X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

‘একুশ মানে মাথা নত না করা’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ ফেব্রুয়ারি ২০২০, ০৫:৪৯আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২০, ০৫:৫৫

‘একুশ মানে মাথা নত না করা’

ভাষার প্রশ্নে আপোষ করেননি রফিক,সালাম, বরকতরা। মায়ের ভাষা রক্ষায় ১৪৪ ধারা ভঙ্গ করে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি রাজপথে নেমেছিল ছাত্র-জনতা। পুলিশের গুলিতে প্রাণ দিয়েছিলেন কিন্তু মাথা নত করেননি। তাই একুশ মানে মাথা নত করা নয়। অন্যায়ের সামনে মাথা নত না করাই একুশের শিক্ষা। আর এই শিক্ষা শিশুদের মধ্যে ছড়িয়ে দিতে তাদের নিয়ে এসেছেন অভিভাবকরা। একুশের প্রথম প্রহরে ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন ভাষা শহীদদের।

মধ্যরাতে মিরপুর-১ থেকে সন্তানসহ পরিবারের সদস্যদের নিয়ে শহীদ মিনারে এসেছেন এস এম রাজিব। তিনি বলেন, আমার মেয়ে ছোট। বাসা থেকে বের হওয়ার সময় সে ঠিক বুঝতে পারছিল না কোথায় যাচ্ছি। কিন্তু আসার পথে ছেলে-মেয়েকে ভাষার জন্য সালাম, বরকত, রফিকদের আত্মত্যাগের গল্প শুনিয়েছি। বাংলা ভাষার স্বীকৃতির জন্য তাদের সংগ্রামের কথা বলেছি। তাদের মাথা না নোয়ানোর গল্প শুনিয়েছি। শিশুদের মনে  ভালোবাসা জন্মানো ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতেই তাদেরকে নিয়ে শহীদ মিনার এসেছি।

‘একুশ মানে মাথা নত না করা’

পরিবারের সদস্যদের নিয়ে মোহাম্মদপুর থেকে এসেছেন ইঞ্জিনিয়ার দীপঙ্কর বণিক। তিনি বলেন, ছেলেমেয়েরা ভাষা শহীদদের বীরত্বের গল্প স্কুল থেকে জানছে, পরিবার থেকে জানছে। তবে এখানে আসলে হাজারো মানুষের স্পিরিটটা তাদের মধ্যে কাজ করবে।

বংশাল থেকে আসা পারভেজ আহমেদ বলেন, বাঙালি বীরের জাতি। ভাষার প্রশ্নে আপোষ করেনি। স্বাধীনতার প্রশ্নে আপেষ করেনি। আজ  স্বাধীন দেশে মায়ের ভাষায় কথা বলতে পারছি। যাদের আত্মত্যাগে আমরা মায়ের ভাষায় কথা বলার অধিকার পেয়েছি, তাদের গৌরবময় আত্মত্যাগকে স্মরণ করতে পরিবারের সদস্যদের নিয়ে এসেছি।

‘একুশ মানে মাথা নত না করা’

একুশের প্রথম প্রহরে রাজিব, দীপঙ্কর, পারভেজের মতো হাজারো মানুষের ঢল নেমেছে কেন্দ্রীয় শহীদ মিনারে। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ফুল হাতে দলে দলে মানুষ এসে হাজির হয়েছে শহীদ বেদিতে। একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের শ্রদ্ধা জানানো শেষে সাধারণ মানুষের জন্য শহীদ মিনার প্রাঙ্গণ খুলে দেওয়া হয়। সারিবদ্ধভাবে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন শেষে ফিরে যাচ্ছেন তারা।

রাত তিনটার পর থেকে শহীদ মিনারে আসা লোকজনের সংখ্যা কমতে শুরু হলেও ভোরে আবার জনসমাগম বাড়তে শুরু করেছে।

 

/আরজে/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি