X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

‘ষড়যন্ত্রকারীদের উৎখাত করা হবে’

উদিসা ইসলাম
০৪ জুন ২০২০, ০৮:০০আপডেট : ০৪ জুন ২০২০, ০৮:৪২

ফিরে দেখা ১৯৭২ (বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত তথ্যের ভিত্তিতে ১৯৭২ সালে বঙ্গবন্ধুর সরকারি কর্মকাণ্ড ও তার শাসনামল নিয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করছে বাংলা ট্রিবিউন। আজ পড়ুন ওই বছরের ৪ জুনের ঘটনা।)

প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশকে সত্যিকার অর্থে সোনার বাংলায় পরিণত করার জন্য আবারও দেশবাসীকে কঠোর পরিশ্রম করার আহ্বান জানান। তিনি ১৯৭২ সালের ৪ জুন সন্ধ্যায় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের উদ্যোগে ব্রিটেনের শ্রমিক দলীয় সংসদ সদস্য, স্বাধীনতা সংগ্রাম চলাকালীন বাংলাদেশের পক্ষে বিশ্ব জনমত সৃষ্টির অক্লান্ত কর্মী জন স্টোনহাউসকে সংবর্ধনা এবং জাতীয় গণমুক্তি দলের আওয়ামী লীগে যোগদান উপলক্ষে প্রীতি অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান। এসময় তিনি ষড়যন্ত্রকারীদের বিষয়ে সতর্ক করে দেন। এর আগেও একাধিক বক্তৃতায় তিনি উল্লেখ করেছেন, দেশকে অস্থিতিশীল করার জন্য একটি শ্রেণি ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তাদের ধরিয়ে দিতে জনগণকে আহ্বানও জানান বঙ্গবন্ধু।

১৯৭২ সালের ৫ জুনের পত্রিকায় প্রকাশিত খবর ৪ জুনের সভায় প্রধানমন্ত্রী তার সংক্ষিপ্ত ভাষণে স্বাধীনতার বিরুদ্ধে যেসব ষড়যন্ত্রকারী ভিন্ন তৎপরতা চালিয়ে যাচ্ছে, তাদের উৎখাত করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ‘স্বাধীনতার জন্য জনগণ অনেক আত্মত্যাগ করেছে। তাদের মুখে এখন হাসি ফুটিয়ে তুলতে হবে।’ বঙ্গবন্ধু তার ভাষণে শক্তিশালী সংগঠন গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। তিনি বলেন, ‘সোনার বাংলা গড়ে তুলতে হবে। তেমনই শক্তিশালী সংগঠন গড়ে তুলতে হবে।’ এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ একটি শক্তিশালী সংগঠন হওয়ায় এর পক্ষে স্বাধীনতা সংগ্রামে বিজয়ী হওয়া সম্ভব হয়েছে।’

জাতীয় গণমুক্তি দলের আওয়ামী লীগে যোগদান বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘জাতীয় চার নীতির রাজনীতিতে বিশ্বাসী সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়া হবে।’

যশোরে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা

১৯৭২ সালের ৪ জুন যশোরে এক ট্রেন দুর্ঘটনায় অন্তত ৫০ জন যাত্রী নিহত এবং শতাধিক যাত্রী আহত হয়েছেন বলে জানা যায়। ৫ জুনের দৈনিক পূর্বদেশ পত্রিকায় এটি ছিল প্রধান খবর। ওই প্রতিবেদনে বলা হয়, নিহতের সংখ্যা বাড়তে পারে। মৃতদেহগুলো অধিকাংশই বিকৃত এবং ছিন্নভিন্ন হয়ে গেছে উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়—আহত বাকিদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যশোরে ট্রেন দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর দুঃখ প্রকাশ করেন। মৃত ও আহতদের অধিকাংশই মহিলা ও শিশু। বিভিন্ন স্বেচ্ছাসেবক বাহিনী, পুলিশ এবং দমকল বাহিনী জরুরি উদ্ধার কাজে অংশ নেয়।

১৯৭২ সালের ৫ জুনের দৈনিক পূর্বদেশ রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান হবে শ্রমিক প্রতিনিধিত্বশীল

রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোতে শ্রমিকদের প্রতিনিধিত্ব থাকবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। ৪ জুন শ্রমমন্ত্রী জহুর আহমেদ চৌধুরী এ তথ্য প্রকাশ করেন। কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপ-আলোচনাকালে মন্ত্রী বলেন, ‘প্রত্যেক শিল্প প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা বোর্ডে পাঁচ জন সদস্য থাকবেন। এই পাঁচ জনের মধ্যে দুই জন শ্রমিক সদস্য থাকবেন।’ ধর্মঘটের ওপর সরকারি নিষেধাজ্ঞার বিরোধিতা করা একশ্রেণির ট্রেড ইউনিয়ন নেতাদের কর্মসূচি সম্পর্কে প্রশ্ন করলে শ্রমমন্ত্রী বলেন, ‘তাদের এই পদক্ষেপ সফল হবে না। কারণ, তাদের পেছনে জনসমর্থন নেই।’ এখানে উল্লেখযোগ্য যে, নতুন রাষ্ট্রের দ্রুত পুনর্গঠন নিশ্চিত করতে ও উৎপাদন বাড়ানোর উদ্দেশ্যে ছয় মাসের জন্য ধর্মঘট নিষিদ্ধ ঘোষণা করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে বঙ্গবন্ধুর সঙ্গে জন স্টোনহাউস, দৈনিক পূর্বদেশ ৫ জুন ১৯৭২

৭ জুন নিয়ে ব্যাপক প্রস্তুতি

আগামী ৭ জুন সফল করতে বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও অন্যান্য অঙ্গ সংগঠনগুলো বিভিন্ন পোস্টার ও লিফলেটসহ নানাবিধ শোভাযাত্রা বের করার মধ্যদিয়ে প্রস্তুতি সম্পন্ন করেছে। সোহরাওয়ার্দী উদ্যানে এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লাল বাহিনীর অভিবাদন গ্রহণ করার কথা। সেদিন তিনি সেখানে বক্তৃতা করবেন। ৪ জুন এ উপলক্ষে আওয়ামী লীগের উদ্যোগে এক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন— দলের সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব তোফায়েল আহমেদ ও আওয়ামী লীগের শীর্ষস্থানীয় অন্যান্য নেতা। এই শোভাযাত্রা আওয়ামী লীগ অফিস থেকে শুরু হয়ে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। ৭ জুন রমনা রেসকোর্স ময়দানে অনুষ্ঠেয় ওই সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ শোনার জন্য এবং কর্মসূচিতে যোগদানে ইচ্ছুক জনগণের জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়। দিনটির প্রস্তুতি হিসেবে  ৩ জুন ঢাকা মহানগর আওয়ামী লীগ অফিসে রমনা থানার সব ইউনিয়ন পর্যায়ের নেতাদের এক যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন গাজী গোলাম মোস্তফা। এ সময় পত্রিকাগুলোতে বিভিন্ন লিফলেট ও পোস্টার ছাপা হয়। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সূচনা ছেষট্টির গণবিপ্লবের মাধ্যমে দাবি করে আগামী ৭ জুন গৌরবময় দিনে দৈনিক পূর্বদেশের বিশেষ সংখ্যা বের হবে বলেও ঘোষণা করা হয়।

/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
ভূমিহীনমুক্ত হচ্ছে সাতক্ষীরার ৬ উপজেলা, প্রস্তুত ৩৬৪টি ঘর
‘প্রধানমন্ত্রীর উপহার বেঁচে থাকার সাহস জুগিয়েছে’
রাহমানের কণ্ঠে ‘জয় বাংলা’, ভিডিও করলেন মুগ্ধ প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
তাপ কমাতে সড়কে প্রতিদিন ৪ লাখ লিটার পানি ছিটাচ্ছে ডিএনসিসি
তাপ কমাতে সড়কে প্রতিদিন ৪ লাখ লিটার পানি ছিটাচ্ছে ডিএনসিসি
ঢামেকে কারাবন্দি হাজতির মৃত্যু
ঢামেকে কারাবন্দি হাজতির মৃত্যু
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
রানা প্লাজায় নিহতদের ফুলেল শ্রদ্ধায় স্মরণ
রানা প্লাজায় নিহতদের ফুলেল শ্রদ্ধায় স্মরণ
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…