X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

টাকা সমস্যা না, জরুরি ভিত্তিতে ত্রাণ দিতে নির্দেশ বঙ্গবন্ধুর

উদিসা ইসলাম
০৮ আগস্ট ২০২০, ০৭:৫০আপডেট : ০৮ আগস্ট ২০২০, ০৭:৫০

দৈনিক ইত্তেফাক (বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত তথ্যের ভিত্তিতে ১৯৭২ সালে বঙ্গবন্ধুর সরকারি কর্মকাণ্ড ও তার শাসনামল নিয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করছে বাংলা ট্রিবিউন। আজ পড়ুন ওই বছরের ৮ আগস্টের ঘটনা।)

লন্ডনে চিকিৎসাধীন বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের বন্যাদুর্গত জনসাধারণের প্রতি গভীর সহানুভূতি জানিয়ে জরুরি ভিত্তিতে ত্রাণকার্য চালিয়ে যাওয়ার জন্য নির্দেশ দেন। অস্থায়ী প্রধানমন্ত্রী শেখ নজরুল ইসলামকে পাঠানো এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করতে হবে। তার জন্য অর্থ কোনও সমস্যা হতে পারে না। তিনি মন্ত্রীসভার সকল সদস্যকে বন্যাদুর্গত এলাকা সফর ও সেখানে অবস্থান করে ত্রাণ কার্য পরিচালনার নির্দেশ দেন। বঙ্গবন্ধু জরুরি ভিত্তিতে বিমানসহ সকল প্রকার পরিবহনের ব্যবস্থা করার নির্দেশ দেন। বন্যাদুর্গতদের প্রতি গভীর সহানুভূতি জ্ঞাপন করে বঙ্গবন্ধু তাদের বার্তায় বলেন, আমার দেশবাসীকে জানিয়ে দিন যত দূরেই থাকি না কেনও তাদের দুঃখ-দুর্দশার কথা সারাক্ষণ আমার অন্তর জুড়ে থাকে।

জাতিসংঘের সদস্যপদ পেতে আবেদন
বাংলাদেশ ১৯৭২ সালের ৮ আগস্ট জাতিসংঘের সদস্য পদের জন্য আনুষ্ঠানিকভাবে আবেদনপত্র পেশ করে। এই আবেদনপত্র তিন ভাবে পাঠানো হয়। প্রথমত তার যোগে সেক্রেটারি জেনারেল ডক্টর কুর্ট ওয়াল্ড হেউমের নিকট পাঠানো হয়, মূল কপি ঢাকাস্থ জাতিসংঘের প্রতিনিধির নিকট প্রদান করা হয় এবং আরেক কপি যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এস এ করিমের মাধ্যমে পাঠানো হয়।

দৈনিক বাংলা ৯ আগস্ট পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ ৮ তারিখ দুপুরে সাংবাদিকদের ডেকে এই তথ্য জানান। তিনি বলেন, সকাল ১১টায় জাতিসংঘে তার যোগে আবেদনপত্র পাঠানো হয়। মন্ত্রিসভার সিদ্ধান্ত গ্রহণ এবং প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনুমোদন নিয়ে আবেদনপত্র পাঠানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রী জানান, আগামী সাত দিন এই নিয়ে ব্যাপক কূটনৈতিক তৎপরতা চলবে। প্রকৃতপক্ষে এই আবেদন পাঠানোর আগে থেকেই ঢাকায় তৎপরতা শুরু হয়ে যায়। জাতিসংঘের সদস্য পদের জন্য অসংখ্য বিদেশি দূত পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে দেখা করেন। বাংলাদেশের জাতিসংঘভুক্তি সম্পর্কে তিনি বিদেশি দূতদের সঙ্গে আলোচনা করেন। এদের মধ্যে রয়েছে সোভিয়েত ইউনিয়ন, ব্রিটেন, আমেরিকা, ফ্রান্স ও ভারত। পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে জাতিসংঘের কাছে বিশেষ করে চীনসহ নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলোর কাছে বিশ্ব সংস্থায় বাংলাদেশের অন্তর্ভুক্তিতে সমর্থন করার আবেদন জানান। তিনি আশা প্রকাশ করেন যে, আবেদনে দেশগুলো সাড়া দিবে। জাতিসংঘের নিকট পাঠানো আবেদনপত্রে পররাষ্ট্রমন্ত্রী জাতির পক্ষ থেকে জাতিসংঘের নিয়ম মেনে চলার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, জাতিসংঘের সনদে যেসব মেনে চলার কথা বলা আছে তা মেনে নিয়ে, দায়িত্ব পালনের জন্য বাংলাদেশ সরকার সংশ্লিষ্ট সকল বিষয় বিবেচনায় নিয়ে তবেই ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছে। আবেদনপত্র পাঠাবার আগে এই প্রশ্নটিই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আলোচনা করেছেন এবং বঙ্গবন্ধুকে প্রতিনিয়ত প্রতিটি বিষয় অবহিত করা হচ্ছে।

বাংলাদেশ অবজাজরভার পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, এই পর্যন্ত ৮৫টি দেশ বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে। আমরা জাতিসংঘের আওতাধীন অনেকগুলো আন্তর্জাতিক সংস্থায় প্রবেশাধিকার পেয়েছি। এর মধ্যে আইএলও এবং বিশ্ব ব্যাংকের নাম উল্লেখযোগ্য। বাংলাদেশ সরকার মনেকরে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুদয় এবং বিশ্বের অধিকাংশ দেশ কর্তৃক স্বীকৃতি দেওয়ার পরিপ্রেক্ষিতে নিরাপত্তা পরিষদ সাধারণ পরিষদের আবেদনপত্র অনুকূলভাবে বিবেচনা করবে। বাংলাদেশ শান্তিকামী দেশ। বাংলাদেশের সমগ্র ভূখণ্ডের ওপর কর্তৃত্ব তর্কাতীত। ইতোমধ্যে ভূখণ্ডের ওপর বাংলাদেশ সরকারের কর্তৃত্বের কথা স্বীকার করে নিয়েছে। তিনি বলেন, আমরা ইতোমধ্যে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্রকে বলেছি আমাদের সদস্যপদের আবেদনপত্র সমর্থনের জন্য। বাংলাদেশ বিশ্বের অষ্টম জনবহুল দেশ। যে কোনও মানদণ্ডে ও বিচারে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ পাওয়ার যোগ্যতা রাখে।

দৈনিক বাংলা দেশে ফেরার পথে বঙ্গবন্ধু মিশর যাবেন?
প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান লন্ডন থেকে স্বদেশে ফেরার পথে মিশর সফর করতে পারেন। মিশরের দৈনিক আল-আহরাম পত্রিকার বরাত দিয়ে ভারতের আকাশবাণীর এই খবর দৈনিকবাংলা পত্রিকায় প্রকাশিত হয়। আল-আহরাম পত্রিকায় খবর দিয়েছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী মিশরের প্রেসিডেন্টের সঙ্গে কথাবার্তা বলবেন। আকাশবাণী বিদেশি একটি প্রতিষ্ঠানের মাধ্যমে আল-আহরাম পত্রিকার সংক্ষিপ্ত খবর পায়। ৮ আগস্ট রাতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, ঢাকায় ফেরার পথে মিশর সফরের বিষয়ে তাদের কিছু জানা নেই। এদিকে লন্ডন থেকে বাসস জানাচ্ছে যে বঙ্গবন্ধু ব্রিটেনে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সৈয়দ আবদুস সুলতানসহ অন্যদের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। তার ব্যক্তিগত চিকিৎসক নুরুল ইসলাম শেষ বুলেটিনে বলেছেন, প্রধানমন্ত্রীর স্বাস্থ্যর উন্নতি অব্যাহত আছে এবং গত রাতে ভাল ঘুম হয়েছে। তিনি সকালে স্বাভাবিকভাবে নাস্তা করেছেন। 

/ইউআই/এনএস/
সম্পর্কিত
মুজিব বর্ষ উদযাপনে বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের খরচ ১২৬১ কোটি
ভূমিহীনমুক্ত হচ্ছে সাতক্ষীরার ৬ উপজেলা, প্রস্তুত ৩৬৪টি ঘর
‘প্রধানমন্ত্রীর উপহার বেঁচে থাকার সাহস জুগিয়েছে’
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
সর্বাধিক পঠিত
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে