X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

কূটনৈতিক পাসপোর্ট নেননি এমপি পাপুল

শেখ শাহরিয়ার জামান
২৮ জুন ২০২০, ২১:৫৯আপডেট : ২৮ জুন ২০২০, ২৩:২৯

শহীদুল ইসলাম পাপুল কুয়েতে মানবপাচারের অভিযোগে আটক বাংলাদেশি সংসদ সদস্য (লক্ষ্মীপুর-২) শহীদুল ইসলাম পাপুল কূটনৈতিক (ডিপ্লোম্যাটিক) পাসপোর্ট পাওয়ার যোগ্য হলেও এই পাসপোর্ট তিনি গ্রহণ করেননি। তিনি সাধারণ পাসপোর্ট নিয়ে বিদেশ ভ্রমণ করতেন। মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক জ্যেষ্ঠ কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সংসদ সদস্য হিসেবে ডিপ্লোম্যাটিক পাসপোর্ট পাওয়ার যোগ্য তিনি। কিন্তু তিনি এই পাসপোর্টের জন্য আবেদন করেননি।’ কী কারণে এই পাসপোর্ট তিনি নেননি জানতে চাইলে ওই কর্মকর্তা বলেন, ‘সেটি ওই সংসদ সদস্যই ভালো বলতে পারবেন। তবে ডিপ্লোম্যাটিক পাসপোর্ট যাদের আছে তাদের প্রতিবার বিদেশ ভ্রমণের সময় সরকারি আদেশ প্রয়োজন হবে, অন্যথায় ইমিগ্রেশন পার হওয়া যাবে না।’

মন্ত্রণালয়ের আরেকজন কর্মকর্তা বলেন, ‘ডিপ্লোম্যাটিক পাসপোর্টধারীদের বিদেশে গ্রেফতার করা কঠিন। কারণ, তারা জেনেভা কনভেনশন অনুযায়ী বিশেষ কিছু সুবিধা পেয়ে থাকেন।’ তিনি বলেন, ‘ডিপ্লোম্যাটিক পাসপোর্ট থাকলে ওই সংসদ সদস্যকে গ্রেফতার করার আগে কুয়েতকে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করতে হতো।’ এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কী করছে জানতে চাইলে তিনি বলেন, ‘এখানে কুয়েতে বাংলাদেশ মিশনের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু সেখান থেকে আমরা তেমন কোনও তথ্য পাচ্ছি না। এছাড়া সংসদ সদস্য হওয়ায় সংসদ থেকে তারা কী চায় সেটি আমাদের জানালে আমরা সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবো।’

আগামী ৩১ জুলাই পর্যন্ত বর্তমান রাষ্ট্রদূতের মেয়াদ আছে জানিয়ে তিনি বলেন, ‘এরপরই সেখানে নতুন একজন রাষ্ট্রদূত যোগ দেবেন।’ বর্তমান রাষ্ট্রদূতের ছেলে ও মেয়ে পাপুলের কোম্পানি মারাফি কুয়েতিয়া জেনারেল কন্ট্রাক্টিং কোম্পানিতে কাজ করতো—এই অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এটি আমরা শুনেছি কিন্তু নিশ্চিত নই। তবে বিষয়টি সত্যি হলে এটি স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক (কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট) হবে।’

এ বিষয়ে জানতে চাইলে কুয়েতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত এস এম আবুল কালামকে ফোন করলে তিনি বলেন, ‘আমার ছেলে বা মেয়ে কেউ ওই কোম্পানিতে কাজ করতো না।’

রাষ্ট্রদূতের বিরুদ্ধে কোনও তদন্ত করা হবে কিনা জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আরেকজন কর্মকর্তা বলেন, ‘অন্য সময় হলে ছোট একটি দল পাঠানো হতো প্রাথমিক তদন্তের জন্য। কিন্তু এখন ভ্রমণ সংক্রান্ত জটিলতার কারণে অন্য কিছু ভাবতে হচ্ছে।’

গত ৭ জুন মানবপাচার, ভিসা জালিয়াতি ও অর্থপাচারের অভিযোগে সংসদ সদস্য পাপুলকে গ্রেফতার করে কুয়েতের পুলিশ। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পরে উঠে আসে কীভাবে বাংলাদেশের ওই সংসদ সদস্য মানুষকে প্রতারিত করে সম্পদের পাহাড় গড়েছেন এবং এই কাজে তাকে কুয়েতের প্রভাবশালী সরকারি কর্মকর্তারাও সহায়তা করেছেন ঘুষ, উপহার ও অন্যান্য সুযোগের বিনিময়ে। এখন পর্যন্ত তদন্তে বের হয়ে এসেছে পাপুল প্রতি বছর বিভিন্ন ঘুষ, উপহার ও অন্যান্য খরচ বাদ প্রায় ৬০ কোটি টাকা নেট লাভ করতেন। এছাড়া পাপুল এবং তার কোম্পানির প্রায় ৫০ লাখ কুয়েতি দিনার (প্রায় ১৪০ কোটি টাকা) ব্যাংকে জমাকৃত অর্থ ফ্রিজ করার জন্য ওই দেশের কেন্দ্রীয় ব্যাংককে অনুরোধ করেছেন কুয়েতের পাবলিক প্রসিকিউটর। বিদেশের মাটিতে একজন সংসদ সদস্য আটকের ঘটনা দেশের জন্য অত্যন্ত অসম্মানজনক বলে মনে করেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন।

/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক