X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

পরীক্ষা পেছানোর বিষয়ে বার কাউন্সিলের সঙ্গে আলোচনা করবো: আইনমন্ত্রী

বাহাউদ্দিন ইমরান
০৯ সেপ্টেম্বর ২০২০, ০০:০০আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২০, ০০:২৪

আইনমন্ত্রী আনিসুল হক করোনাভাইরাস মহামারির কারণে সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কিন্তু আগামী ২৬ সেপ্টেম্বর প্রায় ১৩ হাজার শিক্ষার্থীর লিখিত পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত জানিয়ে নোটিশ দিয়েছে বাংলাদেশ বার কাউন্সিল। কোভিড-১৯ প্রাদুর্ভাবের কথা বিবেচনা করে পরীক্ষা পেছানোর বিষয়ে আইনজীবীদের নিয়ন্ত্রণকারী এই সংস্থার নেতাদের সঙ্গে আলোচনায় বসবেন আইনমন্ত্রী আনিসুল হক। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক প্রশ্নের জবাবে তিনি বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানিয়েছেন।

পরীক্ষা পেছানো প্রসঙ্গে আইনমন্ত্রীর মন্তব্য, ‘আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে বার কাউন্সিলের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করবো। এ সপ্তাহে আমার সঙ্গে তাদের কথা হতে পারে।’
সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার (এসকে সিনহা) আমলে বারের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হাজার হাজার শিক্ষার্থীর খাতা মূল্যায়নেরর ভার সুপ্রিম কোর্টের বিচারপতিদের ওপর অর্পণ করা হয়। কিন্তু মামলার জট বৃদ্ধি পাওয়া সত্ত্বেও নিষ্পত্তি ও রায় লেখার পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে খাতা মূল্যায়নের দায়িত্ব বিচারপতিদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে। তাই বিচারপতিদের ওপর অর্পিত অতিরিক্ত দায়িত্ব কমিয়ে আনতে খাতা মূল্যায়নের ভার পুনরায় আইনজীবীদের হাতে ফিরিয়ে আনতে কোনও বিধি প্রণয়ন বা সংশোধনের প্রয়োজন রয়েছে? বাংলা ট্রিবিউনের এই প্রশ্নে আনিসুল হকের উত্তর, ‘এসকে সিনহা অনেক কিছুর অমূলক পরিবর্তন করেছিলেন। সেগুলো নিয়ে আমরা কথা বলবো। এটি সুবিধা-অসুবিধার বিষয়। যেটি বাস্তবিকভাবে সুবিধার হবে, সেটিই করা হবে বলে আমি আশা করি। এ বিষয়ে বারের সঙ্গে আলোচনা করবো।’
করোনার সংক্রমণ ঠেকাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। তা সত্ত্বেও বার কাউন্সিলের পরীক্ষা নেওয়ার উদ্যোগের বিরুদ্ধে সংসদ অধিবেশনে প্রশ্ন তোলেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ। গত ৭ সেপ্টেম্বর সংসদ অধিবেশনে তিনি উল্লেখ করেন, ‘দীর্ঘদিন ধরে বার কাউন্সিল আইনজীবী অন্তর্ভুক্তির বিষয়ে নিয়মিত পরীক্ষার ব্যত্যয় ঘটিয়ে আসছে। তবে ৬৫ দিন ধরে প্রেসক্লাবের সামনে শিক্ষার্থীদের আন্দোলনের ফলে আগামী ২৬ সেপ্টেম্বর পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। তাদের আন্দোলন দমাতে করোনাভাইরাস মহামারির মধ্যে বার এমন সিদ্ধান্ত কীভাবে নিলো? ১৩ হাজার শিক্ষার্থীর একত্রিত হওয়ার কারণে সংক্রমণ বৃদ্ধি হওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে।’

পূর্বে শুধু মৌখিক পরীক্ষার (ভাইভা) মাধ্যমে আইনজীবীদের সনদ প্রদান করা হতো। তবে দিনে দিনে শিক্ষার্থীদের চাপ বাড়তে থাকায় আইনজীবী হতে গেলে বর্তমানে নৈর্ব্যক্তিক, লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। তাছাড়া এই তিন ধাপের যেকোনও একটি পরীক্ষায় শিক্ষার্থীরা একবার উত্তীর্ণ হলে পরবর্তী পরীক্ষায় তারা দ্বিতীয় ও শেষবারের মতো অংশগ্রহণের সুযোগ পান। তবে দ্বিতীয়বারেও অনুত্তীর্ণ হলে তাদের পুনরায় শুরু থেকেই পরীক্ষায় অংশ নিতে হয়। সেই অনুযায়ী ২০১৭ সালে ৩৪ হাজার শিক্ষার্থীর মধ্য থেকে লিখিত পরীক্ষায় দ্বিতীয় ও শেষবারের মতো বাদ পড়া ৩ হাজার ৫৯০ শিক্ষার্থী এবং ২০২০ সালে প্রায় ৭০ হাজার শিক্ষানবিশ আইনজীবীর মধ্যে এমসিকিউতে উত্তীর্ণ ৮ হাজার ৭৬৪ শিক্ষার্থীসহ মোট ১২ হাজার ৮৫৮ জন সনদ প্রত্যাশী লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন।
আপিল বিভাগের রায় প্রতিপালন না করে অনিয়মিত পরীক্ষা গ্রহণ ও খাতা রিভিউ সুবিধা প্রদান না করাসহ বেশ কিছু দাবিতে আন্দোলন করেছেন শিক্ষানবিশ আইনজীবীরা। আন্দোলনের মুখে আগামী ২৬ সেপ্টেম্বর লিখিত পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে বার কাউন্সিল।

/জেএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা