X
শনিবার, ১১ মে ২০২৪
২৮ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রে করোনা সামগ্রী রফতানি করে প্রশংসিত বেক্সিমকো

বাংলা ট্রিবিউন ডেস্ক
২১ অক্টোবর ২০২০, ২১:২১আপডেট : ২১ অক্টোবর ২০২০, ২১:২৪

বেক্সিমকো উৎপাদিত সুরক্ষা সামগ্রী যুক্তরাষ্ট্রে পাঠানো উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কথা বলছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম মে মাসের শেষ দিকে যুক্তরাষ্ট্রে অন্তত ৬৫ লাখ পিপিই গাউন (ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী) রফতানি করেছে বেক্সিমকো টেক্সটাইল। তার মাত্র দুই মাস আগে মার্কিন কর্তৃপক্ষ এসব পণ্যের চাহিদা পাঠায়।

করোনাভাইরাস চিকিৎসা কাজে নিয়োজিতদের ব্যবহারের জন্য এসব সামগ্রী দ্রুত সময়ের মধ্যে উৎপাদন ও সরবরাহ করায় বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের উপ-পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন বাইগুন। সম্প্রতি তিন দিন ঢাকা সফর করে গেছেন তিনি।

বাইগুনের ঢাকা সফরের আগে ভার্চুয়াল বৈঠক করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের আন্ডার সেক্রেটারি কেইথ ক্রাচ ও বাংলাদেশের প্রধানমন্ত্রীর ব্যক্তিগত শিল্প ও বিনিয়োগ বিষয়ক পরামর্শক সালমান এফ রহমান।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের এক বিশেষ টেলিফোন ব্রিফিংয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক এবং ঢাকা সফরের অভিজ্ঞতা বর্ণনা করেন স্টিফেন বাইগুন। তিনি বলেন, ‘আমি (সালমান এফ) রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছি, তিনি বাংলাদেশের একজন অসামান্য চমৎকার এবং ব্যক্তিখাতের সফল ব্যক্তিত্ব।’

স্টিফেন বাইগুন জানান, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী তার আন্ডার সেক্রেটারি কেইথ ক্রাচকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের কাউন্টারপার্ট হিসেবে নিয়োগ দিয়েছেন। তিনি বলেন, আর তারা দুজন মিলে অর্থনৈতিক সহযোগিতা বাস্তবায়নের একটি রোডম্যাপের উন্নয়ন ঘটিয়েছেন। আমার বিশ্বাস সেটি যুক্তরাষ্ট্র-বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক গভীর করে তুলতে সত্যিকার ভূমিকা রাখবে।

উল্লেখ্য, ভারতের রাজধানী দিল্লি সফরের পর গত ১৪ থেকে ১৬ অক্টোবর ঢাকা সফর করেন স্টিফেন বাইগুন। তিনি এর আগে আরও কয়েকবার ভারত সফর করলেও বাংলাদেশে এটাই ছিলে তার প্রথম সফর। এই সফরে তিনি যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক নিয়ে ব্যপক আশাবাদী হয়েছেন বলেও জানান তিনি।

 

/জেজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পোস্টার লাগানোকে কেন্দ্র করে প্রার্থীর নির্বাচনি ক্যাম্পে ভাঙচুর ও গুলি বর্ষণ
পোস্টার লাগানোকে কেন্দ্র করে প্রার্থীর নির্বাচনি ক্যাম্পে ভাঙচুর ও গুলি বর্ষণ
ইসরায়েলের বিরুদ্ধে সম্ভাব্য আন্তর্জাতিক আইনের লঙ্ঘনের অভিযোগ যুক্তরাষ্ট্রের
ইসরায়েলের বিরুদ্ধে সম্ভাব্য আন্তর্জাতিক আইনের লঙ্ঘনের অভিযোগ যুক্তরাষ্ট্রের
এক মোটরসাইকেলে ৩ ব্যবসায়ী, কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেলো দুজনের
এক মোটরসাইকেলে ৩ ব্যবসায়ী, কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেলো দুজনের
আন্তর্জাতিক ক্রিকেটে এই বছরই শেষ অ্যান্ডারসনের
আন্তর্জাতিক ক্রিকেটে এই বছরই শেষ অ্যান্ডারসনের
সর্বাধিক পঠিত
ফোন ছিনতাইয়ের ঘটনায় জিডি নয়, মামলা নেওয়ার নির্দেশ
ফোন ছিনতাইয়ের ঘটনায় জিডি নয়, মামলা নেওয়ার নির্দেশ
২০ মিনিটে লালখানবাজার থেকে বিমানবন্দর, চলবে না অটোরিকশা-বাইক
২০ মিনিটে লালখানবাজার থেকে বিমানবন্দর, চলবে না অটোরিকশা-বাইক
সরকারি গাড়ির যথেচ্ছ ব্যবহার, তুলছেন ভ্রমণ বিলও
সরকারি গাড়ির যথেচ্ছ ব্যবহার, তুলছেন ভ্রমণ বিলও
একই গ্রাম থেকে নির্বাচিত হলেন তিন চেয়ারম্যান
একই গ্রাম থেকে নির্বাচিত হলেন তিন চেয়ারম্যান
প্রশ্নফাঁস: বিমানের ডিজিএমসহ ৩০ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র
প্রশ্নফাঁস: বিমানের ডিজিএমসহ ৩০ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র