকরা 
পঞ্চগড় সীমান্তে ২ বাংলাদেশিকে হত্যা: মরদেহ ফেরত দিলো বিএসএফ
পঞ্চগড় সীমান্তে ২ বাংলাদেশিকে হত্যা: মরদেহ ফেরত দিলো বিএসএফ
ফোন ছিনতাইয়ের ঘটনায় জিডি নয়, মামলা নেওয়ার নির্দেশ
ফোন ছিনতাইয়ের ঘটনায় জিডি নয়, মামলা নেওয়ার নির্দেশ
সর্বাধিক পঠিত
২০ মিনিটে লালখানবাজার থেকে বিমানবন্দর, চলবে না অটোরিকশা-বাইক
২০ মিনিটে লালখানবাজার থেকে বিমানবন্দর, চলবে না অটোরিকশা-বাইক
‘ইউরোপে অভিবাসীদের আশ্রয় চাওয়ার প্রেক্ষাপট পাল্টে যাবে’
‘ইউরোপে অভিবাসীদের আশ্রয় চাওয়ার প্রেক্ষাপট পাল্টে যাবে’
চীন বিষয়ে বিশেষজ্ঞকে ঢাকায় রাষ্ট্রদূত হিসেবে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
চীন বিষয়ে বিশেষজ্ঞকে ঢাকায় রাষ্ট্রদূত হিসেবে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
একই গ্রাম থেকে নির্বাচিত হলেন তিন চেয়ারম্যান
একই গ্রাম থেকে নির্বাচিত হলেন তিন চেয়ারম্যান
প্রশ্নফাঁস: বিমানের ডিজিএমসহ ৩০ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র
প্রশ্নফাঁস: বিমানের ডিজিএমসহ ৩০ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র