X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৬, আক্রান্ত ৫৪

বাংলা ট্রিবিউন ডেস্ক
০১ এপ্রিল ২০২০, ১৩:০৮আপডেট : ০১ এপ্রিল ২০২০, ২২:৩১

স্বাস্থ্য-অধিদফতর

গত ২৪ ঘণ্টায় আরও একজনসহ করোনায় আক্রান্ত হয়ে মোট ছয় জন প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। এছাড়া আক্রান্তের সংখ্যাও ৫১ থেকে তিন জন বৃদ্ধি পেয়ে হয়েছে ৫৪ জন।

বুধবার (১ এপ্রিল) কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদফতরে আয়োজিত নিয়মিত অনলাইন প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান অধিদফতরের পরিচালক (এমআইএস) ড. হাবিবুর রহমান।

সাধারণ রোগীদের চিকিৎসার স্বার্থে প্রাইভেট চেম্বার বন্ধ না করতে ডাক্তারদের প্রতি আহ্বান জানান তিনি।

বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৫৭ জনকে পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে তিন জনকে করোনা পজিটিভি শনাক্ত করা হয়। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৫৪ জন।

ড. হাবিবুর রহমান আরও জানান, গত ২৪ ঘণ্টায় ৯ জনকে আইসোলেশনে নেওয়া হয়েছে। এনিয়ে আইসোলেশনে এখন আছেন মোট ৭৩ জন এবং শুরু থেকে এখন পর্যন্ত মোট আইসোলেশনে নেওয়া হয়েছে ২৯৫ জনকে।

এদিকে কোভিড-১৯ আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত ২৬ জন সুস্থ হয়ে বাড়ি গেছেন বলেও জানানো হয়। এছাড়া হোম কোয়ারেন্টিনে আছেন ৬০ হাজার ৪৭৬ জন এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন ২৩৪ জন।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়েছে, এখন পর্যন্ত ৩ লাখ ৩৯ হাজার পিপিই বিতরণ করা হয়েছে এবং পর্যাপ্ত পিপিই মজুত আছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় ৬৭ হাজার ৫০১টি ফোন কল এসেছে স্বাস্থ্য বাতায়নে এবং এখন পর্যন্ত এখানে মোট ফোনকলের সংখ্যা ৯ লাখ ৮৬ হাজার ৪৫৭টি। শুধু আই্ইডিসিআরে গত ২৪ ঘণ্টায় কোভিড সংক্রান্ত ফোনকল এসেছে ২৬৫৯টি। এখানে মোট ফোন কলের সংখ্যা ৮ লাখ ২০ হাজার ৩৩৭টি। এমনকি এখন পর্যন্ত মোট ৬ লাখ ৬৬ হাজার ৫৭৩ জন যাত্রীকে বিভিন্ন বিমান, নৌ ও স্থল বন্দরে স্ক্রিনিং করা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।

/জেএ/এএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি