X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

জাতিসংঘের সঙ্গে পরামর্শ করেই রোহিঙ্গাদের স্থানান্তর

শেখ শাহরিয়ার জামান
০৩ ডিসেম্বর ২০২০, ২১:১৩আপডেট : ০৩ ডিসেম্বর ২০২০, ২১:২৭

ভাসানচরের একটি আশ্রয় কেন্দ্র ভাসানচরে রোহিঙ্গাদের স্থানান্তরের বিষয়ে জাতিসংঘের সম্পৃক্ততা নিয়ে গত দুই বছর ধরে আলোচনা করছে সরকার। শুধু তা-ই নয়, চলতি বছরের জন্য জাতিসংঘের যৌথ রেসপন্স প্ল্যানে ভাসানচরের বিষয়টি উল্লেখ করার জন্য একাধিক বৈঠক হয়েছে দুই পক্ষের মধ্যে।

তবে বুধবার (২ ডিসেম্বর) ভাসানচরে রোহিঙ্গাদের স্থানান্তর নিয়ে জাতিসংঘ এক বিবৃতিতে জানায়, এই প্রক্রিয়ায় তাদের (জাতিসংঘ) সম্পৃক্ত করা হয়নি।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, ভাসানচর বিষয়ে জাতিসংঘের সঙ্গে অনেক বৈঠক হয়েছে। এছাড়া এই প্রক্রিয়ায় সম্পৃক্ততার জন্য ‘টার্মস অব রেফারেন্স’ নিয়ে দুই বছর ধরে আলোচনা চলছে।

তিনি জানান, ভাসানচর সরেজমিন পরিদর্শনের জন্য একটি টেকনিক্যাল অ্যাসেসমেন্ট টিম পাঠানোর জন্য তাদের বলা হয়েছে। তারা (রোহিঙ্গারা) কী করবে, কীভাবে যাবে এবং অন্যান্য শর্তাবলি নিয়েও আলোচনা চলছে জানিয়ে এই কর্মকর্তা বলেন, সম্প্রতি একটি ‘প্রটেকশন টিম’ পাঠানোর জন্য তারা (জাতিসংঘ) আমাদের অনুরোধ করেছে। সেটি নিয়েও আমাদের আলোচনা চলছে।

জাতিসংঘের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

রোহিঙ্গাদের জন্য জাতিসংঘ বিভিন্নভাবে অর্থ সংগ্রহ করে। কিন্তু সেই অর্থের কত অংশ রোহিঙ্গাদের কাছে পৌঁছায় এবং কত অংশ জাতিসংঘের বিভিন্ন খরচ মেটানোর জন্য ব্যয় হয়, সেই হিসাব তারা কখনও দেয় না। অর্থাৎ জাতিসংঘের স্বচ্ছতার বিষয়টি এখানে অনুপস্থিত।

বাংলাদেশ সরকারের কাছে এ বিষয়ে জাতিসংঘ কোনও তথ্য দিয়েছে কিনা, জানতে চাইলে সরকারের আরেকজন কর্মকর্তা বলেন, এ বিষয়ে আমরা জানতে চেয়েছি, কিন্তু জাতিসংঘ এখনও আমাদের  এ বিষয়ে কোনও তথ্য দেয়নি।

জাতিসংঘের বিভিন্ন অঙ্গ সংস্থা রোহিঙ্গাদের জন্য বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। এর কিছু প্রকল্পের কোনও প্রয়োজনীয়তা নেই। এ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়েও জাতিসংঘ আমাদের কাছে কোনও তথ্য দেয়নি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, সরকারের পক্ষ থেকে জাতিসংঘকে সব সময় বলা হয়েছে—রোহিঙ্গাদের জন্য দেশীয় এনজিওকে বেশি প্রাধান্য দিতে,  যাতে স্থানীয় জনগোষ্ঠীর বেশি কর্মসংস্থান হয়। আমরা এ বিষয়ে তাদের ইতিবাচক মনোভাব আশা করছি।

/এসএসজেড/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩৩ ডেপুটি জেলার বদলি
৩৩ ডেপুটি জেলার বদলি
বিদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানের ঋণ নীতিতে শিথিলতা
বিদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানের ঋণ নীতিতে শিথিলতা
মানিচেঞ্জার লাইসেন্স ইস্যু ও নবায়নে নতুন নীতিমালা
মানিচেঞ্জার লাইসেন্স ইস্যু ও নবায়নে নতুন নীতিমালা
মধ্যপ্রাচ্যে ঘোষণা দিয়ে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার প্রবাসীরা মারামারি করে: আসিফ নজরুল
মধ্যপ্রাচ্যে ঘোষণা দিয়ে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার প্রবাসীরা মারামারি করে: আসিফ নজরুল
সর্বাধিক পঠিত
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!
ঢাকা সিটি কলেজক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি