X
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
১ জ্যৈষ্ঠ ১৪৩২

মুজিববর্ষ উপলক্ষে সংসদ চত্বরে গাছ লাগালেন সংসদ সদস্যরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ আগস্ট ২০২০, ০২:৩৯আপডেট : ২৬ আগস্ট ২০২০, ০২:৩৯

জাতীয় সংসদ (ছবি- সাজ্জাদ হোসেন) মুজিববর্ষ উপলক্ষে সংসদ ভবন চত্বরে মঙ্গলবার (২৫ আগস্ট) গাছ রোপণ করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলামসহ একাদশ জাতীয় সংসদের বেশ কয়েকজন সংসদ সদস্য। তারা হলেন হুইপ সামশুন হক চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, শিক্ষা উপমন্ত্রী মো. মহিবুল হাসান চৌধুরী, সংসদ সদস্য—মো. মকবুল হোসেন, আ.ফ.ম. রূহুল হক, মো. মোজাফ্ফর হোসেন, মেহের আফরোজ, বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন,  দীপংকর তালুকদার, হোসনে আরা এবং সৈয়দা রুবিনা আক্তার।

এ সময় ​স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ‘বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপান্তরিত করার জন্য প্রধানমন্ত্রী সারাদেশের মানুষকে আহ্বান করেছেন। সামাজিকভাবে সবাই যদি বৃক্ষরোপণ করেন, বনায়ন করেন; তাহলে আমাদের পরিবেশ ভালো থাকবে। আমরা সবাই জাগ্রতভাবে বসবাস করতে পারবো। এ কারণেই সবাইকে উৎসাহিত করার জন্য আমি নিজেও বৃক্ষ রোপণ করেছি।’

​শিক্ষা উপমন্ত্রী মো. মহিবুল হাসান চৌধুরী বলেন, ‘হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যিনি জন্মগ্রহণ না করলে আমাদের এই বাংলাদেশ হতো না, আজকের এই মহান জাতীয় সংসদ হতো না। তাই বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা রেখেই আমি আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছি এবং জাতির পিতাকে শ্রদ্ধাভরে স্মরণ করছি।’

​মুজিববর্ষ উপলক্ষে ৩৫০ থেকে ৫০০টি বৃক্ষের চারা রোপণের লক্ষ্যমাত্রা নিয়ে সংসদ ভবন চত্বরে গত ২৬ জুলাই তারিখে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। পর্যায়ক্রমে সব সংসদ সদস্য সংসদ ভবন চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন মর্মে সিদ্ধান্ত রয়েছে।

​উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী-২০২০ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা-ঘোষিত সারাদেশে এক কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে জাতীয় সংসদে এ কার্যক্রম পরিচালিতি হচ্ছে।

       

/ইএইচএস/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১৫ মে, ২০২৫)
টিভিতে আজকের খেলা (১৫ মে, ২০২৫)
আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা জবি শিক্ষার্থীদের
আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা জবি শিক্ষার্থীদের
তুরস্কের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চুক্তি বাতিল করলো দিল্লির জেএনইউ
তুরস্কের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চুক্তি বাতিল করলো দিল্লির জেএনইউ
উপদেষ্টা মাহফুজের মাথায় বোতল নিক্ষেপ, হাসনাত বললেন ‘প্রত‍্যাশিত নয়’
উপদেষ্টা মাহফুজের মাথায় বোতল নিক্ষেপ, হাসনাত বললেন ‘প্রত‍্যাশিত নয়’
সর্বাধিক পঠিত
সাবেক সেনা সদস্যদের আবেদন পুনর্বিবেচনা করছে সেনাবাহিনী, ধৈর্য ধরার পরামর্শ
সাবেক সেনা সদস্যদের আবেদন পুনর্বিবেচনা করছে সেনাবাহিনী, ধৈর্য ধরার পরামর্শ
‘পুলসিরাত’ ইসলামিক নাম, তাই পরিবর্তনের নির্দেশ
‘পুলসিরাত’ ইসলামিক নাম, তাই পরিবর্তনের নির্দেশ
পূজা উদযাপন পরিষদের দুই নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা
পূজা উদযাপন পরিষদের দুই নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রসঙ্গ
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রসঙ্গ
আরও ১৬ ভারতীয়কে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে বিএসএফ
আরও ১৬ ভারতীয়কে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে বিএসএফ