X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

সোমবার ঢাকা ছাড়ছেন মার্কিন নাগরিক-কূটনীতিকরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মার্চ ২০২০, ১৬:৪০আপডেট : ২৯ মার্চ ২০২০, ২০:১২

সোমবার ঢাকা ছাড়ছেন মার্কিন নাগরিক-কূটনীতিকরা

একটি চার্টার্ড ফ্লাইটে আগামীকাল সোমবার (৩০ মার্চ) ঢাকা ছাড়বেন কয়েকজন মার্কিন নাগরিক ও কূটনীতিক। রবিবার (২৯ মার্চ) ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে। এদিকে এক ভার্চুয়াল ব্রিফিংয়ে মার্কিন দূতাবাসের মুখপাত্রও এ তথ্য নিশ্চিত করেছেন। কতজন মার্কিন নাগরিক বাংলাদেশ ত্যাগ করবে সেটি উল্লেখ না করে মুখপাত্র বলেন, ‘প্লেনটি ভর্তি অবস্থায় যাবে।’

তিনি বলেন, ‘আমরা নাগরিকদের বিমানবন্দরে আগে যেতে বলেছি কারণ আমাদের নিজস্ব কিছু পেপারওয়ার্ক এবং মেডিক্যাল চেক-আপ আছে। এছাড়া বাংলাদেশ কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী কারও যদি জ্বর থাকে, তবে বিমানবন্দরে প্রবেশের সুযোগ থাকে না।’

যুক্তরাষ্ট্রে বর্তমানে করোনাভাইরাস ব্যাপক হারে ছড়িয়ে পড়ছে এবং সেই তুলনায় বাংলাদেশে এর প্রকোপ কম এবং এই প্রেক্ষিতে কেন মার্কিন নাগরিকরা দেশে ফেরত যাচ্ছে জানতে চাইলে তিনি বলেন, ‘এটি সবার ব্যক্তিগত সিদ্ধান্ত। মার্কিন সরকার কাউকে জোর করছে না। একেকজনের পরিস্থিতি একেকরকম। যারা পর্যটক এবং যাদের এখানে পরিবার নেই তারা তাদের পরিবারের কাছে ফেরত যেতে চাইবেন। আবার কূটনীতিক যারা যাচ্ছেন, তারাও তাদের পরিবারের কারণে যাচ্ছেন।’

তবে তিনি বলেন, ‘দূতাবাসের কার্যক্রমে কোনও ব্যাঘাত ঘটবে না। আমরা নিয়মিত ভিসা সেবা স্থগিত করেছি, কিন্তু জরুরি সেবা অব্যাহত আছে। এছাড়া বাংলাদেশে অবস্থিত মার্কিন নাগরিকদের সুযোগ-সুবিধা নিশ্চিত করা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।’ মুখপাত্র বলেন, ‘আমরা বিশ্বের ২৮টি দেশ থেকে ১০ হাজারেরও বেশি মার্কিন নাগরিককে দেশে ফেরত নিয়ে গেছি এবং এটি শুধুমাত্র বাংলাদেশের জন্য প্রযোজ্য নয়।’

করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সহযোগিতা বিষয়ে মুখপাত্র বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে স্বাস্থ্য সেবার ক্ষেত্রে সহযোগিতা দিয়ে আসছি। আমরা মনে হয় প্রথম দেশ যারা বাংলাদেশকে করোনাভাইরাস মোকাবিলায় ২৫ লাখ ডলার সহায়তা দিয়েছি।’

/এসএসজেড/এমআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি