X
মঙ্গলবার, ২১ মে ২০২৪
৭ জ্যৈষ্ঠ ১৪৩১

মুজিববর্ষ উপলক্ষে সংসদ চত্বরে গাছ লাগালেন সংসদ সদস্যরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ আগস্ট ২০২০, ০২:৩৯আপডেট : ২৬ আগস্ট ২০২০, ০২:৩৯

জাতীয় সংসদ (ছবি- সাজ্জাদ হোসেন) মুজিববর্ষ উপলক্ষে সংসদ ভবন চত্বরে মঙ্গলবার (২৫ আগস্ট) গাছ রোপণ করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলামসহ একাদশ জাতীয় সংসদের বেশ কয়েকজন সংসদ সদস্য। তারা হলেন হুইপ সামশুন হক চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, শিক্ষা উপমন্ত্রী মো. মহিবুল হাসান চৌধুরী, সংসদ সদস্য—মো. মকবুল হোসেন, আ.ফ.ম. রূহুল হক, মো. মোজাফ্ফর হোসেন, মেহের আফরোজ, বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন,  দীপংকর তালুকদার, হোসনে আরা এবং সৈয়দা রুবিনা আক্তার।

এ সময় ​স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ‘বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপান্তরিত করার জন্য প্রধানমন্ত্রী সারাদেশের মানুষকে আহ্বান করেছেন। সামাজিকভাবে সবাই যদি বৃক্ষরোপণ করেন, বনায়ন করেন; তাহলে আমাদের পরিবেশ ভালো থাকবে। আমরা সবাই জাগ্রতভাবে বসবাস করতে পারবো। এ কারণেই সবাইকে উৎসাহিত করার জন্য আমি নিজেও বৃক্ষ রোপণ করেছি।’

​শিক্ষা উপমন্ত্রী মো. মহিবুল হাসান চৌধুরী বলেন, ‘হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যিনি জন্মগ্রহণ না করলে আমাদের এই বাংলাদেশ হতো না, আজকের এই মহান জাতীয় সংসদ হতো না। তাই বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা রেখেই আমি আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছি এবং জাতির পিতাকে শ্রদ্ধাভরে স্মরণ করছি।’

​মুজিববর্ষ উপলক্ষে ৩৫০ থেকে ৫০০টি বৃক্ষের চারা রোপণের লক্ষ্যমাত্রা নিয়ে সংসদ ভবন চত্বরে গত ২৬ জুলাই তারিখে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। পর্যায়ক্রমে সব সংসদ সদস্য সংসদ ভবন চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন মর্মে সিদ্ধান্ত রয়েছে।

​উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী-২০২০ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা-ঘোষিত সারাদেশে এক কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে জাতীয় সংসদে এ কার্যক্রম পরিচালিতি হচ্ছে।

       

/ইএইচএস/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গণমাধ্যমের ওপর করের বোঝা সহনীয় করার দাবি এফবিসিসিআই’র
গণমাধ্যমের ওপর করের বোঝা সহনীয় করার দাবি এফবিসিসিআই’র
সাতক্ষীরার ৩ উপজেলায় জিতলেন যারা
সাতক্ষীরার ৩ উপজেলায় জিতলেন যারা
ময়মনসিংহেও ৪ গোল করতে চান দিয়াবাতে!
ময়মনসিংহেও ৪ গোল করতে চান দিয়াবাতে!
প্রথমবারই বাজিমাত মন্ত্রীর শ্যালকের, পাত্তা পাননি সাবেক মন্ত্রীর ভাই
প্রথমবারই বাজিমাত মন্ত্রীর শ্যালকের, পাত্তা পাননি সাবেক মন্ত্রীর ভাই
সর্বাধিক পঠিত
১০০ লিচু ১০০০ টাকা, তবু দুশ্চিন্তায় এই গ্রামের চাষিরা
১০০ লিচু ১০০০ টাকা, তবু দুশ্চিন্তায় এই গ্রামের চাষিরা
সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
সংসদীয় কমিটির তোপের মুখে টেলিটক
সংসদীয় কমিটির তোপের মুখে টেলিটক
সহিংসতার দুটি মামলা থেকে খালাস পেলেন ইমরান খান
সহিংসতার দুটি মামলা থেকে খালাস পেলেন ইমরান খান
ভোটারের অপেক্ষায় কুমিল্লার একটি কেন্দ্র
ভোটারের অপেক্ষায় কুমিল্লার একটি কেন্দ্র