X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

এখনও অন্ধকারে ময়মনসিংহের ৩ লাখ গ্রাহক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ সেপ্টেম্বর ২০২০, ১৯:১৪আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২০, ২২:০০

এখনও অন্ধকারে ময়মনসিংহের ৩ লাখ গ্রাহক ময়মনসিংহে ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রে আগুন লাগার ঘটনায় এখনও বিদ্যুৎবিহীন ময়মনসিংহবাসী। প্রায় ৩ লাখ গ্রাহক এখন অন্ধকারে। চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। কখন বিদ্যুৎ আসবে তা এখনও নিশ্চিত নয়। এই ঘটনার কারণ খুঁজতে চার সদস্যের তদন্ত কমিটি করেছে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি)। পিজিসিবির নির্বাহী পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) মাসুম আলম বকসিকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। কমিটির সদস্যরা এখন ময়মনসিংহ যাচ্ছেন। আগামীকাল বুধবারের মধ্যে প্রতিবেদন দেবে তারা।
জানা যায়, আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রে আগুন লেগে যায়। এরপর ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পাওয়ার গ্রিডের ট্রান্সফরমার পুড়ে যাওয়ায় ময়মনসিংহ বিভাগের চার জেলা ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনা তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
পিজিসিবি জানায়, গ্রিড বিকল হওয়ায় মূলত ময়মনসিংহে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। আর বাকি জেলাগুলোতে সাবধানতার অংশ হিসেবে বন্ধ করে দেওয়া হয়। এখন শুধু ময়মনসিংহ শহর ও আশপাশের এলাকায় বিদ্যুৎ নেই। বাকি জেলাগুলোয় বিদ্যুৎ সরবরাহ শুরু করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে পিজিসিবির ব্যবস্থাপনা পরিচালক গোলাম কিবরিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, এখন ময়মনসিংহ ছাড়া অন্য জেলাগুলোতে বিদ্যুৎ সরবরাহ শুরু করা হয়েছে। ময়মনসিংহে আমরা বিকল্প লাইনের আরইবির সহায়তায় বিদ্যুৎ সরবরাহ করার চেষ্টা করছি। কিন্তু কখন সব স্বাভাবিক হবে এখনই তা বলা সম্ভব নয়।
এই ঘটনার কারণ জানতে চাইলে তিনি বলেন, কারণ জানতে আমরা তদন্ত কমিটি করে সদস্যদের ময়মনসিংহে পাঠিয়েছি৷ তারা সব দেখে আগামীকালের মধ্যে প্রতিবেদন দেবে। এদিকে খোঁজ নিয়ে জানা যায়, গ্রিড সচল করার জন্য প্রকৌশলী ও বিদ্যুৎকর্মীরা কাজ শুরু করেছেন।
এদিকে ময়মনসিংহের পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর জেনারেল ম্যানেজার মকবুল হোসেন জানান, তারা ময়মনসিংহ বিভাগে মোট ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করেন। তার মধ্যে এখন ৯০ মেগাওয়াট সরবরাহ করা হচ্ছে। মানে মোট বিদ্যুতের তিন ভাগের একভাগ তারা এখন সরবরাহ করতে পারছেন। তিনি জানান, কখন পুরো পরিস্থিতি স্বাভাবিক হবে বলা যাচ্ছে না। পিজিসিবি তাদের জানিয়েছে, মেরামতের কাজ চলছে।
জানা যায়, ময়মনসিংহ শহরসহ আশপাশের এলাকায় আরইবির গ্রাহক সংখ্যা প্রায় ৫ লাখ আর পিডিবির গ্রাহক আছে ৫০ হাজারের মতো। এরমধ্যে এক-তৃতীয়াংশ গ্রাহক এখনও অন্ধকারেই আছেন।

/এসএনএস/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা