X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

বৈরুতে বিস্ফোরণ: আট বাংলাদেশি হাসপাতালে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ আগস্ট ২০২০, ২১:৪০আপডেট : ০৬ আগস্ট ২০২০, ২১:৪৩

ছবি: রয়টার্স লেবাননের বৈরুতে জোড়া বিস্ফোরণে প্রায় ৮০ জন বাংলাদেশি বেসামরিক নাগরিক আহত হলেও বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যা পর্যন্ত আট জন বাংলাদেশি বিভিন্ন হাসপাতালে আছে বলে জানিয়েছে দূতাবাস। এরমধ্যে একজনের অবস্থা গুরুতর। ওই বিস্ফোরণে এখন পর্যন্ত চার জন বাংলাদেশি নিহত হয়েছেন।

বাংলাদেশ দূতাবাসের হেড অফ চ্যান্সারি আবদুল্লাহ আল মামুন বলেন, ‘আমরা বিভিন্ন হাসপাতালে যোগাযোগ করেছি এবং আজকে তিনটি হাসপাতালে আট জন চিকিৎসাধীন আছেন। এছাড়া আহত নৌবাহিনীর সদস্যদের জাতিসংঘের তত্ত্বাবধানে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

বেসামরিক বাংলাদেশিরা বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছে জানিয়ে তিনি বলেন, ‘যাদের অবস্থা তুলনামূলক ভালো এবং হাসপাতালে চিকিৎসার প্রয়োজন নেই তাদেরকে বাড়ি চলে যেতে বলা হয়েছে।’

আবদুল্লাহ আল মামুন জানান, চার জন নিহত বাংলাদেশির মধ্যে রাসেল মিয়ার ভাই সাদেক মিয়াও আহত হয়েছেন, তার ১১টি সেলাই প্রয়োজন হয়েছে। দূতাবাস অন্যান্যদের মতো তাকেও সহায়তা দিচ্ছে।

বৃহস্পতিবার ৯ জন এবং বুধবার পাঁচ জন বাংলাদেশিকে দূতাবাস চিকিৎসা সহায়তা দিয়েছে জানিয়ে তিনি বলেন, ‘মঙ্গলবার দুর্ঘটনার সঙ্গে সঙ্গে আমরা বন্দর এলাকায় যাই। সেখানে আহত বাংলাদেশি নৌবাহিনীর সদস্যদের হাসাপাতালে নেওয়ার ব্যবস্থা করি।’

বাংলাদেশ থেকে একটি মেডিক্যাল টিম ও অন্যান্য সামগ্রী পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে, এই বিষয়ে ইতোমধ্যে এখানকার সরকারের কাছ থেকে অনুমতির জন্য যোগাযোগ করা হয়েছে জানিয়ে মামুন বলেন, ‘খুব দ্রুতই ওই টিম এখানে আসবে বলে আশা করছি। তারা কোথায় কিভাবে কাজ করবে তা নিয়ে আমরা আলোচনা করছি।’

/এসএসজেড/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
‘জলবায়ুর প্রভাব মোকাবিলায় অর্থের সঠিক ব্যবহার হচ্ছে না’
‘জলবায়ুর প্রভাব মোকাবিলায় অর্থের সঠিক ব্যবহার হচ্ছে না’
রাজধানীর ফুটপাত থেকে অজ্ঞাতনামা বৃদ্ধের লাশ উদ্ধার
রাজধানীর ফুটপাত থেকে অজ্ঞাতনামা বৃদ্ধের লাশ উদ্ধার
কানাডার ইতিহাসে বৃহত্তম স্বর্ণ ডাকাতির ঘটনায় গ্রেফতার ৬
কানাডার ইতিহাসে বৃহত্তম স্বর্ণ ডাকাতির ঘটনায় গ্রেফতার ৬
সর্বাধিক পঠিত
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট