X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীর নির্দেশেই পাপিয়া গ্রেফতার: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ফেব্রুয়ারি ২০২০, ২০:২২আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২০, ২২:৫২

ওবায়দুল কাদের (ফাইল ফটো) প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই যুব মহিলা লীগ নেত্রী শামীমা নূর পাপিয়াকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন, যোগাযোগ ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে বনানীতে সেতু ভবনে ঢাকা এলিভেটেট এক্সপ্রেস ওয়ের পিপিপি প্রকল্পের এক চুক্তি সই অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সেতুমন্ত্রী  বলেন, ‘এ ঘটনাটি প্রধানমন্ত্রী নিজেই জানতেন। তিনিই নির্দেশ দিয়েছেন তাকে (পাপিয়াকে) গ্রেফতার করার জন্য এবং এটা তদন্ত করে বিষয়টি বিচারের আওতায় আনার জন্য।’

ওবায়দুল কাদের আরও বলেন, ‘‘কাজেই এখানে কেউ অপরাধ করে পার পেয়ে যাবে, এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমল অ্যালাউ করবে না। তার সরকার এখনও অ্যালাউ করছে না, ভবিষ্যতেও করবে না। এ বিষয়ে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত রয়েছে।’’

অপকর্মের কারণে ছাত্রলীগ-যুবলীগের শীর্ষ পর্যায়ের নেতাদের অব্যাহতি দেওয়া হয়েছে। ঠিক একইভাবে যুব মহিলা লীগের ক্ষেত্রেও এমন সিদ্ধান্ত আসতে পারে কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘এ ধরনের সিদ্ধান্ত আমাদের দলের অভ্যন্তরের বিষয়, যেটা দলের অভ্যন্তরে আলোচনা হবে। আর এমনিতেই যুব মহিলা লীগের সম্মেলনের সময় চলে এসেছে। মার্চে তাদের মেয়াদ শেষ। তাদের সম্মেলন করতে হবে।’

আইনশৃঙ্খলা বাহিনীর শুদ্ধি অভিযানের মধ্যেই পাপিয়ার এমন কর্মকাণ্ড চালিয়ে আসা অভিযানের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠে কিনা, তা জানতে চাওয়া হলে কাদের বলেন, ‘এখন বাংলাদেশ কত কোটি লোকের দেশ? বাংলাদেশে এর আগে যারা ক্ষমতায় ছিল, সেই বিএনপি কোনও নেতা কোনও কর্মীকে অপকর্মের জন্য শাস্তি দিয়েছে? যে সৎ সাহস শেখ হাসিনা দেখিয়েছেন, এই সৎ সাহস বাংলাদেশে আর কোনও রাজনৈতিক দল দেখাতে পারেনি।’

কাদের বলেন, ‘নিজের দলের লোককে অপকর্মের জন্য, অপরাধের জন্য আমরাই বাংলাদেশে প্রথম একটা উদাহরণ, সবার চোখের সামনে বাস্তবে সৃষ্টি করেছি।’

পাপিয়াকে নিয়ে বিএনপির বক্তব্যের বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি অভিযোগ আনবেই, অভিযোগ আনা বিএনপির স্বভাব। অভিযোগ আনা ছাড়া বিএনপির আর কোনও রাজনীতি নেই।’

দলের যেসব নেতা পাপিয়া ‘সম্রাটের’ পেছন থেকে ইন্ধন দিচ্ছে তাদের ব্যাপারে কোনও সিদ্ধান্ত সরকার নিচ্ছে কিনা, জানতে চাইলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘সবার ব্যাপারে ভাবনা আছে কারা কাদের পেছনে আছে। কত রকমের শাস্তি আছে, অনেকে হয়তো বা দৃশ্যপটের বাইরে আছে। দেখা গেছে তারা দলে বা সরকারের কোনও পদে পদায়ন পাচ্ছে না, এটাও তো শাস্তি।’

কাদের বলেন, ‘আওয়ামী লীগ একটি বড় দল। এই দলে ভালো-খারাপ সবই আছে। সব আমরা ভালো লোক—এই দাবি আমি করি না। তবে খারাপ লোকদের চিহ্নিত করে তার অপকর্মের জন্য শাস্তি দেওয়ার বিধান এই দলে আছে।’

/এসএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে আন্তরিক অভ্যর্থনা
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে আন্তরিক অভ্যর্থনা
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ